General Knowledge Notes in BengaliNotes
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ । List of First in India (Male)
List of First in India Man
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ – PDF Download
প্রিয় পাঠকেরা, আজ তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ -দের তালিকা।
Table of Contents
List of First in India (Male )
- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ➟ ড: রাজেন্দ্র প্রসাদ।
- প্রথম ভারতীয় উপরাষ্ট্রপতি ➟ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান।
- ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান ➟ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান।
- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ➟ জওহরলাল নেহেরু।
- প্রথম ভারতীয় উপ প্রধান মন্ত্রী ➟ সর্দার বল্লভ ভাই প্যাটেল।
- ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ➟ সুকুমার সেন।
- স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ➟ আর. কে. সম্মুখম চেট্টি।
- স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ➟ ড: বি. আর. আম্মেদকর।
- স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ➟ সর্দার বলদেব সিং।
- স্বাধীন ভারতের প্রথম কৃষি মন্ত্রী ➟ ড:রাজেন্দ্র প্রসাদ।
- প্রথম ভারতীয় শিক্ষামন্ত্রী➟ মৌলানা আব্দুল কালাম আজাদ।
- প্রথম ভারতীয় রেলমন্ত্রী ➟ জন মাথাই।
- প্রথম ভারতীয় কংগ্রেস সভাপতি ➟ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
- প্রথম ভারতীয় বড়লাট ➟ চক্রবর্তী রাজা গোপালাচারী।
- ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ➟ বদরুদ্দিন তায়বজী।
- প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক ➟ রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ )।
- প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক ➟ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান, চক্রবর্তী রাজাগোপালাচারী, সি ভি রমন (১৯৫৪ )।
- প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ➟ জি শংকর কুরুপ।
- প্রথম পদ্মবিভূষণ পুরস্কার পান ➟ নন্দলাল বসু, জাকির হোসেন, সত্যেন্দ্রনাথ বসু, বালাসাহেব গঙ্গাধর খের, ভি কে কৃষ্ণ মেনন, জিগমি দর্জি ওয়াংচুক(১৯৫৪ )।
- ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ➟ আচার্য বিনােবা ভাবে (১৯৫৮ )।
- প্রথম ভারতীয় অস্কারজয়ী ( পুরুষ ) ➟ সত্যজিৎ রায় (১৯৯২ )।
- প্রথম ভারতীয় বিলাত যাত্রী ➟ রামমোহন রায়।
- প্রথম ভারতীয় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ➟ দাদাভাই নৌরজী।
- প্রথম ভারতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি ➟ রমেশচন্দ্র মিত্র।
- প্রথম পরমবীরচক্র প্রাপক ➟ মেজর সােমনাথ শর্মা।
- প্রথম ভারতীয় পাইলট ➟ জে আর ডি টাটা।
- ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট➟ ডঃ জাকির হােসেন।
- প্রথম ভারতীয় লােকসভার স্পিকার ➟ গনেশ বাসুদেব মাভলংকার।
- প্রথম ভারতীয় কমান্ডার ইন➟চিফ অফ ইন্ডিয়া ➟ জেনারেল কারিয়াপ্পা।
- প্রথম ভারতীয় নৌপ্রধান ➟ ভাইস অ্যাডমিরাল রাম দাস (আর.ডি) কাটারি।
- প্রথম ভারতীয় মিষ্টার ইউনিভার্স ➟ মনােতােষ রায় (১৯৫১ )।
- ভারতীদের মধ্যে প্রথম বি. এ. ডিগ্রি অর্জনকারী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ বসু, সি. ডবলু. দামোদর পিল্লাই, বিশ্বনাথ পিল্লাই।
- প্রথম ভারতীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট ➟ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- প্রথম ভারতীয় ব্যারিস্টার ➟ জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ।
- প্রথম ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ➟ হিরালাল জে কানিয়া।
- প্রথম ভারতীয় হাইকোর্টের বিচারপতি ➟ রমাপ্রসাদ রায়।
- প্রথম ভারতীয় মহাকাশ যাত্রী ➟ রাকেশ শর্মা (২ এপ্রিল ১৯৮৪ )।
- প্রথম ভারতীয় চলচিত্র পরিচালক ➟ দাদাভাই ফালকে।
- প্রথম ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন ➟ মিহির সেন (১৯৫৮ )।
- প্রথম ভারতীয় ভূতাত্ত্বিক ➟ প্রমথনাথ বসু ।
- প্রথম ভারতীয় আই. সি. এস ➟ সত্যেন্দ্রনাথ ঠাকুর (১৮৬৩ )।
- প্রথম ভারতীয় যিনি আই. সি. এস পদত্যাগ করেছিলেন ➟ সুভাষচন্দ্র বসু।
- প্রথম ভারতীয় এভারেস্ট উচ্চতা পরমাপকারী ➟ রাধানাথ শিকদার।
- ভারতের প্রথম চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রী ➟ এম সি রামচন্দ্রণ ( তামিলনাড়ু, ১৯৭৭ )।
- প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেট খেলোয়াড় ➟ রণজিৎ সিংজী ।
- প্রথম ভারতীয় জাতীয় অধ্যাপক ➟ সি. ভি. রমণ।
- প্রথম ভারতীয় লেলিন পুরস্কার প্রাপক ➟ সাইফুদ্দিন কিচুল (১৯৫২)।
- প্রথম ভারতীয় অ্যাডভোকেট জেনারেল ➟ বি. ডি আয়েঙ্গার ।
- প্রথম ভারতীয় বৈমানিক ➟ ইন্দ্রলাল রায়।
- প্রথম ভারতীয় লন্ডন বিশ্ব বিদ্যালয়ে ডি. এস. সি ➟ জগদীশ চন্দ্র বসু (১৮৯৬ )।
- প্রথম ভারতীয় মাউন্ট এভারেস্ট জয়ী/পদার্পণ কারী➟ অবতার সিং চেমা (২০ মে ১৯৬৫)।
- ভারতের প্রথম পর্বতারোহী যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন ➟ ফু দর্জি ( ১৯৮৪ )।
- ভারতের প্রথম যিনি দক্ষিণ মেরু পৌঁছন ➟ জে কে বাজাজ।
- প্রথম ভারতীয় যিনি নিশান-ই-পাকিস্তান সম্মান পান ➟ মোরারজি দেশাই ।
- প্রথম ভারতীয় যিনি UNA তে হিন্দিতে ভাষণ দেন ➟ অটল বিহারি বাজপেয়ী।
- ভারতের প্রথম শিশু চলচিত্র শিল্পী ➟ মন্দাকিনী ( দাদাসাহেব ফালকের কন্যা )।
- প্রথম ভারতীয় যিনি টেষ্ট এ শতরান করেছিলেন ➟ লালা অমরনাথ।
- প্রথম ও একমাত্র ভারতীয় যিনি বােলার ডন ব্র্যাডম্যানের হিট উইকেট লাভ করেন➟ লালা অমরনাথ।
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতরানকারি প্রথম ভারতীয় ক্রিকেটার ➟ কপিলদেব ।
- প্রথম ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ওয়ান ডে তে হ্যাটট্রিক অর্জনকারী ➟ চেতন শর্মা।
- প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি ODI ক্রিকেটে ২০০করেন➟ শচীন রমেশ টেন্ডুলকার।
- প্রথম ভারতীয় ক্রিকেটার টেষ্ট ক্রিকেটে অভিষেকে পরপর তিনটি ম্যাচে তিনটি সেঞ্চুরি করেন ➟ মহম্মদ আজহারউদ্দিন।
- প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার ➟ নীলমণি মিত্র।
আরো দেখে নাও :
ভারতের প্রথম মহিলা | প্রথম ভারতীয় মহিলা | ভারতের প্রথমরা
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা | পশ্চিমবঙ্গের প্রথমারা
স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা । First Cabinet of India
ভারতের প্রথম ঘটনাবলি | First events in India
বিভিন্ন রাজবংশের প্রথম ও শেষ সম্রাট
প্রথম ভারতীয় পুরুষ সংক্রান্ত প্রশ্ন ও উত্তর
ভারতের প্রথম পুরুষ মহাকাশচারীর নাম কি ?
ভারতের প্রথম পুরুষ মহাকাশচারী রাকেশ শর্মা।
প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার কে ?
নীলমণি মিত্র
ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালক কে ?
ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালক দাদাভাই ফালকে।
প্রথম ভারতীয় মিষ্টার ইউনিভার্স কে ?
মনােতােষ রায় (১৯৫১ )
এই নোটটির পিডিএফ ডাউনলোড অপসন নিচে দেওয়া রইলো ।
Download Section
- File Name: বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ । List of First in India (Male) – বাংলা কুইজ
- File Size: 297 KB
- No. of Pages: 02
- Format: PDF
- Language: Bengali
To check our latest Posts - Click Here