General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা – PDF

List of International Airports in India

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা 

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা ( List of International Airports in India )। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। নিচের তথ্য থেকে তোমার সহজেই জেনে যাবে কোন বিমানবন্দর ভারতের কোন শহর ও কোন রাজ্যে অবস্থিত। 

ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা

ভারতের ব্লু ফ্ল্যাগ স্বীকৃত সমুদ্র সৈকত তালিকা | Blue Flag Certified Beaches in India

কোন রাজ্যে কোন আন্তর্জাতিক বিমানবন্দর

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা নিচে দেওয়া রইলো ।

বিমানবন্দরশহররাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল
বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দর বিশাখাপত্তনমঅন্ধ্র প্রদেশ
 লোকপ্রিয়া গোপীনাথ বোর্দোলাই আন্তর্জাতিক বিমানবন্দরগুয়াহাটিআসাম
জয় প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরপাটনাবিহার
 গয়া বিমানবন্দরগয়াবিহার
চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দর চণ্ডীগড়চণ্ডীগড়
বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরপোর্টব্লেয়ারআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
শেখ উল-আলাম আন্তর্জাতিক বিমানবন্দরশ্রীনগরজম্মু ও কাশ্মীর
বিরসা মুন্ডা বিমানবন্দররাঁচিঝাড়খণ্ড
সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরআহমেদাবাদগুজরাট
সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর সুরাটগুজরাট
ডাবোলিম বিমানবন্দরডাবোলিমগোয়া
 কেম্পেগৌডা আন্তর্জাতিক বিমানবন্দরবেঙ্গালুরুকর্ণাটক
ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দরম্যাঙ্গালোরকর্ণাটক
কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরকোচিকেরল
তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরতিরুবনন্তপুরমকেরল
ক্যালিকট আন্তর্জাতিক বিমানবন্দরক্যালিকটকেরল
কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরকান্নুরকেরল
ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরমুম্বাইমহারাষ্ট্র
ডঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরনাগপুরমহারাষ্ট্র
পুনে আন্তর্জাতিক বিমানবন্দরপুনেমহারাষ্ট্র
দেবী অহল্যা বাই হলকর বিমানবন্দর – আইডিআরইন্দোরমধ্য প্রদেশ
ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরইম্ফলমণিপুর
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরনয়াদিল্লিদিল্লি
বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরভুবনেশ্বরওড়িশা
শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দরঅমৃতসরপাঞ্জাব
জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরজয়পুররাজস্থান
চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরচেন্নাইতামিলনাড়ু
কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দরকোয়েম্বাটুরতামিলনাড়ু
মাদুরাই বিমানবন্দর মাদুরাইতামিলনাড়ু
তিরুচিরাপল্লি আন্তর্জাতিক বিমানবন্দরতিরুচিরাপল্লিতামিলনাড়ু
 রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরহায়দরাবাদতেলঙ্গানা
লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরবারাণসীউত্তরপ্রদেশ
চৌধারী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরলখনউউত্তরপ্রদেশ
 নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরকলকাতাপশ্চিমবঙ্গ
বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দরশিলিগুড়িপশ্চিমবঙ্গ
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা

PDF Download লিংক নিচে দেওয়া রয়েছে

আরো দেখে নাও : 

ভারতের বিমানবন্দর সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর 

কলকাতা বিমানবন্দরের নাম কি ?

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর

ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি ?

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (দিল্লি )

ভারতের আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কি ?

এয়ার ইন্ডিয়া

প্রথম ভারতীয় কে যিনি বিমান ক্রয় করেছিলেন ?

১৯১০ সালে পাটিয়ালার রাজা ভুপেন্দর সিং।

প্রথম ভারতীয় পাইলট কে ?

জে আর ডি টাটা ।

প্রথম ভারতীয় মহিলা যিনি কমার্শিয়াল পাইলটের লাইসেন্স পান –

উর্মিলা পারিখ

১৯৪৬ সালের আগে এয়ার ইন্ডিয়ার নাম কি ছিল ?

টাটা এয়ারলাইন্স

ইন্ডিয়ান এয়ারলাইন্স -এর প্রথম মহিলা পাইলট কে ছিলেন ?

দূর্বা ব্যানার্জী

বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

পোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি ?

কোচিন বিমানবন্দর

ভারতের ব্যাস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি ?

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (দিল্লি )

ভারতের প্রাচীনতম বিমানবন্দর কোনটি ?

জুহু এরোড্রোম (Juhu Aerodrome )

ভারতের পরিচ্ছন্নতম এবং নিরাপদতম এয়ারপোর্ট কোনটি ?

মাদুরাই এয়ারপোর্ট

ভারতের ক্ষুদ্রতম বিমাবন্দর কোনটি ( রানওয়ের দৈর্ঘ্য অনুযায়ী ) ?

ত্রিচী এয়ারপোর্ট

Download Section :

  • File Name : ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা – PDF – বাংলা কুইজ
  • File Size : 3 MB
  • No. of Pages : 05
  • Format : PDF
  • Language : Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button