ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা – PDF
List of International Airports in India
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা ( List of International Airports in India )। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। নিচের তথ্য থেকে তোমার সহজেই জেনে যাবে কোন বিমানবন্দর ভারতের কোন শহর ও কোন রাজ্যে অবস্থিত।
ভারতের ব্লু ফ্ল্যাগ স্বীকৃত সমুদ্র সৈকত তালিকা | Blue Flag Certified Beaches in India
কোন রাজ্যে কোন আন্তর্জাতিক বিমানবন্দর
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা নিচে দেওয়া রইলো ।
বিমানবন্দর | শহর | রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল |
---|---|---|
বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দর | বিশাখাপত্তনম | অন্ধ্র প্রদেশ |
লোকপ্রিয়া গোপীনাথ বোর্দোলাই আন্তর্জাতিক বিমানবন্দর | গুয়াহাটি | আসাম |
জয় প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর | পাটনা | বিহার |
গয়া বিমানবন্দর | গয়া | বিহার |
চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দর | চণ্ডীগড় | চণ্ডীগড় |
বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর | পোর্টব্লেয়ার | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
শেখ উল-আলাম আন্তর্জাতিক বিমানবন্দর | শ্রীনগর | জম্মু ও কাশ্মীর |
বিরসা মুন্ডা বিমানবন্দর | রাঁচি | ঝাড়খণ্ড |
সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর | আহমেদাবাদ | গুজরাট |
সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর | সুরাট | গুজরাট |
ডাবোলিম বিমানবন্দর | ডাবোলিম | গোয়া |
কেম্পেগৌডা আন্তর্জাতিক বিমানবন্দর | বেঙ্গালুরু | কর্ণাটক |
ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর | ম্যাঙ্গালোর | কর্ণাটক |
কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর | কোচি | কেরল |
তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর | তিরুবনন্তপুরম | কেরল |
ক্যালিকট আন্তর্জাতিক বিমানবন্দর | ক্যালিকট | কেরল |
কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর | কান্নুর | কেরল |
ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর | মুম্বাই | মহারাষ্ট্র |
ডঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর | নাগপুর | মহারাষ্ট্র |
পুনে আন্তর্জাতিক বিমানবন্দর | পুনে | মহারাষ্ট্র |
দেবী অহল্যা বাই হলকর বিমানবন্দর – আইডিআর | ইন্দোর | মধ্য প্রদেশ |
ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দর | ইম্ফল | মণিপুর |
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর | নয়াদিল্লি | দিল্লি |
বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর | ভুবনেশ্বর | ওড়িশা |
শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দর | অমৃতসর | পাঞ্জাব |
জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর | জয়পুর | রাজস্থান |
চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর | চেন্নাই | তামিলনাড়ু |
কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দর | কোয়েম্বাটুর | তামিলনাড়ু |
মাদুরাই বিমানবন্দর | মাদুরাই | তামিলনাড়ু |
তিরুচিরাপল্লি আন্তর্জাতিক বিমানবন্দর | তিরুচিরাপল্লি | তামিলনাড়ু |
রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর | হায়দরাবাদ | তেলঙ্গানা |
লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর | বারাণসী | উত্তরপ্রদেশ |
চৌধারী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর | লখনউ | উত্তরপ্রদেশ |
নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর | কলকাতা | পশ্চিমবঙ্গ |
বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর | শিলিগুড়ি | পশ্চিমবঙ্গ |
PDF Download লিংক নিচে দেওয়া রয়েছে
আরো দেখে নাও :
- ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা
- ভারতের যমজ শহরের তালিকা । Twin Cities of India
- বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য
- ভারতের প্রতিবেশী দেশসমূহ । Neighbouring Countries of India
ভারতের বিমানবন্দর সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
কলকাতা বিমানবন্দরের নাম কি ?
নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর
ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি ?
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (দিল্লি )
ভারতের আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কি ?
এয়ার ইন্ডিয়া
প্রথম ভারতীয় কে যিনি বিমান ক্রয় করেছিলেন ?
১৯১০ সালে পাটিয়ালার রাজা ভুপেন্দর সিং।
প্রথম ভারতীয় পাইলট কে ?
জে আর ডি টাটা ।
প্রথম ভারতীয় মহিলা যিনি কমার্শিয়াল পাইলটের লাইসেন্স পান –
উর্মিলা পারিখ
১৯৪৬ সালের আগে এয়ার ইন্ডিয়ার নাম কি ছিল ?
টাটা এয়ারলাইন্স
ইন্ডিয়ান এয়ারলাইন্স -এর প্রথম মহিলা পাইলট কে ছিলেন ?
দূর্বা ব্যানার্জী
বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
পোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি ?
কোচিন বিমানবন্দর
ভারতের ব্যাস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি ?
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (দিল্লি )
ভারতের প্রাচীনতম বিমানবন্দর কোনটি ?
জুহু এরোড্রোম (Juhu Aerodrome )
ভারতের পরিচ্ছন্নতম এবং নিরাপদতম এয়ারপোর্ট কোনটি ?
মাদুরাই এয়ারপোর্ট
ভারতের ক্ষুদ্রতম বিমাবন্দর কোনটি ( রানওয়ের দৈর্ঘ্য অনুযায়ী ) ?
ত্রিচী এয়ারপোর্ট
Download Section :
- File Name : ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা – PDF – বাংলা কুইজ
- File Size : 3 MB
- No. of Pages : 05
- Format : PDF
- Language : Bengali
To check our latest Posts - Click Here