Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী

Current Affairs - November 2020 - PDF

৮১. সম্প্রতি শ্রী বিজয় ভাল্লাভ সুরিশ্বের জী মহারাজের ১৫১ তম জন্মদিন উপলক্ষ্যে,তাঁর ১৫১ ইঞ্চি লম্বা স্ট্যাচু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এই স্ট্যাচুটি কোন শহরে অবস্থিত?

(A) সুরাট, গুজরাট
(B) কলকাতা,পশ্চিমবঙ্গ
(C) পালি,রাজস্থান
(D) নাসিক, মহারাষ্ট্র

উত্তর :
(C) পালি,রাজস্থান

৮২. কবে International Day for Tolerance পালন করা হয়?

(A) নভেম্বর ১৫
(B) নভেম্বর ১৬
(C) নভেম্বর ১৭
(D) নভেম্বর ১৮

উত্তর :
(B) নভেম্বর ১৬

৮৩. সম্প্রতি ১২ তম BRICS অধিবেশনে অংশগ্রহণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছরের BRICS অধিবেশনের আয়োজক ছিল কোন দেশ?

(A) ভারত
(B) ব্রাজিল
(C) চীন
(D) রাশিয়া

উত্তর :
(D) রাশিয়া

৮৪. সম্প্রতি প্রকাশিত হল Civil Registration System, 2018 এর রিপোর্ট।এই রিপোর্ট অনুসারে ভারতের কোন রাজ্যে শিশু কন্যা জন্মের হার (sex ratio) সর্বাধিক?

(A) কেরল
(B) মিজোরাম
(C) অরুণাচল প্রদেশ
(D) মেঘালয়

উত্তর :
(C) অরুণাচল প্রদেশ

৮৫. মৎস্য ক্ষেত্রে শ্রেষ্ঠ রাজ্যের পুরস্কার পেল কোন রাজ্য?

(A) আসাম
(B) পশ্চিমবঙ্গ
(C) বিহার
(D) তামিলনাড়ু

উত্তর :
(A) আসাম

৮৬. আন্তর্জাতিক পুরুষ দিবস কবে পালন করা হয়?

(A) নভেম্বর ১৬
(B) নভেম্বর ১৭
(C) নভেম্বর ১৮
(D) নভেম্বর ১৯

উত্তর :
(D) নভেম্বর ১৯

৮৭. কোন রাজ্য বিধানসভা ‘Sarna Code’ এর উপর একটি প্রস্তাব পাস করেছে এবং আগামী জনগণনা তে ‘Sarna’ একটি পৃথক ধর্ম হিসাবে বিবেচনার দাবি রাখা হয়েছে?

(A) ঝাড়খণ্ড
(B) ওড়িশা
(C) আসাম
(D) ছত্তিসগড়

উত্তর :
(A) ঝাড়খণ্ড

৮৮. কোন সংস্থা ২০২০ সালের United Nations Population Award জিতে নিল?

(A) Goonj
(B) Katha
(C) HelpAge India
(D) HelpDesk

উত্তর :
(C) HelpAge India

HelpAge India প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৮ সালে।


৮৯. “Insomnia : Army Stories” বইটি কার লেখা?

(A) অনুরাধা রায়
(B) রচনা বিস্ত রাওয়াত
(C) এস হরীশ
(D) চিন্ময় তাম্বে

উত্তর :
(B) রচনা বিস্ত রাওয়াত

“Insomnia : Army Stories” বইটি  লিখেছেন – রচনা বিস্ত রাওয়াত।


৯০. “Walking With The Comrades” বইটি কার লেখা? 

(A) অনুরাধা রায়
(B) অরুন্ধতী রায়
(C) সলমান রুশদি
(D) রামচন্দ্র গুহ

উত্তর :
(B) অরুন্ধতী রায়

“Walking With The Comrades” বইটি লিখেছেন – অরুন্ধতী রায়।

অরুন্ধতী রায় তার উপন্যাস দ্য গড অব স্মল থিংসের জন্য বিশেষভাবে পরিচিত। ১৯৯৭ সালে প্রকাশিত এ উপন্যাসটি ১৯৯৮ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করে।


কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

৯১. বিশ্বজুড়ে আয়ুর্বেদ দিবস কবে পালন করা হল?

(A) নভেম্বর ১৩
(B) নভেম্বর ১৪
(C) নভেম্বর ১৫
(D) নভেম্বর ১৬

উত্তর :
(A) নভেম্বর ১৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩ই নভেম্বর ২০২০ তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চম আয়ুর্বেদ দিবস উদযাপন উপলক্ষে দুটি আয়ুর্বেদ প্রতিষ্ঠান জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এই প্রতিষ্ঠান দুটি হল জামনগরের ইনস্টিটিউট অফ টিচিং অ্যান্ড রিসার্চ ইন আয়ুর্বেদ (আইটিআরএ) এবং জয়পুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদন (এনআইএ)।


৯২. জাতীয় প্রেস দিবস কবে পালন করা হয়?

(A) নভেম্বর ১৪
(B) নভেম্বর ১৫
(C) নভেম্বর ১৬
(D) নভেম্বর ১৭

উত্তর :
(C) নভেম্বর ১৬

জাতীয় প্রেস দিবস(National Press Day) হল ভারতে জাতীয়স্তরের সাংবাদিকতা দিবস। ১৯৬৬ খ্রিস্টাব্দ হতে প্রতি বৎসর ১৬ই নভেম্বর ভারতজুড়ে জাতীয় প্রেস দিবস পালিত হয়।


৯৩. বিহারের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হলেন কে?

(A) সোনালি নামদেও
(B) রেণু দেবী
(C) রমা দেবী
(D) বিদ্যা দেবী

উত্তর :
(B) রেণু দেবী

বিহারের প্রথম উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রেণু দেবী। বিহারের বেতিয়ার রেণুর সঙ্গে বিয়ে হয়েছিল হাওড়ার জগাছার দুর্গাপ্রসাদের। বৈবাহিক সূত্রে তাই দীর্ঘ দিন রেণু জগাছাতেই থাকতেন। সেই বঙ্গবধূ এখন বিহারের প্রথম উপ-মুখ্যমন্ত্রী ।


৯৪.  ২০২১ সালে কোথায় United Nations Climate Conference অনুষ্ঠিত হবে?

(A) রোম
(B) গ্লাসগো
(C) মাদ্রিদ
(D) বিসব্রেন

উত্তর :
(B) গ্লাসগো

৯৫.  প্রিমিয়ার লিগের প্রথম কোন ক্লাব United Nations Sports for Climate Action Framework এর অন্তর্ভুক্ত হল? 

(A) আর্সেনাল
(B) ম্যানচেস্টার ইউনাইটেড
(C) লিভারপুল
(D) চেলসি

উত্তর :
(A) আর্সেনাল

৯৬. সারা বিশ্বে কোন দিনটি আন্তর্জাতিক ছাত্র দিবস হিসাবে পালন করা হয়?

(A) নভেম্বর ১৪
(B) নভেম্বর ১৫
(C) নভেম্বর ১৬
(D) নভেম্বর ১৭

উত্তর :
(D) নভেম্বর ১৭

৯৭. ভারতীয় নির্বাচন কমিশন সনু সুদ কে কোন রাজ্যের State Icon হিসাবে মনোনীত করেছে?

(A) মহারাষ্ট্র
(B) দিল্লি
(C) পাঞ্জাব
(D) হরিয়ানা

উত্তর :
(C) পাঞ্জাব

৯৮. দ্বাদশ ব্রিকস সম্মেলন(BRICS Summit) ২০২০ কোথায় অনুষ্ঠিত হল?

(A) ব্রাজিল
(B) রাশিয়া
(C) ভারত
(D) চীন

উত্তর :
(B) রাশিয়া

৯৯. ২০২০ সালের UK বুকার প্রাইজ কে পেলেন? 

(A) ডগলাস স্টুয়ার্ট
(B) মার্গারেট অ্যাটউড
(C) জেমস কেলম্যান
(D) অরবিন্দ অডিগা

উত্তর :
(A) ডগলাস স্টুয়ার্ট

১০০. ছয় বার বর্ষশেষে রাঙ্কিং এ এক নম্বরে থাকার শিরোপা জিতে পিট সামপ্রাস এর রেকর্ড স্পর্শ করলেন কোন টেনিস খেলোয়াড়?

(A) রাফায়েল নাদাল
(B) রজার ফেডেরার
(C) নোভাক জোকোভিচ
(D) ডোমিনিক থেম

উত্তর :
(C) নোভাক জোকোভিচ

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7Next page
Telegram

Related Articles

Back to top button