বাংলা ব্যাকরণ

১৫০+ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ PDF – বাংলা ব্যাকরণ

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ PDF

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ (সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ ) -এর তালিকা । PTET, CTET  এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সেকেন্ডারি লেভেলের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ।

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ কাকে বলে ?

একাধিক শব্দ যাদের উচ্চারণ প্রায় এক কিন্তু অর্থ ভিন্ন তাদের সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলা হয়ে থাকে।

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ –  কিছু নমুনা

অংস – ভাগ
অংশ – কঁধ, স্কন্ধ

অনু – পশ্চাৎ
অণু – ক্ষুদ্রতম অংশ

অশন – ক্ষেপণ, ছুঁড়ে ফেলা
অসন – ভোজন

দেখে নাও : সমার্থক শব্দ বা একার্থক শব্দ – বাংলা ব্যাকরণ – Samarthak Shobdo – PDF

অনিল – বায়ু
অনীল – যা নীল নয়
আনীল – ঈষৎ নীল

অন্ন – ভাত
অন্য – অপর

অপগত – বিগত, দূর হওয়া
অবগত – জ্ঞাত, জানা

অবদান – সৎকর্ম, কীর্তি
অবধান – মনো যোগ, মন দিয়ে শোনা

অবিরাম – বিরামহীন, অনবরত
অভিরাম – সুন্দর

অবিহিত – অনুচিত
অভিহিত – কথিত

অর্ঘ – মূল্য
অর্ঘ্য – পূজার উপকরণ

অশ্ব – ঘোটক, ঘোড়া
অশ্ম – প্রস্তর, পাথর

অসিত – কৃষ্ণ বর্ণ
অশিত – ভক্ষিত

অসক্ত – অনাসক্ত
অশক্ত – অসমর্থ, অক্ষম

দেখে নাও : ৫৫০+ বিপরীতার্থক শব্দ তালিকা । বিপরীত শব্দ তালিকা – PDF

অন্যপুষ্ট – কোকিল
অন্নপুষ্ট – ভাতের দ্বারা পুষ্ট

অন্যান্য – অপরাপর
অন্যোন্য – পরস্পর

অচ্যুত – বিষ্ণু
অচ্ছুত – অস্পৃশ্য

অবিমিশ্র – খাঁটি
অবিমৃষ্য – অবিবেচক

অসিলতা – তরবারি
অশীলতা – দুঃশীলতা

অভ্যাস – শিক্ষা
অভ্যাশ – সমীপ

অজগর – সর্প বিশেষ
অজাগর – ভৃঙ্গরাজবৃক্ষ

অন্ত – শেষ
অন্ত্য – নিকৃষ্ট

অপচয় – ক্ষতি
অবচয় – চয়ন

আপন – নিজ
আপণ – দোকান

আবরণ – আচ্ছাদন
আভরণ – ভূষণ, অলঙ্কার

আভাস – ইঙ্গিত, দীপ্তি
আভাষ – ভূমিকা, আলাপ

আদি – মূল
আধি – মনোকষ্ট

আহুতি – হোম
আহূতি – আহ্বান, আমন্ত্রণ

আর্ত – পীড়িত, কাতর
আত্ত – গৃহীত, প্রাপ্ত

ইতি – শেষ, অবসান
ঈতি – শস্যবিঘ্ন, শস্যের ষড়রিপু

ঈশ – ঈশ্বর
ইশ – লাঙলের ফলা

উদ্যত – ব্যগ্র, প্রবৃত্ত, উন্মুখ
উদ্ধত – দুর্বিনীত, হঠকারী

উপাদান – মূল জিনিস, উপকরণ
উপাধান – বালিশ

ওষধি – একবার ফল দিয়ে যে গাছ মরে
ঔষধি – ঔষধ, ভেষজ উদ্ভিদ

কমল – পদ্ম
কোমল – নরম

কতক – কিছু
কথক – বক্তা

কুড়ি – সংখ্যাবিশেষ
কুঁড়ি – পুষ্পকোরক

কাদা – পাক
কাঁদা – ক্রন্দন বা রোদন করা

কাটা – ছেদন করা
কাঁটা – কণ্টক

কুজন – মন্দ ব্যক্তি বা লোক
কূজন – পাখীর রব বা ডাক

কটি – কোমর
কোটি – শত লক্ষ

কুট – পর্বত, দুর্গ
কূট – কপট, জটিল

কুল – বংশ, ফল বিশেষ
কূল – নদীতীর

কৃত – সম্পাদিত
ক্রীত – কেনা হয়েছে এমন

কৃত্য – কার্য
কৃত্ত্য – ছিন্ন

কোন – কিছু
কোণ – দিক

কালি – মসি
কালী – শিবপত্নী

গিরিশ – মহাদেব
গিরীশ – হিমালয়

চির – বহুকাল, দীর্ঘকাল
চীর – ছিন্নবস্ত্র

চ্যুত – ভ্রষ্ট, বিতাড়িত, পতিত
চুত – আম

চতুর – চালাক, ধূর্ত
চতুর (চতুঃ) – চারি

চাষ – কর্ষণ
চাস – নীলকণ্ঠ পাখি

গোলক – গোলাকার বস্তু
গোলোক – বৈকুণ্ঠ, বিষ্ণুলোক

জড় – অচেতন
জ্বর – রোগ বিশেষ

জাম – ফলবিশেষ
যাম – প্রহর

জ্যোতি – দীপ্তি, আলোক
যতি – তপস্বী, মুনি, ঋষি

জাল – ফাঁদ, পাশ
জ্বাল – অগ্নিশিখা

কুশাসন – কুশদ্বারা তৈরি আসন
কু-শাসন – মন্দ শাসন

কীর্তিবাস – যশস্বী
কৃত্তিবাস – কৰি বিশেষ, শিব

করি – ক্রিয়াপদ, সম্পন্ন করা
করী – হাতি

জব – গতি, বেগবান
যব – শস্য বিশেষ

জাত – উৎপন্ন, সঞ্চিত
যাত – যাতায়াত ………

সম্পূর্ণ লিস্টের PDF ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।

সম্পূর্ণ নোটটি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।


File Details : 

  • File Name : সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ.pdf
  • Format: PDF
  • Size: 667 KB
  • No. of Pages: 05

আরো দেখে নাও :

বাগধারা ( PDF )

সমাস

সমার্থক শব্দ বা একার্থক শব্দ –  বাংলা ব্যাকরণ –  PDF

Bengali to English Translation Book PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button