কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী
Current Affairs - November 2020 - PDF
৪১. জাতীয় আইনী সেবা দিবস (National Legal Services Day ) কোন দিনটিতে পালন করা হয় ?
(A) নভেম্বর ৮
(B) নভেম্বর ৯
(C) নভেম্বর ১০
(D) নভেম্বর ১১
জাতীয় আইনী সেবা দিবস (National Legal Services Day ) প্রতিবছর ৯ই নভেম্বর পালন করা হয়। ১৯৯৫ সালে এই দিনটি ঘোষণা করেছিল ভারতের সুপ্রিম কোর্ট। এই দিনটিতেই ১৯৮৭ সালে Indian Legal Services Authorities Act কার্যকর হয়েছিল।
৪২. ভার্জিন হাইপারলুপ (Virgin Hyperloop ) ২৫ মিনিটের মধ্যে নিচের কোন শহরটির সাথে মুম্বাইকে যুক্ত করার পরিকল্পনা করছে?
(A) পুনে
(B) বেঙ্গালুরু
(C) নাসিক
(D) আহমেদাবাদ
ভার্জিন হাইপারলুপ (Virgin Hyperloop ) ২৫ মিনিটের মধ্যে নিচের পুনের সাথে মুম্বাইকে যুক্ত করার পরিকল্পনা করছে।
হাইপারলুপ হল যাত্রী এবং মালামাল পরিবহনের জন্য প্রস্তাবিত দ্রুতগতির পরিবহন ব্যবস্থা।হাইপারলুপ মূলত বায়ুরোধী সিল করা টিউব বা টিউব সংযুক্ত সিস্টেম যার মধ্য দিয়ে ঘর্ষণ মুক্ত অবস্থায় একটি পোড/ক্যাপসুল খুব উচ্চ গতিতে মানুষ বা বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করতে পারবে।
৪৩. ২০২০ সালের নভেম্বরে দিল্লির DRDO সদর দফতরে অ্যান্টি-স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র সিস্টেমের একটি মডেল উদ্বোধন করলেন কে ?
(A) অমিত শাহ
(B) রাজনাথ সিং
(C) পীযূষ গোয়েল
(D) নিতিন গডকরি
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৯ই নভেম্বর ২০২০ সালে দিল্লির DRDO সদর দফতরে অ্যান্টি-স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র সিস্টেমের একটি মডেল উদ্বোধন করলেন। এর আগে, DRDO ২৭শে মার্চ, ২০১৯ এ ওড়িশার ড: এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে অ্যান্টি-স্যাটেলাইট (A-SAT ) ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘মিশন শক্তি’ সফলভাবে পরিচালনা করেছিল।
৪৪. “পু লা দেশপাণ্ডে” খ্যাত পুরুষোত্তম লক্ষ্মণ দেশপাণ্ডের কততম জন্মবার্ষিকী ২০২০ সালের নভেম্বরে গুগল ডুডল দ্বারা উদযাপিত করলো ?
(A) ১০০
(B) ১০১
(C) ১০৫
(D) ১১০
গুগল ডুডল কিংবদন্তি ভারতীয় লেখক, নাট্যকার, সংগীতশিল্পী, সুরকার, অভিনেতা, পরিচালক ও সমাজসেবী পুরুষোত্তম লক্ষ্মণ দেশপাণ্ডের ১০১ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করলো। মারাঠি সাহিত্যে তাঁর অবদানের জন্য তাঁকে পদ্মভূষণ এবং পরে পদ্মবিভূষণ ভূষিত করা হয়েছিল। তাঁকে “Maharashtra’s beloved personality” বলা হতো ।
৪৫. ২০২০ সালে উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবসের কততম বার্ষিকী পালন করা হলো ?
(A) ১০
(B) ১১
(C) ১৪
(D) ২০
৯ই নভেম্বর ২০০০ সালে উত্তরাখন্ড প্রতিষ্ঠিত হয়েছিল।
৪৬. মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে চার চাকার গাড়ির জন্য FASTags বাধ্যতামূলক করলো কবে থেকে ?
(A) ডিসেম্বর ১, ২০২০
(B) জানুয়ারী ১, ২০২১
(C) ফেব্রুয়ারী ১, ২০২১
(D) এপ্রিল ১, ২০২১
এই ইনিশিয়েটিভটির প্রধান লক্ষ্য ইলেক্ট্রনিক টোল সংগ্রহ এবং টোল প্লাজাতে যাতে ঠিকঠাক ফি পেমেন্ট হয় সেদিকে লক্ষ্য রাখা।
৪৭. ভারতের প্রথম সৌর-চালিত ইন্টিগ্রেটেড মাল্টি-ভিলেজ জল সরবরাহ প্রকল্প (Integrated Multi-Village Water Supply Project ) কোথায় উদ্বোধন করা হয়েছে?
(A) গুজরাট
(B) আসাম
(C) সিকিম
(D) অরুণাচল প্রদেশ
জল শক্তি মিশনের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখওয়াত অরুণাচল প্রদেশের নিম্ন দিবাং ভ্যালিতে সম্প্রতি ভারতের প্রথম সৌর-চালিত ইন্টিগ্রেটেড মাল্টি-ভিলেজ জল সরবরাহ প্রকল্প (Integrated Multi-Village Water Supply Project ) শুরু করেছে ।
৪৮. ভারতের প্রথম কোন হাইকোর্ট তার বিচার কার্যক্রম ইউটিউবে সরাসরি সম্প্রচার করতে চলেছে ?
(A) মাদ্রাজ হাইকোর্ট, তামিলনাড়ু
(B) ত্রিপুরা হাইকোর্ট
(C) পাটনা হাইকোর্ট, বিহার
(D) গুজরাট হাইকোর্ট
গুজরাট হাইকোর্ট তার বিচার কার্যক্রম ইউটিউবে সরাসরি সম্প্রচার করতে চলেছে।
৪৯. কোন মেট্রো রেল কর্পোরেশন সম্প্রতি তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের জন্য একটি স্টেশনের নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছে “Pride Station” ?
(A) দিল্লি মেট্রোরেল কর্পোরেশন
(B) নয়ডা মেট্রো রেল কর্পোরেশন
(C) লুচনো মেট্রো রেল কর্পোরেশন
(D) কানপুর মেট্রো রেল কর্পোরেশন
সম্প্রতি নয়ডা মেট্রো রেল কর্পোরেশন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের জন্য একটি স্টেশনের নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছে “Pride Station” ।
৫০. ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার পদে কে নিযুক্ত হয়েছেন?
(A) বিমল জুলকা
(B) সুনীল অরোরা
(C) যশবর্ধন কুমার সিনহা
(D) শশী এস ভেম্পাটি
ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার পদে নিযুক্ত হয়েছেন – যশবর্ধন কুমার সিনহা। তিনি বিমল জুলকার জায়গায় নিযুক্ত হয়েছেন ।
কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০
৫১. বিশ্বের সর্বোচ্চ ডেটা সেন্টারটি কোথায় স্থাপন করা হচ্ছে?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ভারত
(C) তিব্বত
(D) ইতালি
তিব্বতের লাসাতে বিশ্বের সর্বোচ্চ ডেটা সেন্টারটি প্রতিষ্ঠিত হতে চলেছে ।
৫২. “Your Best Day Is Today!” বইটি রচনা করেছেন –
(A) অভিষেক বচ্চন
(B) অনুপম খের
(C) অক্ষয় কুমার
(D) কিয়ারা আদভানি
“Your Best Day Is Today!” বইটি হলো অনুপম খের রচিত তৃতীয় বই। প্রসঙ্গত উল্লেখ্য যে অনুপম খেরের আত্মজীবনী হলো – Lessons Life Taught Me Unknowingly।
৫৩. ২০২১ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক পাখি উৎসব কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ?
(A) আহমাদবাদ, গুজরাট
(B) বারাণসী, উত্তরপ্রদেশ
(C) কেভাদিয়া, গুজরাট
(D) গোরক্ষপুর, উত্তর প্রদেশ
২০২১ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক পাখি উৎসব উত্তরপ্রদেশের গোরক্ষপুরে অনুষ্ঠিত হতে চলেছে।
৫৪. ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের গবেষণা কাজের জন্য কে ২০২০ সালে “ড: তুলসী দাস চুগ পুরস্কার” জিতেছেন ?
(A) এস হরিশ
(B) জয়শ্রী কালথিল
(C) সতীশ মিশ্র
(D) যোগী অ্যারন
CSRI- CDRI -এর মুখ্য গবেষক সতীশ মিশ্র ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের গবেষণা কাজের জন্য ২০২০ সালে “ড: তুলসী দাস চুগ পুরস্কার” জিতেছেন ।
৫৫. India Migration নাউ কর্তৃক প্রকাশিত “Interstate Migrant Policy Index (IMPEX) 2019” সূচকে কোন রাজ্য শীর্ষে রয়েছে ?
(A) অন্ধ্র প্রদেশ
(B) গোয়া
(C) কেরালা
(D) রাজস্থান
এই সূচকে যথাক্রমে কেরালা, গোয়া, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ শীর্ষে রয়েছে ।
৫৬. ‘How to Be a Writer’ বইটি রচনা করেছেন –
(A) জে কে রাউলিং
(B) রাস্কিন বন্ড
(C) সালমান রুশদী
(D) চেতন ভগত
রাস্কিন বন্ড হলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। তিনি তার পরিবার নিয়ে ভারতের মুসৌরিতে থাকেন। Our Trees Still Grow in Dehra লেখার জন্য ১৯৯২ সালে তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান। তিনি ১৯৯৯ সালে পদ্মশ্রী এবং ২০১৪ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন।
৫৭. সত্যজিৎ ঘোষ সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন খেলার একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন?
(A) ফুটবল
(B) ক্রিকেট
(C) হকি
(D) টেনিস
প্রয়াত মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ ঘোষ। বয়স হয়েছিল ৬২ বছর। ১৯৮১ সালে রেলওয়ে এফসি থেকে মোহনবাগানে সই করেছিলেন তিনি। খেলতেন স্টপার হিসেবে। ১৯৮৫ সালে কোচিতে নেহরু কাপে জাতীয় দলের হয়েও খেলেছিলেন তিনি।
৫৮. জাতিসংঘের শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবসটি কোন তারিখে পালিত হয়?
(A) ৭ নভেম্বর
(B) ৮ নভেম্বর
(C) ৯ নভেম্বর
(D) ১০ নভেম্বর
২০০২ সাল থেকে প্রতিবছর ১০ই নভেম্বর জাতিসংঘের শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস পালন করা হয় ।
৫৯. জাতীয় শিক্ষা দিবস (National Education Day ) প্রতিবছর ভারতে কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ৫ই সেপ্টেম্বর
(B) ৫ই অক্টোবর
(C) ৫ই নভেম্বর
(D) ১১ই নভেম্বর
স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতে শিক্ষাবিস্তারে তাঁর উজ্জ্বল ভূমিকার কথা স্মরণে রেখে তাঁর জন্মদিন ১১ই নভেম্বর সারা দেশে “জাতীয় শিক্ষা দিবস” হিসেবে পালন করা হয়।
৬০. EdelGive Hurun India Philanthropy List 2020 – এ শীর্ষে রয়েছেন কোন ভারতীয় ব্যক্তিত্ব ?
(A) মুকেশ আম্বানি
(B) শিব নাদার
(C) আজিম প্রেমজি
(D) অনিল আগারওয়াল
এই তালিকায় শীর্ষে রয়েছেন Wipro লিমিটেড এর ফাউন্ডার-চেয়ারম্যান আজিম প্রেমজি । তিনি ২০১৯-২০ অর্থবর্ষে ৭৯০৪ কোটি টাকা দান করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন HCL টেকনোলজির ফাউন্ডার-চেয়ারম্যান শিব নাদার এবং তৃতীয় স্থানে মুকেশ আম্বানি ।
To check our latest Posts - Click Here