General Knowledge Notes in BengaliEconomy

ভারতের অর্থ কমিশন । Finance Commission in India

List of Finance Commissions in India

ভারতের অর্থ কমিশন

সংবিধানের ২৮০ নং ধারা অনুসারে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিবেচনা করার জন্য প্রতি পাঁচ বছর অন্তর একটি অর্থ কমিশন গঠন করার কথা বলা হয়েছে। আমাদের  রাষ্ট্রপতি এই কমিশনে সদস্য নিয়োগ করেন।এই  কমিশন একজন চেয়ারপার্সন এবং ৪ জন সদস্য নিয়ে গঠিত। ( ভারতের অর্থ কমিশন )

নিন্মে আমাদের দেশের  অর্থ কমিশন, কমিশন গঠনের সময়কাল,কমিশনের কার্যকাল এবং চেয়ারপার্সন এর তালিকা দেওয়া রইল। 

অর্থ কমিশন সম্পর্কিত কিছু তথ্য 

  • অর্থ কমিশন প্রতি পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতির দ্বারা অতীত হয়।  তবে তিনি মনে করলে তার আগেও অর্থ কমিশন গঠন করতে পারেন। 
  • অর্থ কমিশন গঠনের কথা উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের ২৮০ নম্বর ধারায়।
  • একজন চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়। এঁরা পুনর্নির্বাচিত হতে পারেন। 

অর্থ কমিশনের কাজ 

  • কেন্দ্র ও রাজ্যের মধ্যে আদায়ীকৃত করের পরিমান ভাগ করে দেবার বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দেয় অর্থ কমিশন। 
  • ভারতের সঞ্চিত নিধি থেকে রাজ্যসমূহের রাজস্বের সহায়ক অনুদান কোন নীতি দ্বারা নিয়ন্ত্রিত হবে সেটি সুপারিশ করে থাকে অর্থ কমিশন।
  • সুদৃঢ় অর্থ ব্যবস্থার স্বার্থে রাষ্ট্রপতি অন্য যে বিষয়ে কমিশনের পরামর্শ চাইবেন সেই সব বিষয়ে অর্থ কমিশন পরামর্শ প্রদান করে থাকে।
অর্থ কমিশনের সুপারিশ পরামর্শমূলক, বাধ্যতামূলক নয়।

অর্থ কমিশনের সদস্য হওয়ার যোগ্যতা 

জনস্বার্থ বিষয়ে অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিদের মধ্যে থেকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। অন্য সদস্যরা তারাই হতে পারেন যাদের – 

  • হাইকোর্টের বিচারপতি হবার যোগ্যতা রয়েছে।
  • সরকারি হিসাব ও অর্থ বিষয়ে বিশেষ জ্ঞান রয়েছে।
  • প্রশাসনিক ও অর্থ বিষয়ে বিপুল জ্ঞান রয়েছে।
  • অর্থনীতিতে বিশেষ জ্ঞান রয়েছে। 

বর্তমানে ১৫তম অথকমিশন কাজ করছে ।  এর চেয়ারম্যান হলেন – এন. কে. সিং।

বর্তমান অর্থ কমিশনার
ভারতের ১৫তম ও বর্তমান অর্থ কমিশনার নন্দ কিশোর সিং।

অর্থকমিশনের চেয়ারম্যান তালিকা 

অর্থকমিশন প্রতিষ্ঠাকাল কার্যকাল চেয়ারপার্সন
প্রথম১৯৫১১৯৫২-৫৭কে.সি. নেওজি
দ্বিতীয়১৯৫৬১৯৫৭-৬২কে.সন্তানাম
তৃতীয়১৯৬০১৯৬২-৬৬এ.কে. চন্দা
চতুর্থ১৯৬৪১৯৬৬-৬৯পি.ভি. রাজনামনার
পঞ্চম১৯৬৮১৯৬৯-৭৪মহাবীর ত্যাগী
ষষ্ঠ১৯৭২১৯৭৪-৭৯ব্রহ্মানন্দ রেড্ডি কে
সপ্তম১৯৭৭১৯৭৯-৮৪জে.এম. শেলাত
অষ্টম১৯৮৩১৯৮৪-৮৯ওয়াই.বি. চবন
নবম১৯৮৭১৯৮৯-১৯৯৫এন .কে. পি. সালভে
দশম১৯৯২১৯৯৫-২০০০কে. সি. পান্থ
একাদশ১৯৯৮২০০০-২০০৫এ.এম.খুসরো
দ্বাদশ২০০২২০০৫-১০সি.রাঙ্গারাজন
ত্রয়োদশ২০০৭২০১০-১৫ডাঃ বিজয় এল.কেলকর
চতুর্দশ২০১৩২০১৫-২০ডাঃ ওয়াই ভি ভি রেড্ডি
পঞ্চদশ২০১৭২০২০-২৫এন. কে. সিং

আরো দেখে নাও : 

ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা ২০২১ –  Attorney General of India

ভারতের রাষ্ট্রপতি ( PDF ) –  President of India

সুপ্রিমকোর্টের গঠন ও বিচারপতিদের যোগ্যতা, নিয়োগ, বেতন ও ভাতা, কার্যকাল, অপসারণ

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক | Reserve Bank of India

অর্থ কমিশন সম্পর্কিত কিছু প্রশ্ন – উত্তর 

অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়?

পাঁচ বছর

অর্থকমিশনের সভাপতিকে কে নিয়োগ করেন ?

রাষ্ট্রপতি

ভারতের অর্থকমিশন কতজন সদস্য নিয়ে গঠিত ?

একজন চেয়ারম্যান (বা, সভাপতি) এবং চারজন অন্যান্য সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়।

অর্থ কমিশন গঠনের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে ?

২৮০

পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যানের নাম কি ?

এন. কে. সিং

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button