দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা – PDF
List of the recipients of Dadasaheb Phalke Award
দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো দাদাসাহেব ফালকে পুরস্কার সম্পর্কিত কিছু তথ্য এবং দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা।
দাদাসাহেব ফালকে পুরস্কার তালিকা
সাল | পুরস্কার প্রাপক |
---|---|
১৯৬৯ | দেবিকা রাণী |
১৯৭০ | বীরেন্দ্রনাথ সরকার |
১৯৭১ | পৃথ্বীরাজ কপূর |
১৯৭২ | পঙ্কজ মল্লিক |
১৯৭৩ | রুবি মায়ার্স |
১৯৭৪ | বোম্মিরেড্ডি নরসিংহ রেড্ডি |
১৯৭৫ | ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় |
১৯৭৬ | কানন দেবী |
১৯৭৭ | নীতীন বসু |
১৯৭৮ | রাইচাঁদ বড়াল |
১৯৭৯ | সোহরাব মোদী |
১৯৮০ | পৈডি জয়রাজ |
১৯৮১ | নওশাদ |
১৯৮২ | অক্কিনেনী লক্ষ্মীবরপ্রসাদরাও |
১৯৮৩ | দুর্গা খোটে |
১৯৮৪ | সত্যজিৎ রায় |
১৯৮৫ | শান্তারাম রাজারাম বণকুদ্রে |
১৯৮৬ | বোম্মিরেড্ডি নাগি রেড্ডি |
১৯৮৭ | রাজ কপূর |
১৯৮৮ | অশোক কুমার |
১৯৮৯ | লতা মঙ্গেশকর |
১৯৯০ | অক্কিনেনী নাগেশ্বর রাও |
১৯৯১ | ভালজী পেঁঢারকর |
১৯৯২ | ভূপেন হাজারিকা |
১৯৯৩ | মজরুহ সুলতানপুরী |
১৯৯৪ | দিলীপ কুমার |
১৯৯৫ | রাজকুমার |
১৯৯৬ | শিবাজী গণেশন |
১৯৯৭ | রামচন্দ্র নারায়ণজী দ্বিবেদী |
১৯৯৮ | বলদেব রাজ চোপড়া |
১৯৯৯ | হৃষিকেশ মুখোপাধ্যায় |
২০০০ | আশা ভোঁসলে |
২০০১ | যশ চোপড়া |
২০০২ | দেব আনন্দ |
২০০৩ | মৃণাল সেন |
২০০৪ | অদূর গোপালকৃষ্ণন |
২০০৫ | শ্যাম বেনেগাল |
২০০৬ | তপন সিংহ |
২০০৭ | মান্না দে |
২০০৮ | বেঙ্কটরাম পণ্ডিত কৃষ্ণমূর্তি |
২০০৯ | দগ্গুবাতি রামনায়ডু |
২০১০ | কৈলাশম বালাচন্দর |
২০১১ | সৌমিত্র চট্টোপাধ্যায় |
২০১২ | প্রাণ |
২০১৩ | গুলজার |
২০১৪ | শশী কপূর |
২০১৫ | মনোজ কুমার |
২০১৬ | কে বিশ্বনাথ |
২০১৭ | বিনোদ খান্না |
২০১৮ | অমিতাভ বচ্চন |
২০১৯ | রজনীকান্ত |
দাদা সাহেব ফালকে কে ছিলেন ?
ভারতের প্রথম পূর্ণদৈঘ্যের চলচ্চিত্র কোনটি ?
দাদাসাহেব ফালকে তিনি ১৯১৩ সালে রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র।
দাদাসাহেব ফালকে কোথায় জন্মগ্রহণ করেন ?
দাদাসাহেব ফালকে ১৮৭০ খ্রিষ্টাব্দের ৩০শে এপ্রিল ব্রিটিশ ভারতের বম্বে প্রেসিডেন্সির অন্তর্গত ত্র্যম্বকেশ্বর নামক স্থানে একটি মারাঠি শিক্ষিত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
দাদাসাহেব ফালকে পরিচালিত কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের নাম লেখ।
রাজা হরিশচন্দ্র (১৯১৩)
মোহিণী ভস্মাসুর (১৯১৩)
সত্যবান সাবিত্রী (১৯১৪)
লঙ্কা দহন (১৯১৭)
শ্রী কৃষ্ণ জন্ম (১৯১৮)
কালীয় মর্দন (১৯১৯)
সেতু বন্ধন (১৯২৩)
গঙ্গাবতরণ (১৯৩৭)
দাদাসাহেব ফালকে পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয় ?
১৯৫৯ সাল থেকে
প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে প্রদান করা হয়?
সর্বপ্রথম ১৯৬৯ সালে অভিনেত্রী দেবিকা রাণীকে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়।
২০১৯ সালের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন কোন অভিনেতা ?
রজনীকান্ত
Download
নিচের ডাউনলোড লিংক থেকে এই নোটটির PDF ফাইলটি ডাউনলোড করে নাও ।
আরো দেখে নাও :
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি । National Award Winning Films
আইপিএলের পুরস্কার তালিকা | IPL Prize Winners List Year Wise
নোবেল পুরস্কার – ২০২০ | Nobel Prize 2020 । PDF
জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download
To check our latest Posts - Click Here