
কুইজের প্রশ্ন-উত্তর বাংলায়
বন্ধুরা বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো বাংলাতে কিছু কুইজের প্রশ্ন-উত্তর।দেখে নাও কুইজের প্রশ্ন-উত্তর বাংলায় :
১. নতুন সমীক্ষা অনুসারে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা সামান্য বৃদ্ধি পেয়েছে।মাউন্ট এভারেস্ট এর উচ্চতা কত বৃদ্ধি পেয়েছে?
২. ইতালীয় ভাষায় এই শব্দটিকে বলা হয়”Addio” , ফ্রেঞ্চ ভাষায় বলা হয়” An revoir”, এবং স্প্যানিশ ভাষায় বলা হয়”Adios”। এই শব্দটিকে আমরা কী হিসেবে জানি?
৩. কেবলমাত্র ১৯০০ সালের অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। সেই বছর দুটি দেশের ক্রিকেট দল অলিম্পিকে অংশগ্রহণ করে,একটি ইংল্যান্ড অপরটি কোনটি?
৪. সেরোলজি টেস্ট থেকে কী সম্পর্কে জানা যায় ?
৫. সৌরজগতের কোন গ্রহে মাধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক?
৬. পশ্চিমবঙ্গ থেকে একমাত্র কোন নাচটি ইউনেস্কো এর সাংস্কৃতিক ঐতিহ্যর তালিকায় অংশ পেয়েছে?
৭. ১৯৪০-এর শুরু থেকে প্রায় ৩০ বছর ধরে All India Radio-তে কোন বাদ্যযন্ত্র বাজানাে নিষেধ ছিলাে ?
৮. গানের ক্ষেত্রে ব্যাবহৃত “EP” কথার পুরো অর্থ কী?
৯. ক্রিকেট খেলায় নানান রেকর্ড দেখা যায়, সেরকম ই এক রেকর্ড হল এক দিবসীয় ক্রিকেটে একটি ম্যাচে বিজয়ী দলের পক্ষে একজন খেলােয়াড়ের সবচেয়ে বেশী পার্সেন্টেজ রান করার রেকর্ড। তিনি মােট রানের প্রায় ৮০ % রান করেছিলেন।কোন খেলােয়াড়?
১০. ইংল্যান্ডে শুরু হলো ফাইজার করোনা টিকা প্রদান। প্রথম ব্যক্তি হিসেবে করোনা টিকা গ্রহণ করলেন ৯১ বছরের এক বৃদ্ধা, তাঁর নাম কী?
আরো দেখে নাও :
নভেল করোনা ভাইরাস কুইজ । Corona Quiz
To check our latest Posts - Click Here