QuizQuiz

নভেল করোনা ভাইরাস কুইজ । Corona Quiz

GK Questions and Answers on Coronavirus

নভেল করোনা ভাইরাস কুইজ – করোনা ভাইরাস সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নভেল করোনা ভাইরাস কুইজ । আজকের এই পোস্টে আমরা দেখে নেবো করোনা ভাইরাস সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর ।

১. কোন শহরে প্রথম নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে?

উত্তর :
উহান, চীন।

২. ১১ ই ফেব্রুয়ারি ২০২০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা,নোবেল করোনা ভাইরাসের দরুণ ছড়িয়ে পড়া রোগের নতুন নাম রাখে,কী এই নাম?

উত্তর :
কোভিড-১৯(Covid-19)

আরো দেখে নাও :  দিয়েগো মারাদোনা কুইজ –  কিছু জানা-অজানা তথ্য

৩. কোন ভারতীয় কোম্পানি পৃথিবীর প্রথম ট্রিপল ভাইরাল শেইল্ড প্রযুক্তি যুক্ত পুনর্ব্যবহার যোগ্য পিপিই কিট লঞ্চ করল?

উত্তর :
Loyal Textile Mills Ltd.

৪. প্রথম কোন দেশ সফল ভাবে সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিনের মানব ট্রায়াল সম্পন্ন করলো?

উত্তর :
রাশিয়া।

৫. কোন শহরে ভারতের প্রথম “কোভিড প্লাজমা ব্যাঙ্ক ” চালু হল?

উত্তর :
নতুন দিল্লী।

আরো দেখে নাও :  আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন- প্রশ্ন ও উত্তর

৬. “The Pandemic Century- A History of Global Contragtion from the Spanish Flu to Covid-19” বইটির লেখক/লেখিকা কে?

উত্তর :
মার্ক হোনিগসবৌম।

৭. করোনা ভাইরাস দ্বারা আক্রন্ত ব্যাক্তিদের চিকিৎসার সময় ডক্টররা PPE পরিধান করেন,এই PPE কথার সম্পূর্ণ অর্থ কী?

উত্তর :
Personal Protective Equipment

৮. করোনা ভাইরাসের কারণে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ভারতের নৌসেনা দ্বারা করা মিশনের নাম কী?

উত্তর :
অপারেশন সমুদ্র সেতু।

আরো দেখে নাও :  সৌমিত্র চট্টোপাধ্যায় –  কিছু জানা-অজানা তথ্য

৯. কোন শহর ভারতের প্রথম শহর হিসেবে ড্রোন ব্যাবহার করে সম্পূর্ণ শহরকে স্যানিটাইজ করলো?

উত্তর :
ইন্দোর,মধ্যপ্রদেশ।

১০. “Safe Online Learning in the Times of Covid-19” নামক বইটি কে/কারা প্রকাশ করল?

উত্তর :
ইউনেস্কো দিল্লী,এনসিইআরটি (NCERT)

১১. করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে ভারত সরকার লঞ্চ করে “আরোগ্য সেতু” অ্যাপ, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়?

উত্তর :
অজয় দেবগন।

আরো দেখে নাও :  আইপিএল ২০২০। IPL 2020 –  Facts, Stats and More

১২. ভারতের প্রথম কোন রাজ্যের হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের রোবটের সাহায্যে খাবার সরবরাহ করা হল?

উত্তর :
ঝাড়খণ্ড

১৩. সেপ্টেম্বরের শেষ ভাগে বিশ্বের সর্বপ্রথম কোভিড-১৯ ভ্যাকসিন লঞ্চ করে রাশিয়া। এই ভ্যাকসিনটির নাম কী?

উত্তর :
স্পুটনিক-৫

আরো দেখে নাও :  প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য

১৪. সামাজিক দূরত্ব বজায়ে সাধারণ মানুষকে সহায়তা করতে কোন সংস্থা Sodar নামের একটি অ্যাপ চালু করল?

উত্তর :
গুগল।

১৫. করোনা ভাইরাসের দরুণ হওয়া অতিমারির বিরুদ্ধে সঠিক ভাবে ব্যাবস্থা নিতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই অভিযোগে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলো?

উত্তর :
আমেরিকা যুক্তরাষ্ট্র।

আরো দেখে নাও :  বাংলা কুইজ – সেট ১৩০ – চুনী গোস্বামী স্পেশাল

বিভিন্ন ধরণের করোনা ভ্যাকসিন – Types of Corona Vaccines

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

3 Comments

  1. স্যার,
    শুধুমাত্র কোভিড ভাইরাসের সম্পর্কে কিছু তথ্য দিলে খুবই উপকৃত হব।

  2. স্যার wbpcb পরীক্ষার কি কিছু Practice set পাওয়া যাবে?

দেখে নাও
Close
Back to top button