সৌমিত্র চট্টোপাধ্যায়
দীর্ঘ লড়াইয়ের পর জীবনযুদ্ধে হার মারলেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মহামারী করোনার হাত ধরে পাড়ি দিলেন না-ফেরার দেশে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ চলচিত্র প্রেমীরা – এ যেন চলচিত্র জগতের এক যুগের পতন। এই মহান ব্যক্তিত্বের প্রয়াণ দিবসে দেওয়া রইলো সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য।
১. সৌমিত্র চট্টোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?
২. কোন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সৌমিত্র চট্টোপাধ্যায় সিনেমা জগতে প্রবেশ করেন?
আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৩০ – চুনী গোস্বামী স্পেশাল
৩. সত্যজিৎ রায়ের পরিচালিত মোট কটি চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করছেন?
৪. কোন সালে সৌমিত্র চট্টোপাধ্যায় দাদা সাহেব ফালকে পুরস্কার অর্জন করেছেন?
৫. সৌমিত্র বাবুর জীবনের উপর ভিত্তি করে একটি ডকুমেন্টারি তৈরি হয়। যা তৈরি করেন ফরাসি পরিচালক ক্যাথেরিন বার্গে । এই ডকুেন্টারি এর নাম কী?
আরো দেখে নাও : প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য
৬. সৌমিত্র চট্টোপাধ্যায় কোন পদ্ম সম্মান অর্জন করেছেন?
৭. ১৯৬১ সালে নির্মাল্য আচার্য এর সাথে মিলে একটি পত্রিকা চালু করেন সৌমিত্র চট্টোপাধ্যায়,এই পত্রিকার নাম কী ছিল?
আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১২৮ – ইরফান খান স্পেশাল
৮. ভারতের চলচ্চিত্র জগতের প্রথম ব্যক্তিত্ব হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায় অর্জন করেন Ordre des Arts Letters, এটি কোন দেশে আর্টিস্টদের জন্য সর্বোচ্চ সম্মান?
৯. সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম জীবনী মূলক গ্রন্থ হল “নাম সৌমিত্র”, এর লেখক কে?
১০. অভিনয়ের পাশাপাশি অনেক গুলি বই ও লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর লেখা প্রথম বইয়ের নাম কী?
১১.কতসালে সৌমিত্র চট্টোপাধ্যায় ফ্রান্সের সর্বোচ্চঅসামরিক সম্মান “Legion of Honour” অর্জন করেন ?
To check our latest Posts - Click Here