কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী
Current Affairs - November 2020 - PDF
১২১. কোন দেশ দ্বিতীয় বার Tsirkon হাইপারসোনিক ক্রুজ মিসাইল এর সফল উৎক্ষেপণ করল?
(A) চিন
(B) রাশিয়া
(C) জাপান
(D) ইজরায়েল
১২২. আই.সি.সি এর চেয়ারম্যান নিযুক্ত হলেন কে?
(A) ইমরান খোয়াজা
(B) স্টিফেন ফ্লেমিং
(C) গ্রেগ বার্কলে
(D) কুমার সাঙ্গাকারা
১২৩. ২০২১ অস্কার এর মঞ্চে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটেগরি তে সরকারিভাবে ভারত থেকে কোন সিনেমা মনোনীত হয়েছে?
(A) Gully Boy
(B) Jallikattu
(C) Trance
(D) Tumbbad
১২৪. সম্প্রতি অনুষ্ঠিত হল নৌ মহড়া SIMBEX 20 । এটি ভারত এবং কোন দেশের যৌথ নৌ-মহড়া?
(A) সিঙ্গাপুর
(B) মালয়েশিয়া
(C) শ্রীলঙ্কা
(D) মায়ানমার
১২৫. “Simply Fly: A Deccan Odyssey” বইটি কার লেখা?
(A) জি আর গোপীনাথ
(B) রাস্কিন বন্ড
(C) অভিজিৎ গুপ্ত
(D) মেঘা মজুমদার
১২৬. ৭১তম সংবিধান দিবস কবে পালন করা হল?
(A) নভেম্বর ২৪
(B) নভেম্বর ২৫
(C) নভেম্বর ২৬
(D) নভেম্বর ২৭
১২৭. কোন দিনটি জাতীয় দুগ্ধ দিবস হিসাবে পালন করা হয়?
(A) নভেম্বর ২৫
(B) নভেম্বর ২৬
(C) নভেম্বর ২৭
(D) নভেম্বর ২৮
১২৮. কোভিড 19 থেকে মানুষ কে সচেতন করতে কোন রাজ্য “হিম সুরক্ষা অভিযান” ক্যাম্পেন লঞ্চ করল?
(A) উত্তরাখণ্ড
(B) কেরালা
(C) হিমাচলপ্রদেশ
(D) কর্ণাটক
১২৯. ভারতের কোন রাজ্যের এফ.ডি.আই প্রাপ্তি সর্বাধিক?
(A) কর্ণাটক
(B) মহারাষ্ট্র
(C) দিল্লি
(D) গুজরাট
১৩০. কোন দিনটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়?
(A) নভেম্বর ২৫
(B) নভেম্বর ২৬
(C) নভেম্বর ২৭
(D) নভেম্বর ২৮
১৩১. ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক অনুসারে, ২০২০ সালের নভেম্বরে কে বিল গেটসকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হয়ে উঠেছেন?
(A) ইলন মাস্ক
(B) ওয়ারেন বাফেট
(C) বার্নার্ড আরনাউল্ট
(D) ল্যারি এলিসন
জানুয়ারী ২০২০ তে ইলন মাস্ক ৩৫তম স্থানে থাকলেও সম্পত্তি তিনি বিল গেটসকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হয়ে উঠেছেন ।
১৩২. ৪৮তম আন্তর্জাতিক এমি পুরষ্কার ( International Emmy Awards )-এ নিচের কোন চলচ্চিত্রটি সেরা ড্রামা সিরিজের সম্মান অর্জন করেছে?
(A) She
(B) Delhi Crime
(C) Mirzapur
(D) Crime Patrol
রিচি মেহেতা পরিচালিত Delhi Crime ড্রামা সিরিজটি ৪৮তম আন্তর্জাতিক এমি পুরষ্কার ( International Emmy Awards )-এ সেরা ড্রামা সিরিজের সম্মান অর্জন করেছে।
১৩৩. গুরু তেগ বাহাদুর শহীদ দিবস কোন দিনটিতে প্রতিবছর পালন করা হয় ?
(A) ২১ নভেম্বর
(B) ২২ নভেম্বর
(C) ২৩ নভেম্বর
(D) ২৪ নভেম্বর
১৬৭৫ সালে এই দিনটিতে ঔরঙ্গজেব গুরু তেগবাহাদুরকে হত্যা করেছিলেন ।
দেখে নাও শিখ সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here
১৩৪. মেরিয়াম-ওয়েবস্টার নীচের কোন শব্দটিকে ২০২০ সালের শব্দ (2020 word of the year ) হিসাবে ঘোষণা করেছে?
(A) Pandemic
(B) Lockdown
(C) Virus
(D) Social Distancing
2020 word of the year হিসেবে সম্প্রতি মেরিয়াম-ওয়েবস্টার Pandemic শব্দটিকে বেছে নিয়েছে ।
১৩৫. ২০২০ সালের ডিসেম্বর মাসে কোন রাজ্য ‘অরুনোদয়’ প্রকল্প চালু করবে?
(A) আসাম
(B) সিকিম
(C) পশ্চিমবঙ্গ
(D) ওড়িশা
১লা ডিসেম্বর আসাম সরকার ‘অরুনোদয়’ প্রকল্প চালু করবে। এই প্রকল্পের আওতায় ১৮ লক্ষের বেশি পরিবার তাদের ব্যাঙ্ক একাউন্ট-এ প্রতিমাসে নূন্যতম ৮৩০ টাকা করে সরকার থেকে পাবে ।
১৩৬. গুরু নানক জয়ন্তী বা গুরুপুরব ২০২০ সালে কোন দিনটিতে পালিত হলো ?
(A) ৩০ নভেম্বর
(B) ২৯ নভেম্বর
(C) ২৮ নভেম্বর
(D) ২৭ নভেম্বর
দেখে নাও গুরু নানক জয়ন্তী সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর – Click Here ।
১৩৭. 2020 সালের নভেম্বরে মুম্বাইয়ের ২৬/১১ সন্ত্রাসী হামলার কততম বার্ষিকী পালন করা হচ্ছে?
(A) নবম
(B) দশম
(C) একাদশ
(D) দ্বাদশ
২০০৮ সালের ২৬শে নভেম্বর রাতে ভারতে ১০ টি সশস্ত্র লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসীরা মুম্বাইয়ে অবতরণ করে এবং তাণ্ডব চালায়।
৪ দিন ধরে চলা এই হামলায় বিদেশি নাগরিকসহ ১৬০ এরও বেশি মানুষ নিহত হয়েছিল। জীবিত আটক একমাত্র সন্ত্রাসী আজমল কাসাবকে চার বছর পরে ২০১২ সালে ফাঁসি দেওয়া হয়েছিল।
১৩৮. ফকির চাঁদ কোহলি ২০২০ সালের নভেম্বরে প্রয়াত হয়েছে। তিনি নিচের কোনটির প্রতিষ্ঠাতা-সিইও (founder-CEO ) ছিলেন?
(A) Infosys
(B) TCS
(C) Accenture
(D) HCL Technologies
ফকির চাঁদ কোহলি ভারতের সফটওয়্যার শিল্প (Indian Software Industry ) -এর জনক হিসেবে পরিচিত ।
১৩৯. ২০২০ সালের নভেম্বরে ভগবান জগন্নাথ এবং ভগবান বলভদ্রের বিরল ‘নাগার্জুন বেশ’ উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হলো ?
(A) সিকিম
(B) ওড়িশা
(C) বিহার
(D) পশ্চিমবঙ্গ
এই বিরল উৎসব প্রতি ২৬বছরে একবার হয়। এই উৎসবে ভগবান জগন্নাথ এবং ভগবান বলভদ্রকে সোনালী যোদ্ধার পোশাকে সাজানো হয় এবং সাথে থাকে প্রায় ১৬ রকমের অস্ত্র ।
১৪০. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের সমগ্র জনসংখ্যার জন্য রাজ্য পরিচালিত “স্বাস্থ্য সাথী” স্বাস্থ্য প্রকল্পটি প্রসারিত করলেন ?
(A) পশ্চিমবঙ্গ
(B) ঝাড়খণ্ড
(C) ছত্তীসগড়
(D) পাঞ্জাব
১লা ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক এই “স্বাস্থ্য সাথী” প্রকল্পের সুবিধা পাবে বলে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন ।
১৪১. সম্প্রতি কোন রাজ্য হাভেরি রেলস্টেশনটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখতে চলেছে সেই রাজ্যের মুক্তিযোদ্ধা মহাদেব মাইলারের নামে ?
(A) কর্ণাটক
(B) ওড়িশা
(C) গুজরাট
(D) পাঞ্জাব
হাভেরি রেলস্টেশনটির নতুন নাম হতে চলেছে – Mahadevappa Mailara Railway Station
১৪২. কেমব্রিজ ডিকশনারি নিম্নলিখিত কোন শব্দটিকে ২০২০ সালের Word of the Year হিসেবে ঘোষণা করেছে ?
(A) Quarantine
(B) Lockdown
(C) Pandemic
(D) Social Distancing
কেমব্রিজ ডিকশনারি Quarantine শব্দটিকে ২০২০ সালের Word of the Year হিসেবে ঘোষণা করেছে ।
অন্য দিকে Collins Dictionary ২০২০ সালের Word of the Year হিসেবে বেছে নিয়েছে Lockdown শব্দটিকে ।
Download Current Affairs MCQ for Novembor 2020 – Click Here
Download Current Affairs One Liners for Novembor 2020 – Click Here
To check our latest Posts - Click Here