গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স PDF – জানুয়ারি থেকে জুন ২০২০
Important Current Affairs - January to June - 2020
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স PDF – জানুয়ারি থেকে জুন ২০২০
প্রিয় ছাত্রেরা, তোমাদের জন্য দেওয়া রইলো জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ পর্যন্ত ২২৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স-এর তালিকা।
জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ – কারেন্ট অ্যাফেয়ার্স
১. ২০২০ সালের ১লা জানুয়ারী কোন দেশটি সবচেয়ে বেশি শিশু জন্মের রেকর্ড করেছে ? ➟ ভারত
২. পৃথিবীর প্রবীণতম কালো একশৃঙ্গ গন্ডারটি সম্প্রতি তাঞ্জানিয়াতে প্রয়াত হয়েছে । এই গণ্ডারটির নাম কি ছিল ? ➟ ফাউসতা
৩. ২০২০ সালে প্রতিমাসের প্রথম দিনে কোন রাজ্য “No Vehicle Day” পালন করার সিদ্ধান্ত নিয়েছে ? ➟ রাজস্থান
৪. নেতাজি সুভাষ চন্দ্র বসু কর্তৃক প্রথম পতাকা উত্তোলনের ৭৬তম বার্ষিকী স্মরণে অনুষ্ঠানটি কোথায় সম্প্রতি অনুষ্ঠিত হলো ? ➟ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
৫. আয়ারল্যান্ডে কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের নতুন চ্যান্সেলর পদে কে নিযুক্ত হয়েছেন ? ➟ হিলারি ক্লিনটন
৬. ১০৭তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস (Indian Science Congress )-এর আয়োজন হোস্ট করছে কোন শহর ? ➟ বেঙ্গালুরু
৭.উমারো সিসকো এম্বোলো সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ? ➟ গিনি-বিসাউ
৮.সম্প্রতি ‘লোকমান্য তিলক জাতীয় সাংবাদিকতা পুরস্কার’ এ কে ভূষিত হয়েছেন ? ➟ সঞ্জয় গুপ্ত
৯.কোন ফিল্মটি গোল্ডেন গ্লোব ২০২০ পুরষ্কারে ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ? ➟ 1917
১০. বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এবছর মহিলা বিজ্ঞান কংগ্রেসের প্রধান অতিথি কে যিনি ভারতের মিসাইল মহিলা ( Missile Woman of India ) নামে পরিচিত ? ➟ ড: টেসি থমাস
১১. মিষ্টি জলের কচ্ছপের জন্য দেশের প্রথম পুনর্বাসন কেন্দ্র কোন রাজ্যে হতে চলেছে ? ➟ বিহার
১২. BCCI এর সি কে নাইডু লাইফটাইম এচিভমেন্ট পুরস্কারে কে মনোনীত হলেন ? ➟ কে শ্রীকান্থ
১৩.কোন শহর ২০২০ সালের কমন ওয়েলথ গেমসের আয়োজন করবে ? ➟ বার্মিংহাম
১৪.কোন ভারতীয় বংশোদ্ভূত লেখক সম্প্রতি ইউ.কে. চিলড্রেনস বুক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? ➟ যশবিন্দর বিলান
১৫.কে সম্প্রতি ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ? ➟ জোড়ান মিলানোভিক
১৬. রবার্ট আবেলা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ? ➟ মালটা
১৭.সম্প্রতি তাইওয়ানের রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন ? ➟ সাই ইং ওয়েন
১৮.২০২০ সালের জানুয়ারীতে কোন বন্দরটির নাম পরিবর্তন করে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর নাম রাখা হয়েছে ? ➟ কলকাতা বন্দর
১৯.২০২০ সালের জানুয়ারিতে RBI এর ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হলেন ? ➟ মাইকেল দেবপ্রতা পাত্র
২০.“A New India: Selected Writings 2014-19” বইটি কোন রাজনৈতিক ব্যক্তিত্বের বাছাই করা কিছু লেখা নিয়ে প্রকাশিত করা হয়েছে ? ➟ অরুন জেটলি
২১. CRPF – এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে সম্প্রতি নিযুক্ত হলেন ? ➟ এ. পি. মহেশ্বরী
২২. ২০২০ সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রথম কোন মহিলা অফিসার কুচকাওয়াজ করাবেন ? ➟ তানিয়া শেরগিল
২৩.হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২০ অনুযায়ী ভারতের পাসপোর্টের অবস্থান কততম ? ➟ ৮৪
২৪.২০২০ সালের জানুয়ারিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় স্পিনার হিসেবে কে দ্রুততম ১০০টি উইকেট নিলেন ? ➟ কুলদীপ যাদব
২৫. কোন অভিনেত্রী সম্প্রতি ফিক্শন বিভাগে ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ড পেয়েছেন ? ➟ টুইঙ্কল খান্না
২৬.২৬তম বার্ষিক স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরষ্কার (Annual Screen Actors Guild Awards ) -এ কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে ? ➟ Parasite
২৭. সম্প্রতি ক্যাটেরিনা সাকেল্লারোপৌলো কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে ? ➟ গ্রীস
২৮.পঞ্চাশতম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (World Economic Forum ) ইভেন্টটি কোন শহরটি পরিচালনা করছে? ➟ দাভোস
২৯.ইসরো দ্বারা মহাকাশে প্রেরণের জন্য তৈরি করা মানব রোবটের নাম কী ? ➟ ব্যোমমিত্র
৩০. কোন ভারতীয় শহর সম্প্রতি ২০২০ সালের JLL City Momentum Index -এ প্রথম স্থান অর্জন করেছে ? ➟ হায়দ্রাবাদ
৩১.চাল্লা শ্রীনিবাসুলু সেট্টি সম্প্রতি কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর নির্বাচিত হয়েছেন ? ➟ State Bank of India
৩৩.২০২০ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত Social Mobility Index -এ ভারতের র্যাঙ্ক কত ? ➟ ৭৬
৩৪.২০২০ সালের 2020 গ্লোবাল প্রতিভা প্রতিযোগিতা সূচক (Global Talent Competitiveness Index ) – এ ভারতের র্যাঙ্ক কত ? ➟ ৭২
৩৫.২০২০ সালের জানুয়ারিতে প্রকাশিত গ্রিনপিস ইন্ডিয়া রিপোর্ট অনুসারে, নিচের কোন শহরটি ভারতের সবচেয়ে দূষিত শহর ? ➟ ঝরিয়া
৩৬.৬২তম বার্ষিক গ্র্যামি পুরষ্কারে কে সবথেকে বেশি সংখ্যক পুরষ্কার জিতেছেন ? ➟ বিলি এলিশ
৩৭. ২০২০ সালের প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াচে কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলটির ট্যাবলো সেরা হিসাবে বিবেচিত হয়েছে ? ➟ আসাম
৩৮. প্রধান অতিথি হিসাবে ২০২০ সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনে যোগ দিতে ভারতে আগত জাইর মেসিয়াস বলসোনারো কোন দেশের রাষ্ট্রপতি? ➟ ব্রাজিল
৩৯. শেখ খালিদ কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন? ➟ কাতার
৪০. গ্লোবাল ট্র্যাফিক সূচী অনুসারে কোন ভারতীয় শহরে বিশ্বের সবচেয়ে খারাপ ট্র্যাফিক রয়েছে ? ➟ বেঙ্গালুরু
আরো দেখে নাও : সাম্প্রতিকী – জানুয়ারি মাস – ২০২০
৪১.কে সম্প্রতি ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনস -এ পুরুষদের একক শিরোপা জিতেছেন ? ➟ নোভাক জোকোভিচ
৪২.কে ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনস -এ মহিলাদের একক শিরোপা জিতেছেন ? ➟ সোফিয়া কেনিন
৪৩.কে সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ? ➟ মোহাম্মদ আল্লাই
৪৪. সম্প্রতি কোন দেশ কমনওয়েলথে আনুষ্ঠানিকভাবে পুনরায় যোগদান করেছে ? ➟ মালদ্বীপ
৪৫. কে সম্প্রতি কানাডায় ভারতীয় হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ অজয় বিসারিয়া
৪৬. ২০২০ সালের জানুয়ারিতে, কে IBM -এর নতুন CEO নিযুক্ত হয়েছেন? ➟ অরবিন্দ কৃষ্ণ
৪৭.২০২০ সালের জানুয়ারিতে কোন স্টেশন থেকে দেশের প্রথম “ফলের ট্রেন ( fruit train )” তার যাত্রা শুরু করলো ? ➟ তাদিপাত্রী রেলওয়ে স্টেশন
৪৮.কে কেন্দ্রীয় সরকার কর্তৃক সম্প্রতি গঠিত রাম মন্দির ট্রাস্টের নেতৃত্ব দেবেন ? ➟ কে প্রসারণ
৪৯. কুষ্ঠ রোগ প্রতিরোধে তার অবদানের জন্য ২০২০ সালে একক ভাবে কে আন্তর্জাতিক গান্ধী পুরষ্কার জিতেছেন? ➟ ডাঃ এন এস ধর্মশক্তু
৫০.প্রথমবারের জন্য কোন নন-ইংলিশ চলচিত্র ২০২০ সালে “সেরা চলচ্চিত্র (Best Picture )” বিভাগে অস্কার জিতলো ? ➟ Parasite
জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ – কারেন্ট অ্যাফেয়ার্স
৫১.২০২০ সালের অস্কারে কে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন? ➟ জোয়াকিন ফিনিক্স
৫২. IOC এর ‘সম্মানজনক উল্লেখ (honourable mention )’ প্রাপ্ত প্রথম ভারতীয় কে ? ➟ পুল্লেলা গোপীচাঁদ
৫৩.আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের ‘sister cities’ উদ্যোগে শীর্ষ-স্থানে থাকা বারাণসী কোন শহরের সাথে জুটিবদ্ধ হবে? ➟ অমৃতসর
৫৪.কোন রাজ্য ভূগর্ভস্থ জলের স্তর উন্নতির জন্য ভূগর্ভস্থ জল আইন -২০২০ (Ground Water Act-2020 ) অনুমোদন করেছে ? ➟ উত্তরপ্রদেশ
৫৫.কে ২০২০ সালে মিস্টিক কলিঙ্গ সাহিত্য পুরষ্কার (Mystic Kalinga Literary Award ) পেলেন ? ➟ মনোজ দাস
৫৬.প্রবাসী ভারতীয় কেন্দ্রের নামকরণ করা হয়েছে প্রয়াত কোন কেন্দ্রীয় মন্ত্রীর নামানুসারে ? ➟ সুষমা স্বরাজ
৫৭. ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২০ তে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে? ➟ Gully Boy
৫৮.ভারতের কোন রাজ্য সম্প্রতি ভারতের প্রথম আন্তঃনগর বৈদ্যুতিক বাস পরিষেবা শুরু করেছে? ➟ মহারাষ্ট্র
৫৯. সম্প্রতি ভারতের নতুন অর্থ সচিব (Finance Secretary ) হিসাবে কে নিযুক্ত হলেন ? ➟ দেবাশীষ পান্ডা
৬০.কে ২০২০ সালের ড্যান ডেভিড পুরস্কার জিতেছেন ? ➟ গীতা সেন
৬১.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় দীনদয়াল উপাধ্যায়ের উচ্চতম মূর্তি উন্মোচন করেছেন? ➟ বারাণসী
৬২.কোন ভারতীয় জাভিলিন থ্রোয়ারকে চার বছরের জন্য NADA (National Anti-Doping Agency ) নিষিদ্ধ ঘোষণা করেছে ? ➟ অমিত দহিয়া
৬৩. কোন ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব সম্প্রতি সেরা ক্রীড়া মুহূর্তের বিভাগে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২০ জিতেছেন ? ➟ শচীন টেন্ডুলকার
৬৪. কোন দেশ সম্প্রতি Ra’ad-II ক্রুজ মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে ? ➟ পাকিস্তান
৬৫.আশরাফ গনি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন ? ➟ আফগানিস্তান
৬৬. ২০২০ সালের ফেব্রুয়ারিতে নিম্নলিখিতগুলির মধ্যে কে কেয়ার্ন কাপ দাবা টুর্নামেন্ট জিতেছেন? ➟ কোনেরু হম্পি
৬৭. ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি কাকে নতুন প্রধান ভিজিল্যান্স কমিশনার (Chief Vigilance Commissioner ) হিসেবে মনোনীত করেছে ? ➟ সঞ্জয় কোঠারি
৬৮. নিচের কোনটি আসামের প্রথম ‘বর্জ্য শূন্য শহরে (zero waste town )’ হিসেবে ঘোষিত হয়েছে ? ➟ তিতাবড়
৬৯. ভারতের প্রথম একক-ব্যবহারের প্লাস্টিক-মুক্ত বিমানবন্দরে পরিণত হয়েছে কোনটি ? ➟ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
৭০.কম্পিউটারে কাট, কপি, পেস্টের আবিষ্কারক সম্প্রতি প্রয়াত হয়েছেন । তাঁর নাম কি ? ➟ ল্যারি টেসলার
৭১. ২০২০ সালের ফেব্রুয়ারিতে, ESPN এর বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদ -এর পুরষ্কার জিতেছেন ➟ পি ভি সিন্ধু
৭২.দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে সম্প্রতি ২০২০ সালের ফেব্রুয়ারিতে, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন কে ? ➟ দিব্যা কাকরান
৭৩.২০২০ সালে প্রকাশিত sustainability index -এ ভারতের অবস্থান কত তম ? ➟ ৭৭
৭৪. কে ২৩শে ফেব্রুয়ারী ২০২০ তে ফ্রান্সে ৩৪তম কেনস ওপেন জিতেছেন ? ➟ ডি গুকেশ
৭৫.ICC ইউসুফ আবদুল রহিম আল বালুশিকে ৭ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। তিনি কোন দেশের হয়ে খেলতেন ? ➟ ওমান
৭৬. কোন শহরটি ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শীর্ষ সম্মেলন “RAISE 2020” আয়োজন করছে ? ➟ নতুন দিল্লি
৭৭. কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অন্ধ্রপ্রদেশ দুর্নীতিবিরোধী হেল্পলাইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন? ➟ পিভি সিন্ধু
৭৮.কোন দেশের ডাক্তারা মস্তিষ্ক অ্যানিউরিজমের চিকিৎসার জন্য অস্ত্রোপচার করতে প্রথমবারের জন্য একটি রোবট ব্যবহার করে নজির গড়লেন ?➟ কানাডা
৭৯.প্রথম কোন মোবাইল কোম্পানি ISRO -এর ক্ষমতাশালী আধুনিক ন্যাভিগেশন প্রযুক্তি NavIC ব্যবহার করতে চলেছে ? ➟ Realme
৮০. বিশ্বের প্রথম দেশ সমস্ত স্যানিটারি পণ্য নিখরচায় মহিলাদের সরবরাহ করবে ? ➟ স্কটল্যান্ড
আরো দেখে নাও : সাম্প্রতিকী – ২০১৯ ফেব্রুয়ারি মাস
৮১.২০২০ সালের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন বিশ্ববিদ্যালয় জিতেছে ? ➟ পাঞ্জাব বিশ্ববিদ্যালয়
৮২. কোন দেশ সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছে ? ➟ চীন
৮৩.অক্সিজেন ছাড়া বাঁচতে পারে এমন প্রথম আবিষ্কৃত বহুকোষী প্রাণী কোনটি ? ➟ Henneguya salminicola
৮৪. ২০২০ সালের মার্চ মাসে অনুষ্ঠিত কোন দেশের সাধারণ নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহু জয়ী হলেন ? ➟ ইজরায়েল
৮৫. বিশ্বে প্রথম কোন দেশ পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দিলো ? ➟ লাক্সেমবার্গ
৮৬. ভারতের নতুন অর্থসচিব পদে নিযুক্ত হলেন ➟ অজয় ভূষণ পান্ডে
৮৭. উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে কোন স্থানকে মনোনীত করা হয়েছে? ➟ গৈরসৈন
৮৮. কে ভারতের প্রধান তথ্য কমিশনার (Chief Information Commissioner ) হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ বিমল জুলকা
৮৯.২০২০ সালের নাসার মঙ্গল মিশন এর রোভারের নাম কী ? ➟ Perseverance
৯০.পৃথিবীর কোনো দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন সান্না মেরিন,তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ? ➟ ফিনল্যাণ্ড
৯১.মহারাষ্ট্রের কোন বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে ‘ছত্রপতি সম্ভাজি মহারাজ বিমানবন্দর’? ➟ ঔরঙ্গাবাদ বিমানবন্দর
৯২. ভারতের কোন ইঞ্জিনিয়ারিং কলেজ সম্প্রতি প্রকাশিত QS ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ? ➟ IIT মুম্বাই
৯৩. ২০২১ সালে জানুয়ারীতে নিম্নলিখিত কোন শহরটি ১০৮তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করবে ? ➟ পুনে
৯৪. মুহিউদ্দিন ইয়াসিন সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন ? ➟ মালয়েশিয়া
৯৫.সম্প্রতি প্রকাশিত ‘SIPRI Arms Export list’ এ ভারতের অবস্থান কততম ? ➟ ২৩ তম
৯৬. ২০২০ সালের ১০ই মার্চ কোন দেশে দুটি রাষ্ট্রপতি একসাথে শপথ গ্রহণ করেছে? ➟ আফগানিস্তান
৯৭. “The Adventures of the Daredevil Democrat” বইটি প্রকাশ করলেন ➟ নবীন পট্টনায়েক
৯৮. কে ২০১৭-২০১৯ সময়কালের জন্য সপ্তম ড: এম. এস. স্বামীনাথন পুরষ্কার জিতেছেন ? ➟ ভি প্রবীণ রাও
৯৯. ২০২০ সালের মার্চ মাসে কোন ফুটবল ক্লাব তাদের দ্বিতীয় আই-লিগ শিরোপা জিতেছে? ➟ মোহন বাগান
১০০. ইনক্লুসিভ ইন্টারনেট ইনডেক্স ২০২০ তে ভারতের র্যাঙ্ক কত ? ➟ ৪৬
জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ – কারেন্ট অ্যাফেয়ার্স
১০১. কোন দেশের সংসদ সম্প্রতি একটি প্রস্তাব পাস করেছে যার মাধ্যমে সে দেশের রাষ্ট্রপতি ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে ? ➟ রাশিয়া
১০২. কোন দল এই বছরের রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে? ➟ সৌরাষ্ট্র
১০৩. আম্বেদকর হাউস স্মৃতিসৌধ বন্ধের বিরুদ্ধে ভারত সম্প্রতি আবেদন করেছে । এটি কোন দেশে অবস্থিত ? ➟ জাপান
১০৪. G20 এর প্রথম ভার্চুয়াল সামিটের সভাপতিত্ব করবে কোন দেশ ? ➟ সৌদি আরব
১০৫. রাষ্ট্রপতি বারহাম সালিহ দ্বারা সম্প্রতি কে ইরাকের প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন ? ➟ আদনান জুরফি
১০৬. ২০২০ সালের মার্চ মাসে ইয়েস ব্যাংকের নতুন এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কে নিযুক্ত হয়েছেন? ➟ প্রশান্ত কুমার
১০৭. সম্প্রতি, ইউনেস্কো চলচ্চিত্রের ক্ষেত্রে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্ক (UCCN) এর সদস্য হিসাবে কোন শহরকে মনোনীত করেছে ? ➟ মুম্বাই
১০৮. ২০২০ সালের মার্চে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের র্যাঙ্ক কত? ➟ ১৪৪
১০৯. ২০২০ সালের মার্চ মাসে ওয়ালমার্ট ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা কে নিযুক্ত হলেন ? ➟ সমীর আগরওয়াল
১১০. বিশ্ব অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট নবীন চিকারাকে ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে ৪ বছরের জন্য ব্যান করেছে । নবীন চিকারা কোন খেলার সাথে যুক্ত ? ➟ শট পুট
১১১. ‘Days of Glory’ এবং ‘Mourning en masse’ কোন বিখ্যাত ভারতীয় শিল্পীর চিত্রকর্ম, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন ? ➟ সতীশ গুজরাল
১১২. কোনটি ভারতের প্রথম COVID-19 ট্র্যাকিং অ্যাপ্লিকেশন? ➟ Arogya Setu
১১৩. সম্প্রতি নাসা বৃহৎ সৌর কণার ঝড় ( Giant solar particle storms ) অধ্যয়ন করার জন্য কম মিশন শুরু করলো ? ➟ SunRISE
১১৪. ২০২০ সালের এপ্রিলে কে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর পদে পুনর্নিযুক্ত হয়েছেন? ➟ বিপি কানুনগো
১১৫.ভারতীয় সংবিধানের অধীনে শপথ গ্রহণকারী জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রথম বিচারক হলেন ➟ বিচারপতি রজনেশ ওসওয়াল
১১৬.নিউ ইয়র্কের ব্রঙ্ক্স চিড়িয়াখানাতে একটি ৪ বছরের বাঘের দেহে COVID-19 এর সংক্রমণ ধরা পরেছে । এই বাঘটির নাম হলো ➟ নাদিয়া
১১৭. ২০২০ সালের এপ্রিলে পেটা ইন্ডিয়া কর্তৃক পশুদের খাওয়ানোর জন্য তহবিল বরাদ্দের অভিনবত্বের জন্য কাকে সম্মানিত করা হয়েছে ? ➟ নবীন পট্টনায়েক
১১৮. ভারতীয় রেলওয়ে দ্বারা বিকশিত ভেন্টিলেটরের নাম কী? ➟ জীবন
১১৯. ২০২০-২১ এর জন্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানির (ন্যাসকম ) -এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ➟ ইউবি প্রবীন রাও
১২০. উইজডেন (Wisden ) ক্রিকেটারদের আলমান্যাকের ২০২০ সংস্করণে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারের হিসেবে কাকে মনোনীত করা হয়েছে ? ➟ বেন স্টোকস
আরো দেখে নাও : সাম্প্রতিকী – মার্চ মাস – ২০২০
১২১. ‘The Wizenard Series: Season One’ বইটির রচয়িতা হলেন ➟ কোবে ব্রায়ান্ট
১২২.ভারতের প্রথম কোন রেল স্টেশনে প্যাসেঞ্জেরদের জীবাণুমুক্ত করতে ওয়াকথ্রু স্যানিটাইজিং টানেল ( walkthrough sanitising tunnel ) চালু করা হয়েছে ? ➟ আহমেদাবাদ স্টেশন
১২৩.২০২০ সালের এপ্রিল মাসে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক (Executive Director ) হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? ➟ বিরুপাক্ষ মিশ্র
১২৪.ভারতের প্রথম কোন রাজ্যের হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের রোবটের সাহায্যে খাবার ও ওষুধ দেওয়া হল ? ➟ ঝাড়খন্ড
১২৫. ভারতের কোন জাতীয় উদ্যানে জীবজন্তুদের জন্য বিচ্ছিন্নতা ওয়ার্ড (isolation wards ) তৈরি করা হয়েছে ? ➟ জিম করবেট জাতীয় উদ্যান
১২৬. WWF (World Wide Fund)-এ ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন ➟ বিশ্বনাথন আনন্দ
১২৭. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নতুন সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন ➟ কপিল দেব ত্রিপাঠি
১২৮.বিখ্যাত ম্যাটারহর্ন পর্বতে ভারতের তিরঙা পতাকার ছবি প্রজেক্ট করে কোন দেশ করোনভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সাথে সংহতি প্রকাশ করেছে? ➟ সুইজারল্যান্ড
১২৯. ২৭শে এপ্রিল ২০২০ জাস্টিস ধর্মাধিকারী অবসর নেবার পরে কে বোম্বাই হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি পদে নিযুক্ত হতে চলেছেন ? ➟ বিচারপতি দীপঙ্কর দত্ত
১৩০.BWF এর “I am Badminton” প্রচারের অ্যাম্বাসেডর হিসাবে কোন ভারতীয় শাটলারের নাম ঘোষণা করা হয়েছে? ➟ পিভি সিন্ধু
১৩১. জাতীয় শিপিং বোর্ডের নতুন প্রধান পদে কে নিযুক্ত হলেন ? ➟ মালিনী শঙ্কর
১৩২.চীনের প্রথম মঙ্গল অভিযানটির নাম ➟ তিয়ানওয়েন (Tianwen )
১৩৩. কোন দেশ ২০২০ সালের ব্রিকস বিদেশমন্ত্রীদের ভিডিও কনফারেন্সের সভাপতিত্ব করেছে ? ➟ রাশিয়া
১৩৪.কে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ টি.এস. তিরুমূর্তি
১৩৫. কোন ভারতীয় ব্যক্তিত্ব ২০২০ সালের এপ্রিলে USA ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন? ➟ জে অরুণ কুমার
১৩৬.২০২০ সালের এপ্রিলে কে ক্রীড়া সচিব (Sports Secretary ) পদে নিযুক্ত হলেন ? ➟ রবি মিত্তল
১৩৭. ২০২০ সালে নিউজিল্যান্ড ক্রিকেট পুরষ্কার ঘোষণার সময় স্যার রিচার্ড হ্যাডলি পদকটি কাকে দেওয়া হয়েছে ? ➟ রস টেইলর
১৩৮. গুগল পে-এর পরামর্শদাতা হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন? ➟ শিখা শর্মা
১৩৯. ন্যানোপ্রযুক্তি ভিত্তিক জল পরিশোধন কাজের জন্য ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিভাগে ২০২০ সালের নিকেকেই এশিয়া পুরষ্কার এর জন্য কে নির্বাচিত হয়েছেন? ➟ টি. প্রদীপ
১৪০. চক-হাও নামক এক ধরণের সুগন্ধযুক্ত আঠালো কালো ধান সম্প্রতি GI রেজিস্ট্রেশন পেয়েছে। কয়েক শতাব্দী ধরে নিম্নলিখিত কোন রাজ্যে এটির চাষ হয়? ➟ মণিপুর
১৪১. মহাত্মা গান্ধী জাতীয় পল্লী কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের (MGNREGS) আওতায় ১৮ লক্ষাধিক নাগরিককে কর্মসংস্থান দিয়ে কোন রাজ্য শীর্ষে রয়েছে? ➟ ছত্তিশগড়
১৪২. নাসার প্রথম মঙ্গল হেলিকপ্টারটির নাম কী যেটির নামকরণ করেছে ১৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মেয়ে ভনিজা রুপানী ? ➟ Ingenuity
১৪৩. কোভিলপট্টি কদলই মিটটাই নামক কোন রাজ্যের চিনাবাদাম ক্যান্ডি সম্প্রতি GI তকমা পেলো ? ➟তামিলনাড়ু
১৪৪. কে ২০২০ সালের মে মাসে আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেসের আন্তর্জাতিক সাম্মানিক সদস্য নির্বাচিত হয়েছেন? ➟ শোভনা নরসিংহান
১৪৫. ২০২০ সালের মে মাসে সরকার কর্তৃক RBI এর কেন্দ্রীয় বোর্ডে পরিচালক পদে কে নিযুক্ত হন? ➟ তরুন বাজাজ
১৪৬. সম্প্রতি জম্মু ও কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশনের (JKPSC ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন – ➟ বি আর শর্মা
১৪৭. ২০২০ সালের মে মাসে, বিদেশ থেকে ভারতীয় নাগরিকদের প্রত্যাবাসনের জাতীয় প্রচেষ্টার অংশ হিসাবে ভারতীয় নৌবাহিনী নিচের কোন অপারেশনটি চালু করেছে? ➟ অপারেশন সমুদ্র সেতু
১৪৮. ইরানের নতুন মুদ্রার নাম কী? ➟ তোমান
১৪৯. ২০২০ সালে ন্যানো বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে কে “Young Career” পুরস্কার পেয়েছেন? ➟ সৌরভ লোধা
১৫০. “Vijyant at Kargil: The Life of a Kargil Hero” – বইটি লিখেছেন ➟ ভি এন থাপার
জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ – কারেন্ট অ্যাফেয়ার্স
১৫১. কে ২০২০ সালের মে মাসে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতির পদে পুনর্নিযুক্ত হয়েছেন? ➟ অধীর রঞ্জন চৌধুরী
১৫২. সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হিসেবে কে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেছেন? ➟ রাহুল দেব
১৫৩. CBSE বোর্ডের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ➟ মনোজ আহুজা
১৫৪. গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইনডেক্স (Global Energy Transition ইনডেক্স ) ২০২০ তে ভারত কোন অবস্থানে রয়েছে ? ➟ ৭৪
১৫৫. ২০২০ সালের মে মাসে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পরা সাইক্লোনটির নাম হলো – ➟ আমফান
১৫৬. সম্প্রতি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব কে হলেন? ➟ নারায়ন স্বরুপ নিগম
১৫৭. দেবেশ রায় ২০২০ সালের মে মাসে প্রয়াত হয়েছেন। কোন উপন্যাসের জন্য তাঁকে সাহিত্য আকাদেমি পুরষ্কার দেওয়া হয়েছিল? ➟ তিস্তা পারের বৃত্তান্ত
১৫৮. বেনি গ্যান্টজ কোন দেশের বিকল্প প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন ? ➟ ইজরায়েল
১৫৯. অয়েল ইন্ডিয়া লিমিটেড কোন জাতীয় উদ্যানের নীচে তার অনুসন্ধান প্রকল্পের জন্য পরিবেশগত ছাড়পত্র পেয়েছে? ➟ ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান
১৬০. আন্দামানের বিরল খেজুর ‘পিনঙ্গা আন্দামেনেসিস’ এর বিলুপ্তি রোধে কোন রাজ্যে এই গাছগুলিকে পুনঃস্থাপন করা হয়েছে? ➟ কেরালা
আরো দেখে নাও : সাম্প্রতিকী – এপ্রিল মাস – ২০২০
১৬১. আত্মনির্ভর ভারতের চেতনা উদ্বুদ্ধ করতে “জয়তু ভারতম” গানটি লিখেছেন ➟ প্রসূন জোশী
১৬২. ২০২০ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন – ➟ হর্ষ বর্ধন
১৬৩. নাসার নতুন WFIRST হাবল টেলিস্কোপটির নাম কি ? ➟ ন্যান্সি গ্রেস রোমান (Nancy Grace Roman )
১৬৪. খেলাধুলাকে শিল্পের মর্যাদা (industrial status ) দিলো প্রথম কোন ভারতীয় রাজ্য ? ➟ মিজোরাম
১৬৫. সম্প্রতি প্রকাশিত “The Ickabog” বইটি লিখেছেন ➟ জে কে রাউলিং
১৬৬. ২০২০ সালের মে মাসে সম্মানজনক বর্ষসেরা উদ্ভাবক ( Inventor of the Year ) পুরস্কার কে পেলেন ? ➟ রাজীব জোশী
১৬৭. সম্প্রতি কোন ব্যক্তি ২০২০ সালের Freedom of Speech সম্মান পেলেন? ➟ সিদ্ধার্থ ভরদরাজন
১৬৮. সম্প্রতি কোন দেশ তাদের একটি রাস্তার নাম বদলে ‘Tagore Street’ রেখেছে? ➟ ইজরায়েল
১৬৯. ‘স্নেহের পরশ’ প্রকল্প চালু করেছে কোন রাজ্য? ➟ পশ্চিমবঙ্গ
১৭০. “Wuhan Diary: Dispatches from a Quarantined City” বইটি কার লেখা? ➟ ফাং-ফাং
১৭১. ‘Hop On : My Adventures on Boats Trains and Planes’ বইটি সম্প্রতি প্রকাশ পেয়েছে ।বইটির লেখক কে? ➟ রাসকিন বন্ড
১৭২. সম্প্রতি বিশ্ব-ব্যাঙ্ক এর মুখ্য অর্থনীতিবিদ কে হলেন? ➟ কামমেন রেনহার্ট
১৭৩. ফোর্বস পত্রিকার তথ্য অনুসারে বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত মহিলা খেলোয়াড় কে ➟ নাওমি ওসাকা
১৭৪. সম্প্রতি কোন ভারতীয় অর্থনীতিবিদ বিশ্ব ব্যাংক এর দক্ষিন এশিয়ার জলবায়ু পরিবর্তন বিষয়ক প্র্যাকটিস ম্যানেজার হিসাবে দায়িত্ব নিলেন? ➟ আভাস ঝা
১৭৫. পুলিৎজার বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক সিদ্ধার্থ মুখোপাধ্যায় অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে কোন মার্কিন রাজ্যের কমিশনে নিযুক্ত হয়েছেন? ➟ নিউ ইয়র্ক
১৭৬.বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কোন দেশ সম্প্রতি তার সম্পর্ক শেষ করেছে? ➟ মার্কিন যুক্তরাষ্ট্র
১৭৭.২০২০ সালের জুন মাসে মহারাষ্ট্র ও গুজরাতের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টির নাম কি ? ➟ নিসর্গ
১৭৮. ২০২০ সালের ফোর্বস তালিকা অনুসারে বিশ্বের ধনীতম খেলোয়াড় কে ? ➟ রজার ফেদেরার
১৭৯.প্রাক্তন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? ➟ ফিন্ল্যাণ্ড
১৮০. এশিয়া প্যাসিফিক বিভাগ থেকে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের (UNSC ) এর অস্থায়ী সদস্যপদের প্রার্থী হিসেবে কোন দেশ সম্প্রতি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে ? ➟ ভারত
১৮১.কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বাসু চ্যাটার্জি ২০২০ সালের ৪ই জুন প্রয়াত হয়েছেন। কোন চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন? ➟ দূর্গা
১৮২. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫১তম বার্ষিক শীর্ষ সম্মেলনটি কোন শহর আয়োজন করতে চলেছে ? ➟ দাভোস
১৮৩.রাজ্য পুলিশের আত্মহত্যার হার কমাতে কোন রাজ্য সরকার স্পন্দন নামক একটি ক্যাম্পেইন শুরু করেছে ? ➟ ছত্তিশগড়
১৮৪. “বন্দে উৎকল জননী” গানটি কোন রাজ্যের রাজ্যগান ? ➟ ওড়িশা
১৮৫.২০২০ সালের জুনে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (National Tiger Conservation Authority ) এর তথ্য অনুসারে কোন রাজ্যে বাঘের সর্বাধিক মৃত্যু হয়েছে? ➟ মধ্য প্রদেশ
১৮৬.ভারতের প্রথম কোন মহিলা উদ্যোক্তা ২০২০ সালের “EY World Entrepreneur of the Year ” -এর জন্য মনোনীত হয়েছেন ? ➟ কিরণ মজুমদার শাহ
১৮৭.মার্সার (Mercer’s ) প্রকাশিত ব্যয়বহুল শহরের সূচক (২০২০) অনুসারে বসবাসের জন্য সবথেকে ব্যয়বহুল শহর কোনটি? ➟ হংকং
১৮৮.কে ২০২০ সালের জুন মাসে নাসা বিশিষ্ট পরিষেবা পদক (NASA Distinguished Service Medal ) পেয়েছেন ? ➟ রেনজিথ কুমার
১৮৯.২০২০ সালের অর্ডার অফ অস্ট্রেলিয়া পদক পেতে চলেছেন ➟ শোভা শেখর
১৯০.NIFR ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২০-তে শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক তালিকায় শীর্ষস্থান পেল কোন কলেজ? ➟ Miranda House, Delhi
১৯১.করোনা যোদ্ধাদের সম্মান জানাতে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ কর্তৃক উৎসর্গীকৃত “রাখ হাউসলা হিম্মত না হার” গানটি কে লিখেছেন ? ➟ বরুণ কুমার
১৯২. ২০২০ সালের জুনে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বন্যা সতর্কতা সিস্টেম IFLOWS উদ্বোধন করলেন ? ➟ মহারাষ্ট্র
১৯৩.কে ২০২০ সালের জুনে HDFC ব্যাংকের এক্সকিউটিভ ডিরেক্টর পদে পুনরায় নিয়োগ পেয়েছেন? ➟ কাইজাদ ভুরুচা
১৯৪. ভারত সম্প্রতি আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। এই নিয়ে ভারত মোট কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে ? ➟ ৮
১৯৫. ২০২০ সালের IMD দ্বারা প্রকাশিত World Competitiveness Index -এ ভারতের স্থান কততম ? ➟ ৪৩
১৯৬. ২০২০ সালের জুনে, কে/কারা JSW সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ সৌরভ গাঙ্গুলি ও সুনীল ছেত্রি
১৯৭.২০২০ সালের জুনে, কোন অর্থনীতিবিদ জার্মান বুক ট্রেডের সম্মানজনক শান্তি পুরষ্কার পেয়েছেন? ➟ অমর্ত্য সেন
১৯৮. NIPFP (National Institute of Public Finance and Policy ) -এর চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে চলেছেন ➟ উর্জিত প্যাটেল
১৯৯.“A Burning” উপন্যাসটির রচয়িতা হলেন ➟ মেঘা মজুমদার
২০০.ভারতের বাইরে বিশ্বের প্রথম যোগ বিশ্ববিদ্যালয় কোন দেশে চালু করা হয়েছে? ➟ মার্কিন যুক্তরাষ্ট্র
আরো দেখে নাও : Monthly Current Affairs । May 2020 | সাম্প্রতিকী – মে মাস – ২০২০
২০১.সম্প্রতি কুশিনগর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষিত হয়েছে। বিমানবন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ➟ উত্তর প্রদেশ
২০২. Sports Authority of India (SAI) এর Director General পদে কাকে পুনরায় দুই বছরের জন্য নিযুক্ত করা হল? ➟ সন্দীপ প্রধান
২০৩.World’s Best Startup Ecosystems এ ভারতের রাঙ্ক কত? ➟ ২৩
২০৪.সম্প্রতি কলকাতা পোর্ট ট্রাস্ট এর নাম বদলে কার নামে রাখা হয়েছে? ➟ শ্যামাপ্রসাদ মুখার্জি
২০৫.এবছর বিশ্ব পরিবেশ দিবস এর আয়োজক দেশের নাম কি? ➟ কলম্বিয়া ও জার্মানি
২০৬.সম্প্রতি কোন ভারতীয় এন.জি.ও(N.G.O) বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২০ সালের ‘অ্যান্টি টোব্যাকো এ্যাওয়ার্ড’ (Anti Tobacco Award) পেয়েছে? ➟ SEEDS
২০৭.গ্লোবাল ভ্যাকসিন সামিট ২০২০ আয়োজক দেশের নাম কি? ➟ UK
২০৮.ADIDAS এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নিযুক্ত হলেন কে? ➟ মানুষী চিল্লার
২০৯. সম্প্রতি কে UNADAP এর Goodwill Ambassador to the Poor হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ এম নেত্রা
২১০. প্রথম ভারতীয় হিসাবে কে ‘রিচার্ড ডকিন্স পুরষ্কার’ পেয়েছেন? ➟ জাভেদ আখতার
২১১.‘কোয়েম্বাটোর’ এর নাম বদলে কি রাখা হল? ➟ কোয়ামপুত্থুর
২১২.সম্প্রতি প্রকাশিত ‘Lockdown Liaisons: Leaving and Other Stories’ বইটির লেখক কে? ➟ শোভা দে
২১৩.২০২০ সালের বিশ্ব খাদ্য পুরষ্কার কে পেয়েছেন? ➟ রতন লাল
২১৪.কোন রাজ্য ১৮ জুন মাস্ক দিবস হিসাবে পালন করেছে? ➟ কর্ণাটক
২১৫.কে র্গাগো ইন্টারন্যাশনাল এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হয়েছেন? ➟ সনু সুদ
২১৬.‘Schizothorax Sikusirumensis’ নামক নতুন প্রজাতির মাছ পাওয়া গেল কোন রাজ্যে? ➟ অরুণাচলপ্রদেশ
২১৭.প্রথম মহিলা হিসাবে কে সমুদ্রের গভীরতম স্থান মারিয়ানা খাত এ পৌঁছলেন? ➟ ক্যাটরিন ডি সুল্লিভান
২১৮.Nature Index 2020 অনুসারে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? ➟ আমেরিকা
২১৯.ভারতের অ্যাটর্নি জেনারেল পদে পুনরায় নিযুক্ত হতে চলেছেন কে? ➟ কে কে বেনুগোপাল
২২০.‘Legend of Suheldev: The King Who Saved India’ বইটি কে লিখেছেন? ➟ অমিশ ত্রিপাঠি
২২১.‘Inclusion and Education: All Means All’ শীর্ষক রিপোর্ট টি কোন সংস্থা প্রকাশ করেছে? ➟ UNESCO
২২২.সম্প্রতি ইন্দোনেশিয়ার যে আগ্নেয়গিরি তে বিস্ফোরণ ঘটে, তার নাম কি? ➟ মেরাপি
২২৩.Wisden India র প্রকাশিত গত ৫০ বছরের সেরা ভারতীয় টেস্ট ব্যাটসম্যান এর তালিকায় শীর্ষ স্থানে কে রয়েছেন? ➟ রাহুল দ্রাবিড়
২২৪.উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলকে ২০২০ সালের জুনে কোন রাজ্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ? ➟ মধ্য প্রদেশ
২২৫.সম্প্রতি বিশাখাপত্তনমে এলজি পলিমার ফ্যাক্টরি থেকে গ্যাস ফাঁস হয়ে পার্শ্ববর্তী অঞ্চল ও গ্রামগুলিকে প্রভাবিত করে, কোন গ্যাস লিক হয়েছিল? ➟ স্টাইরিন
Download Section
জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ – কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।
আরো দেখে নাও :
সাম্প্রতিকী – জুন ২০২০ । Monthly Current Affairs | June 2020
বিভিন্ন সূচকে ভারতের র্যাঙ্কিং- ২০২০ । Rank of India
To check our latest Posts - Click Here