দিয়েগো মারাদোনা কুইজ
অভিশপ্ত সাল ২০২০ তে আমরা হারালাম আরেক তারকা কে,হৃদরোগে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে পাড়ি দিলেন আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো মারাদোনা।এই বিখ্যাত ফুটবলারের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে বাংলা কুইজরে পক্ষ থেকে দেওয়া রইলো তাঁর সম্পর্কে কিছু তথ্য। দেখে নাও দিয়েগো মারাদোনা কুইজ।
১. দিয়েগো মারাদোনা এর পুরো নাম কী?
২. দিয়েগো মারাদোনা কোন ক্লাবে খেলার মাধ্যমে ফুটবল জগতে প্রবেশ করেন?
৩. ১৯৮৬ সালের ফিফা বিশ্বকাপে মারাদোনার বিখ্যাত হ্যান্ড অফ্ গড গোলটি কোন দলের বিরুদ্ধে হয়েছিল?
৪. দিয়েগো মারাদোনা তাঁর আন্তর্জাতিক ফুটবল জীবনের শেষ ম্যাচ কোন দলের বিরুদ্ধে খেলেছিলেন?
আরো দেখে নাও : [ সৌমিত্র চট্টোপাধ্যায় – কিছু জানা-অজানা তথ্য ]
৫. ফিফা দ্বারা যুগ্ম ভাবে বিংশ শতাব্দীর ফুটবলার অফ্ দা সেঞ্চুরি নির্বাচিত হন দিয়েগো মারাদোনা,তাঁর সাথে আর কে এই সম্মান পান?
৬. দিয়েগো মারাদোনা এর আত্মজীবনী মূলক গ্রন্থের নাম কী?
৭. খেলোয়াড়ের পাশাপাশি মারাদোনা কোচ হিসেবেও কাজ করেছেন,তিনি প্রথম কোন দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন?
৮. দিয়েগো মারাদোনার অধিনায়কত্বে কোন বছর আর্জেন্টিনার দল ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়?(তিনি সেই বিশ্বকাপে গোল্ডেন বল অর্জন করেছিলেন।)
আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ১২৮ – ইরফান খান স্পেশাল ]
৯. মারাদোনা কে তাঁর খেলোয়াড় জীবনে El Pibe de Oro এই ছদ্মনাম দেওয়া হয়েছিল, এই নামের অর্থ কী?
১০. দিয়েগো মারাদোনার জীবনের উপর ২০১৯ সালে তৈরি হয় ব্রিটিশ ডকুমেন্টারি “Diego Maradona”, এই তথ্যচিত্রের নির্মাতা কে ছিলেন ?
দিয়েগো মারাদোনা কুইজ ভালো লাগলে
আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৩০ – চুনী গোস্বামী স্পেশাল
প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য
To check our latest Posts - Click Here