Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী

Current Affairs - November 2020 - PDF

২১. বিশ্ব সুনামি সচেতনতা দিবস কখন পালন করা হয়?

(A) নভেম্বর ২
(B) নভেম্বর ৩
(C) নভেম্বর ৪
(D) নভেম্বর ৫

উত্তর :
(D) নভেম্বর ৫

২০১৫ সালে ৫ নভেম্বর দিনটিকে বিশ্ব সুনামি সচেতনতা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।


২২. ২০২০ সালের নভেম্বরে পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট EOS01 উৎক্ষেপণ করতে চলেছে নিচের কোন সংস্থা ?

(A) ISRO
(B) NASA
(C) Roscosmos
(D) ESA

উত্তর :
(A) ISRO

PSLV-C49 থেকে এই পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট EOS01 উৎক্ষেপণ করতে চলেছে ISRO।


২৩. কোন দেশের রাষ্ট্রপতি জন মাগুফুলি দ্বিতীয় বারের জন্য সম্প্রতি শপথ গ্রহণ করলেন ?

(A) কেনিয়া
(B) তানজানিয়া
(C) উগান্ডা
(D) ইথিওপিয়া

উত্তর :
(B) তানজানিয়া

সম্প্রতি দ্বিতীয় বারের জন্য তানজানিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন জন পম্বে মাগুফুলি।


২৪. প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম কোন দেশ প্রস্থান করলো ?

(A) জাপান
(B) চীন
(C) ব্রিটেন
(D) যুক্তরাষ্ট্র

উত্তর :
(D) যুক্তরাষ্ট্র

প্যারিস চুক্তিটি ৪ নভেম্বর, ২০১৬ সালে কার্যকর হয়েছিল এবং ১৮৯ টি দেশ এটি গ্রহণ করেছিল। সম্প্রতি এই চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বেরিয়ে এলো।


২৫. উইলিয়াম রিড বিজনেস মিডিয়া অনুসারে ২০২০ সালের বিশ্বের শ্রেষ্ঠ বার হলো – 

(A) Dante
(B) Connaught
(C) The Clumsies
(D) Floreria Atlantico

উত্তর :
(B) Connaught

লন্ডনের স্টাইলিশ হোটেল লাউঞ্জ Connaught সম্প্রতি বিশ্বের সেরা বার হিসাবে মনোনীত হয়েছে । দ্বিতীয় স্থানে রয়েছে Dante ।


২৬. Syska গ্রুপ এর ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন

(A) অমিতাভ বচ্চন
(B) আলিয়া ভাট
(C) রাজকুমার রাও
(D) অনুপম খের

উত্তর :
(C) রাজকুমার রাও

প্রসিদ্ধ ইলেক্ট্রনিক্স কোম্পানি Syska গ্রুপ এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত হলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও ।


২৭. কোন চলচ্চিত্র পরিচালক সম্প্রতি JC Daniel পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ?

(A) অনুরাগ কাশ্যপ
(B) রাজামুন্দ্রি
(C) আদিত্য পুরি
(D) হরিহরণ

উত্তর :
(D) হরিহরণ

মালায়ালম চলচিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য এই সম্মানে সম্মানিত হয়েছেন পরিচালক হরিহরণ।


২৮. আমেরিকা যুক্তরাষ্ট্র ও কোন দেশের নৌবাহিনীর মধ্যে সম্প্রতি CARAT ( Cooperation Afloat Readiness and Training ) 2020 নামক নৌ-অনুশীলন শুরু হলো ?

(A) ভারত
(B) বাংলাদেশ
(C) শ্রীলংকা
(D) জাপান

উত্তর :
(B) বাংলাদেশ

বঙ্গোপসাগরে এই সামরিক নৌ-মহড়া আমেরিকা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শুরু হলো ।


২৯. নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী ভারতের কোন অফিসারকে “জেনারেল অফ দি নেপালি আর্মি” সম্মানে সম্মানিত করলেন ?

(A) করমবীর সিং
(B) বিপিন রাওয়াত
(C) মনোজ মুকুন্দ নারাভানে
(D) দলবীর সিং

উত্তর :
(C) মনোজ মুকুন্দ নারাভানে

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে কে এই সম্মানে সম্মানিত করা হয়েছে।


৩০. দেশের প্রথম সোলার-পাওয়ারড মিনিয়েচার ট্রেন সম্প্রতি কোন রাজ্যে চালু করা হলো ?

(A) পশ্চিমবঙ্গ
(B) কেরালা
(C) কর্ণাটক
(D) তামিলনাড়ু

উত্তর :
(B) কেরালা

কেরালাতে এই সোলার-পাওয়ারড মিনিয়েচার ট্রেনটির উদ্বোধন করলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন


কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

৩১. হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হলেন ?

(A) বি জে কারিয়াপ্পা
(B) নিবেদিতা চোপড়া
(C) জ্ঞানেন্দ্রো নিংম্বম
(D) মোহাম্মদ মোশতাক আহমদ

উত্তর :
(C) জ্ঞানেন্দ্রো নিংম্বম

মণিপুরের জ্ঞানেন্দ্রো নিংম্বম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হকি ইন্ডিয়া (এইচআই)-এর সভাপতি রূপে। তিনি মোহাম্মদ মোশতাক আহমদ-এর কাছ থেকে এই দ্বায়িত্ব খুব শীঘ্র নিতে চলেছেন ।


৩২.  ‘জাতীয় ক্যানসার সচেতনতা দিবস’ (National Cancer Awsreness Day )   প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ৪ই ফেব্রুয়ারী
(B) ৭ই নভেম্বর
(C) ৯ই নভেম্বর
(D) ১০ই নভেম্বর

উত্তর :
(B) ৭ই নভেম্বর

২০১৪ সাল থেকে প্রতিবছর  ‘জাতীয় ক্যানসার সচেতনতা দিবস’ (National Cancer Awsreness Day )   পালন হয়ে আসছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্ব ক্যানসার দিবস পালন করা হয় ৪ই ফেব্রুয়ারি


৩৩. সম্প্রতি আন্দামান নিকোবর কমান্ড (ANC) দ্বারা আন্দামান-নিকোবরের টেরেসা দ্বীপে আয়োজিত তিন দিন ব্যাপী ট্রাই-সার্ভিস কমব্যাট অনুশীলনের কোড নাম কি ? 

(A) Aero Drum
(B) Air Strike
(C) Bull Strike
(D) Trinetra

উত্তর :
(C) Bull Strike

সম্প্রতি আন্দামান নিকোবর কমান্ড (ANC) দ্বারা আন্দামান-নিকোবরের টেরেসা দ্বীপে আয়োজিত তিন দিন ব্যাপী ট্রাই-সার্ভিস কমব্যাট অনুশীলনের কোড নাম Bull Strike।


৩৪. সম্প্রতি আমেরিকার নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?

(A) ডোনাল্ড ট্রাম্প
(B) জো বাইডেন
(C) কমলা হ্যারিস
(D) জর্জ ব্রুশ

উত্তর :
(B) জো বাইডেন

সম্প্রতি আমেরিকার নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন – জো বাইডেন ।

দেখে নাও আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here 


৩৫. সম্প্রতি কোন রাজ্য সেই রাজ্যের জেলেদের উন্নতির জন্য পরিবর্তনম স্কিম শুরু করলো ?

(A) ওড়িশা
(B) কেরালা
(C) কর্ণাটক
(D) গুজরাট

উত্তর :
(B) কেরালা

এই স্কিমের মূল উদ্দেশ্য উপকূলবর্তী জেলার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন।


৩৬. ভারতের কোন হাতির পুনর্বাসন কেন্দ্রটি বিশ্বের হাতিদের জন্য   বৃহত্তম যত্ন কেন্দ্র এবং নিরাময় কেন্দ্র হিসাবে গড়ে উঠতে চলেছে ?

(A) কোচি
(B) তিরুবনন্তপুরম
(C) কোজিকোড
(D) কান্নুর

উত্তর :
(B) তিরুবনন্তপুরম

তিরুবনন্তপুরমের কত্তুরে পৃথিবীর বৃহত্তম হাতি যত্ন কেন্দ্র এবং নিরাময় কেন্দ্র  গড়ে উঠতে চলেছে।


৩৭. ডেমোক্র্যাট জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করে আমেরিকার কততম রাষ্ট্রপতি হলেন ?

(A) ৪২
(B) ৪৩
(C) ৪৪
(D) ৪৬

উত্তর :
(D) ৪৬

দেখে নাও আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here


৩৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা উপরাষ্ট্রপতি হলেন 

(A) ইভানকা ট্রাম্প
(B) কমলা হ্যারিস
(C) মিশেল ওবামা
(D) হিলারি ক্লিনটন

উত্তর :
(B) কমলা হ্যারিস

কমলা দেবী হ্যারিস একজন মার্কিন রাজনীতিবিদ, আইনজীবী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত উপরাষ্ট্রপতি। তিনি ডেমোক্র্যাটিক পার্টির একজন সদস্য। তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বাইডেনের সাথে ২০২০ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং উপরাষ্ট্রপতি মাইক পেন্সকে হারিয়েছেন।


৩৯. ২০২০ সালের নভেম্বর মাসে হকি ইন্ডিয়ার সেরা কর্মচারী হিসাবে কে ভূষিত হয়েছেন ?

(A) রাকেশ কুমার
(B) রোহিত সিং
(C) প্রবীণ বিহয়ুত
(D) ওম প্রকাশ গুপ্ত

উত্তর :
(A) রাকেশ কুমার

২০২০ সালের নভেম্বর মাসে হকি ইন্ডিয়ার সেরা কর্মচারী হিসাবে ভূষিত হয়েছেন – রাকেশ কুমার ।


৪০. বিশ্ব রেডিওগ্রাফি দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ৭ই নভেম্বর
(B) ৮ই নভেম্বর
(C) ৯ই নভেম্বর
(D) ১০ই নভেম্বর

উত্তর :
(B) ৮ই নভেম্বর

বিশ্ব রেডিওগ্রাফি দিবস প্রতিবছর ৮ই নভেম্বর পালন করা হয়। রন্টজেন ১৮৯৫ সালে এই দিনটিতেই এক্স-রশ্মি আবিষ্কার করেছিলেন।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7Next page
Telegram

Related Articles

Back to top button