নভেল করোনা ভাইরাস কুইজ – করোনা ভাইরাস সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নভেল করোনা ভাইরাস কুইজ । আজকের এই পোস্টে আমরা দেখে নেবো করোনা ভাইরাস সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর ।
১. কোন শহরে প্রথম নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে?
২. ১১ ই ফেব্রুয়ারি ২০২০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা,নোবেল করোনা ভাইরাসের দরুণ ছড়িয়ে পড়া রোগের নতুন নাম রাখে,কী এই নাম?
আরো দেখে নাও : দিয়েগো মারাদোনা কুইজ – কিছু জানা-অজানা তথ্য
৩. কোন ভারতীয় কোম্পানি পৃথিবীর প্রথম ট্রিপল ভাইরাল শেইল্ড প্রযুক্তি যুক্ত পুনর্ব্যবহার যোগ্য পিপিই কিট লঞ্চ করল?
৪. প্রথম কোন দেশ সফল ভাবে সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিনের মানব ট্রায়াল সম্পন্ন করলো?
৫. কোন শহরে ভারতের প্রথম “কোভিড প্লাজমা ব্যাঙ্ক ” চালু হল?
আরো দেখে নাও : আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন- প্রশ্ন ও উত্তর
৬. “The Pandemic Century- A History of Global Contragtion from the Spanish Flu to Covid-19” বইটির লেখক/লেখিকা কে?
৭. করোনা ভাইরাস দ্বারা আক্রন্ত ব্যাক্তিদের চিকিৎসার সময় ডক্টররা PPE পরিধান করেন,এই PPE কথার সম্পূর্ণ অর্থ কী?
৮. করোনা ভাইরাসের কারণে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ভারতের নৌসেনা দ্বারা করা মিশনের নাম কী?
আরো দেখে নাও : সৌমিত্র চট্টোপাধ্যায় – কিছু জানা-অজানা তথ্য
৯. কোন শহর ভারতের প্রথম শহর হিসেবে ড্রোন ব্যাবহার করে সম্পূর্ণ শহরকে স্যানিটাইজ করলো?
১০. “Safe Online Learning in the Times of Covid-19” নামক বইটি কে/কারা প্রকাশ করল?
১১. করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে ভারত সরকার লঞ্চ করে “আরোগ্য সেতু” অ্যাপ, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়?
আরো দেখে নাও : আইপিএল ২০২০। IPL 2020 – Facts, Stats and More
১২. ভারতের প্রথম কোন রাজ্যের হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের রোবটের সাহায্যে খাবার সরবরাহ করা হল?
১৩. সেপ্টেম্বরের শেষ ভাগে বিশ্বের সর্বপ্রথম কোভিড-১৯ ভ্যাকসিন লঞ্চ করে রাশিয়া। এই ভ্যাকসিনটির নাম কী?
আরো দেখে নাও : প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য
১৪. সামাজিক দূরত্ব বজায়ে সাধারণ মানুষকে সহায়তা করতে কোন সংস্থা Sodar নামের একটি অ্যাপ চালু করল?
১৫. করোনা ভাইরাসের দরুণ হওয়া অতিমারির বিরুদ্ধে সঠিক ভাবে ব্যাবস্থা নিতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই অভিযোগে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলো?
আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৩০ – চুনী গোস্বামী স্পেশাল
বিভিন্ন ধরণের করোনা ভ্যাকসিন – Types of Corona Vaccines
To check our latest Posts - Click Here
স্যার,
শুধুমাত্র কোভিড ভাইরাসের সম্পর্কে কিছু তথ্য দিলে খুবই উপকৃত হব।
আচ্ছা।আমরা চেষ্টা করবো।
স্যার wbpcb পরীক্ষার কি কিছু Practice set পাওয়া যাবে?