General Knowledge Notes in BengaliHistory Notes

রাষ্ট্রকূট রাজবংশের ইতিহাস – PDF

Rashtrakuta dynasty

রাষ্ট্রকূট রাজবংশের ইতিহাস

প্রিয় পাঠকেরা, আজ আমরা দেখে আলোচনা করবো রাষ্ট্রকূট রাজবংশের ইতিহাস । দেখে নেবো রাষ্ট্রকূট সাম্রাজ্যের বিভিন্ন রাজাদের সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

দন্তিদুর্গ


  • আনুমানিক ৭৫০ – ৭৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন।
  • তিনি ছিলেন রাষ্ট্রকূট রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা।
  • তিনি প্রথমে চালুক্যদের সামন্ত রাজা ছিলেন।
  • চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্যের মৃত্যুর পর স্বাধীন রাজ্য হিসাবে গুজরাট, মালব, বোর জয় করেন।
  • পরবর্তীতে চালুক্যরাজ দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাস্ত করে মহারাষ্ট্রের উত্তর ভাগ নিজ অধিকারে আনেন।
  • তাঁর উপাধি ছিল ‘মহারাজাধিরাজ’।

প্রথম কৃষ্ণ


  • ৭৫৮-৭৭৩ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন।
  • তিনি মহীশূরের গঙ্গা শাসক ও চালুক্যদের পরাজিত করেন।
  • তিনি ইলােরায় পাহাড় কেটে শিব মন্দির তৈরি করান।

প্রথম ধ্রুব


  • ৭৮০-৭৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন।
  • মহীশূরের গঙ্গা বংশীয় রাজা, বেঙ্গীর চালুক্যরাজ ও পল্লবরাজকে পরাজিত করে সমগ্রদাক্ষিণাত্যে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেন।
  • উত্তর ভারতের প্রতিহার রাজা বৎস ও পালরাজা ধর্মপালকে পরাজিত করে গাঙ্গেয় উপত্যকায় নিজ আধিপত্য বিস্তার করেন।
  •  তাঁর উপাধি ছিল – ‘শ্রীবল্লভ’।

তৃতীয় গোবিন্দ


  • ৭৯৩-৮১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন।
  • উত্তর ভারতে প্রতিহার রাজা নাগভট্ট ও বাংলার পাল শক্তিকে প্রতিহত করে উত্তরে হিমালয় পর্যন্ত রাজ্য বিস্তার করেন।
  • তিনি পল্লব রাজধানী কাঞ্চি অধিকার করেন।
  • তিনি সিংহলের রাজাকে তাঁর আনুগত্য মানতে বাধ্য করেন।
  • চালুক্যরাজ বিজয়াদিত্য বিদ্রোহ করলে তাঁকে সিংহাসনচ্যুত করে তাঁর ভাই ভীমকে সিংহাসনে বসান।
  • তিনি ছিলেন রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ( মতান্তরে রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন তৃতীয় গোবিন্দের পুত্র প্রথম অমোঘবর্ষ )

প্রথম অমোঘবর্ষ


  • ৮১৪-৮৭৭ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন।
  • তিনি শান্তিপ্রিয় রাজা ছিলেন।
  • তিনি রাজধানী নাসিক থেকে মান্যখেট-এ নিয়ে যান।
  • ‘রত্নমালিকা’, ‘কবিরাজমার্গ’ নামক গ্রন্থ দুটি তিনি রচনা করেন।
  • আরব পর্যটক সুলেমানের মতানুসারে বিশ্বের চারজন শ্রেষ্ঠ রাজার মধ্যে তিনি একজন।

দ্বিতীয় কৃষ্ণ


  • ৮৭৮-৯১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন।
  • প্রথম ভােজকে তিনি পরাজিত করেন।
  • তিনি গুজরাট দখল করেন।

তৃতীয় ইন্দ্র


  • ৯১৪-৯২২ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন।
  • তিনি কনৌজ নগরী ধ্বংস করেন।
  • তিনি উজ্জয়িনী অধিকার করেন।

তৃতীয় কৃষ্ণ


  • ৯৪০-৯৬৮ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন।
  • তিনি ছিলেন রাষ্ট্রকূট বংশের শেষ উল্লেখযোগ্য রাজা।
  • তিনি কাঞ্চি ও তাঞ্জোর জয় করেন।
  • তাকোলামের যুদ্ধে তিনি চোলদের পরাজিত করেন।
  • উত্তরে প্রতিহাররাজ মহীপালকে পরাজিত করে তিনি কালাঞ্জর ও চিত্রকূট দখল করেন।
  • কেরল ও পাণ্ড্যদের পরাজিত করে রামেশ্বর সেতুবন্ধে বিজয়স্তম্ভ প্রােথিত করেন।
  • তিনি মালব, উজ্জয়িনী ও বুন্দেলখণ্ড জয় করেন।
  • সিংহলের রাজাও তার বশ্যতা মেনে নেন।
  • তিনি নিজেকে ‘সকল দক্ষিণ দিগাধিপতি’ বলে অভিহিত করেছেন।

শেষ রাষ্ট্রকুট রাজা ছিলেন – চতুর্থ অমোঘবর্ষ বা কার্ক ।

রাষ্ট্রকুট শিল্প :

  • অষ্টম শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম কৃষ্ণের রাজত্বকালে বিশ্ববিখ্যাত ইলোরার কৈলাশনাথ মন্দির নির্মিত হয়। এটিই হলো রাষ্ট্রকুট শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন।
  • বিখ্যাত সমালোচক হ্যাভেল কৈলাশ মন্দিরটিকে “জাতির পক্ষে গৌরবের বস্তু” বলেছিলেন।

প্রশ্নোত্তরে রাষ্ট্রকূট রাজবংশের ইতিহাস

১. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর : দন্তিদুর্গ

২. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

তৃতীয় গোবিন্দ  ( মতান্তরে প্রথম অমোঘবর্ষ )

৩. রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ?

উত্তর : চতুর্থ অমোঘবর্ষ

৪. কবিরাজমার্গ কে রচনা করেন ?

উত্তর : প্রথম অমোঘবর্ষ

৫. ইলোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন?

উত্তর : রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ

এই নোটটি PDF ফরম্যাটে ডাউনলোড করতে নিচের Download লিঙ্কে ক্লিক করো ।

Download

আরো দেখে নাও :

বাতাপীর আদি চালুক্য বংশ –  PDF

সাতবাহন সাম্রাজ্যের ইতিহাস । সাতবাহন রাজবংশ

শুঙ্গ সাম্রাজ্যের ইতিহাস । শুঙ্গ বংশ । Shunga dynasty

মগধের উত্থান – পার্ট ৪ – মৌর্য সাম্রাজ্যের ইতিহাস

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button