General Knowledge Notes in BengaliNotes

ভারতের উপরাষ্ট্রপতি তালিকা ও অন্যান্য তথ্য । Vice-Presidents of India । PDF

List of Vice-Presidents of India : (1950-2022)-PDF

ভারতের উপরাষ্ট্রপতি তালিকা ও অন্যান্য তথ্য । Vice-Presidents of India । PDF

আজকে আমরা আলোচনা করবো ভারতের উপরাষ্ট্রপতি তালিকাঅন্যান্য তথ্য (List of Vice-Presidents of India ) নিয়ে । যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ।

ভারতের উপরাষ্ট্রপতি ভারতীয় সংবিধানে দ্বিতীয় সর্বোচ্চ পদ হল উপরাষ্ট্রপতির, রাষ্ট্রপতির পরই উপরাষ্ট্রপতির স্থান । তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যানরূপে রাজ্যসভার অধিবেশন পরিচালনা করেন । ভারতের সংবিধানের ধারা ৬৩ অনুসারে ,ভারতের একটি ভাইস প্রেসিডেন্ট থাকবেন। রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ, অভিশংসন বা অন্যান্য পরিস্থিতিতে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি  রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন।

Also Check : ভারতের রাষ্ট্রপতি তালিকা ও অন্যান্য তথ্য – PDF – President of India

উপরাষ্ট্রপতি যোগ্যতা

ভারতের উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা গুলি হল:

  1. ভারতের উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে |
  2. ন্যূনতম বয়স ৩৫ বছর হতে হবে।
  3. রাজ্যসভায় সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতাসম্পন্ন হতে হবে।
  4. কোনও সরকারি বা বেসরকারি পদে অথবা অর্থ প্রাপ্তি হয় এমনকোনোও পদে নিযুক্ত থাকতে পারবেন না ।
  5. তাঁকে রাজ্যসভায় নির্বাচিত হয়ে আসতে হবে ।

উপরাষ্ট্রপতি বেতন ও ভাতা

বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতির মাসিক  বেতন ৪,০০,০০০ টাকা। এছাড়াও তিনি বিভিন্ন ধরণের ভাতা পেয়ে থাকেন। উপরাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তখন তিনি রাষ্ট্রপতির মতোই বেতন ও ভাতা পেয়ে থাকেন।

উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি

সংবিধানের ৬৬নং ধারা অনুযায়ী পার্লামেন্টের উভয়কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচকমণ্ডলীর দ্বারা গঠিত একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।

উপরাষ্ট্রপতির পদচ্যুতি

উপরাষ্ট্রপতি ৫ বছরের জন্য নির্বাচিত হন। পদত্যাগ, মৃত্যু বা অপসারণের ফলে তার পদ শূন্য হতে
পারে। উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে হলে রাজ্যসভায় ১৪ দিন পূর্বে বিজ্ঞপ্তি দিতে হয়। তারপর রাজ্যসভার
অধিকাংশ সদস্য যদি সেই প্রস্তাব গ্রহণ করেন এবং লােকসভার অধিকাংশ সদস্য যদি সেই প্রস্তাব সমর্থন
করেন, তাহলে উপরাষ্ট্রপতি অপসারিত হন [৬৭(খ) নং ধারা]।

ক্ষমতা ও কার্যাবলি

  • রাজ্যসভায় সভাপতিত্ব করা উপরাষ্ট্রপতির প্রধান কাজ এবং এই সূত্রে তাকে সভা পরিচালনা কমিটি গঠন ইত্যাদি কাজগুলি করতে হয়।
  • রাষ্ট্রপতির অনুপস্থিতিকালে কিংবা পদত্যাগ, মৃত্যু বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাময়িকভাবে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব সম্পাদন করেন এবং রাষ্ট্রপতি তার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কাজ করেন। যতদিন পর্যন্ত উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কার্য সম্পাদন করেন, ততদিন তিনি রাজ্যসভার সভাপতি হিসাবে কার্য সম্পাদন করতে পারেন না। ওই সময় রাজ্যসভার সহ-সভাপতি সভাপতির দায়িত্ব পালন করেন।
  • ১৯৬৯ সালে ড. জাকির হােসেনের আকস্মিক মৃত্যু হলে তৎকালীন উপরাষ্ট্রপতি ভি. ভি. গিরি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি পদে আসীন হন। ১৯৮২ সালে রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গেলে উপরাষ্ট্রপতি এম. হিদায়েতুল্লা অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে কার্য সম্পাদন করেছিলেন।

উপরাষ্ট্রপতির পদমর্যাদা :

পদমর্যাদা ও পদমর্যাদার তালিকায় রাষ্ট্রপতির পরই উপরাষ্ট্রপতির স্থান হলেও বাস্তবে দেখা যায় ভারতের
সংসদীয় শাসনব্যবস্থায় উপরাষ্ট্রপতি পদের তেমন একটা গুরুত্ব নেই।

ভারতবর্ষে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার দিন থেকে ৬ মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় এবং উপরাষ্ট্রপতি শুধু ওই সময়টুকুর জন্য অস্থায়ীভাবে রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন।

তবে তাঁর পদের যে কোনাে গুরুত্ব নেই তা নয়। রাজ্যসভার সভাপতি হিসেবে সভার কাজ পরিচালনা করা, সভার মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, প্রয়ােজনে অধিবেশন মুলতুবি রাখা, রাষ্ট্রপতি ও রাজ্যসভার মধ্যে
যােগসূত্র গড়ে তােলা—উপরাষ্ট্রপতির এইসব কাজই তার পদটিকে গুরুত্বপূর্ণ করে তােলে।

 ভারতের উপরাষ্ট্রপতির তালিকা

ভারতের সমস্ত উপরাষ্ট্রপতি তালিকা দেওয়া রইলো।

নংভারতের উপরাষ্ট্রপতিকার্যকাল
সর্বপল্লী রাধাকৃষ্ণান১৩ মে ১৯৫২ – ১২ মে ১৯৬২
জাকির হুসেন১৩ মে ১৯৬২ – ১২ মে ১৯৬৭
বরাহগিরি ভেঙ্কট গিরি১৩ মে ১৯৬৭ – ৩ মে ১৯৬৯
গোপাল স্বরূপ পাঠক৩১ আগস্ট ১৯৬৯ – ৩০ আগস্ট ১৯৭৪
বসপ্পা ধনপ্পা জত্তী৩১ আগস্ট ১৯৭৪ – ৩০ আগস্ট ১৯৭৯
মুহাম্মদ হিদায়াতউল্লাহ৩১ আগস্ট ১৯৭৯ -৩০ আগস্ট ১৯৮৪
রামাস্বামী ভেঙ্কটরমন৩১ আগস্ট ১৯৮৪ – ২৪ জুলাই ১৯৮৭
শঙ্কর দয়াল শর্মা৩ সেপ্টেম্বর ১৯৮৭ – ২৪ জুলাই ১৯৯২
কোচেরিল রমন নারায়ানান২১ আগস্ট ১৯৯২ – ২৪ জুলাই ১৯৯৭
১০কৃষাণ কান্ত২১ আগস্ট ১৯৯৭ –  ২৭ জুলাই ২০০২
১১ভৈরোঁ সিং শেখাওয়াত১৯ আগস্ট ২০০২ – ২১ জুলাই ২০০৭
১২মোহাম্মদ হামিদ আনসারী১১ আগস্ট ২০০৭ -১১ আগস্ট ২০১৭
১৩ভেঙ্কাইয়া নাইডু১১ আগস্ট ২০১৭ -১০ অগাস্ট ২০২২
১৪জগদীপ ধানকার১১ অগাস্ট ২০২২ – বর্তমান
List of All Vice Presidents of India

Frequently Asked Questions:

প্রশ্নোত্তররে উপরাষ্ট্রপতি : –
১. ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে ?

ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধানকার (১১ই অগাস্ট ২০২২ থেকে )।

২. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন  ভারতের প্রথম উপরাষ্ট্রপতি।

৩. ভারতের উপরাষ্ট্রপতির যোগ্যতা কী?

ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে নাগরিক হিসাবে কাজ করার জন্য – ভারতীয় জাতীয় হতে হবে, ৩৫ বছরের কম বয়সী হওয়া উচিত নয়, রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচনের জন্য যোগ্য হতে হবে, রাজ্যসভার সদস্য হওয়া উচিত নয় এবং উচিত মুনাফার কোনও দফতর নেই।

৪. ভারতের উপরাষ্ট্রপতির বর্তমান মাসিক বেতন কত ?

বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতির মাসিক  বেতন ৪,০০,০০০ টাকা।

৫. ভারতের উপরাষ্ট্রপতির পদটি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে?

আমেরিকা যুক্তরাষ্ট্র।

৬. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে যিনি পরবর্তীকালে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ?

ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন

৭. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি কে ?

ড: জাকির হোসেন

৮. একমাত্র উপরাষ্ট্রপতি যিনি পদত্যাগ করেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ?

বরাহগীরি ভেঙ্কটগিরি

৯. ভারতের কোন উপরাষ্ট্রপতি অস্থায়ী/কার্যনির্বাহী রাষ্ট্রপতির পদে ছিলেন কিন্তু রাষ্ট্রপতির পদে নির্বাচিত হননি ?

ম: হেদায়েতুল্লাহ এবং বি দি জাত্তী

১০. উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন – 

রাজ্যসভার

১১. ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স-অফিসিও চেয়ারম্যান ?

আর্টিকেল ৬৪

১২. উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ শেষ হবার আগে তাঁকে অপসারণ করতে পারেন – 

রাজ্যসভা ( ২/৩ সদস্যের সমর্থন লাভের মাধ্যমে )

১৩. উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনাে বিবাদ দেখা দিলে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্তগ্রহণের চূড়ান্ত অধিকার আছে কার ?

সুপ্রিমকোর্টের

এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।


Download Section

  • File Name : ভারতের উপরাষ্ট্রপতি
  • File Size : 1 MB
  • No. of Pages : 05
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Indian Polity

আরো দেখে নাও :

ভারতের রাষ্ট্রপতি ( PDF )

ভারতের প্রধানমন্ত্রী

আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন – ২০২০

ভারতের লোকসভার স্পিকার / অধ্যক্ষ

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button