কালী পূজা কুইজ – দীপাবলি কুইজ – Diwali Quiz
দেখে নাও মা কালী ও দীপাবলি সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য। কালী পূজা কুইজ – দীপাবলি কুইজ ।
১. পুরাণ অনুসারে মাতা কালীর বাহন শৃগালের নাম কী?
২. নেপালে দীপাবলি কী নামে পালন করা হয়?
৩. শাস্ত্রমতে দেবী কালীর গলায় যে নরমুন্ডমালা থাকে তা অক্ষরের প্রতীক। দেবিকালির গলায় মোট কতগুলি নরমুণ্ড থাকে?
আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৫৭ – দুর্গা পূজা স্পেশাল কুইজ।Quiz on Durga Puja
৪. ভারতের বেশিরভাগ স্থানে দিনটি দীপাবলি হিসেবে পালিত হলেও, শিখরা এই দিনটি অন্যরূপে পালন করে, এই দিনটিতে শিখগুরু হরগোভিন্দ জাহাঙ্গীরের কাছ থেকে মুক্তি পেয়েছিলেন। শিখরা এইদিনটি কী হিসেবে পালন করে?
৫. “Thalai Deepavali” ভারতের কোন রাজ্যের বিশেষ উৎসব?
আরো দেখে নাও : Googly Quiz – Set 2 । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর
৬. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে, বুম্বাই স্টক এক্সচেঞ্জে দিপাবলীর দিন একঘন্টা ট্রেডিং করে দীপাবলি পালন করে। এটি কী নামে পরিচিত?
৭. থাইল্যান্ডে দীপাবলি পালন করা হয় Lam Kriyongh নামে। এই সময় এখানে একটি বিশেষ গাছের পাতার তৈরি ল্যাম্প জ্বালানো হয়। কোন গাছের পাতা?
আরো দেখে নাও : বাংলা মিথোলজি – সেট ১৪
৮. সিংহ হল দেবী দুর্গার বাহন,ইঁদুর হল গণেশের বাহন,ষাড় হল শিবের বাহন । মানুষ কোন দেবতার বাহন?
৯. বাংলা ক্যালেন্ডার অনুসারে কোন মাসে দীপাবলি পালন করা হয়?
আরো দেখে নাও : বাংলা মিথোলজি – সেট ১৩
১০. ভারতের বাইরে কোন শহরে সবথেকে বড়ো ভাবে দীপাবলি পালন করা হয়?
আরো দেখে নাও : মহাবীর জয়ন্তী গুরুত্ব ও মহাবীর জৈন কুইজ
অক্ষয় তৃতীয়া – কিছু জানা অজানা তথ্য
To check our latest Posts - Click Here