General Knowledge Notes in Bengali
পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তালিকা – Universities of West Bengal
Important Universities of West Bengal
পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তালিকা – Universities of West Bengal
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় (Important Universities of West Bengal ) -এর তালিকা। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় গুলির স্থান ও স্থাপনাকাল দেওয়া রইলো ।
পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় তালিকা
পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয় কোন স্থানে অবস্থিত এবং সেটি কবে স্থাপিত হয়েছিল তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো।
বিশ্ববিদ্যালয় | স্থান | স্থাপনাকাল |
---|---|---|
কলকাতা বিশ্ববিদ্যালয় | কলেজ স্ট্রিট, কলকাতা | ১৯৫৭ |
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় | শান্তিনিকেতন, বীরভূম | ১৯৫১ |
যাদবপুর বিশ্ববিদ্যালয় | যাদবপুর, কলকাতা | ১৯৫৫ |
বর্ধমান বিশ্ববিদ্যালয় | রাজগঞ্জ, পূর্ব বর্ধমান | ১৯৬০ |
কল্যাণী বিশ্ববিদ্যালয় | কল্যাণী, নদীয়া | ১৯৬০ |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় | শিলিগুড়ি, দার্জিলিং | ১৯৬২ |
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় | দমদম, কলকাতা | ১৯৬২ |
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় | মোহনপুর, উত্তর ২৪ পরগনা | ১৯৭৪ |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় | রাঙামাটি, পশ্চিম মেদিনীপুর | ১৯৮১ |
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সাইন্স এন্ড টেকনোলজি (IIEST ) | শিবপুর,হাওড়া | ১৮৫৬ |
পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎসচাষ বিজ্ঞান বিশ্ববিদ্যালয় | মোহনপুর, উত্তর ২৪ পরগনা | ১৯৯৫ |
নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় | সল্টলেক, কলকাতা | ১৯৯৭ |
পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় | সল্টলেক, কলকাতা | ২০০০ |
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | কলকাতা | ২০০০ |
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় | পুন্ডিবাড়ি, কোচবিহার | ২০০১ |
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় | কলকাতা | ২০০৩ |
রামকৃষ্ণমিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় | বেলুড়, হাওড়া | ২০০৫ |
পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ( বারাসাত বিশ্ববিদ্যালয় ) | বারাসাত, উত্তর ২৪ পরগনা | ২০০৮ |
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় | রবীন্দ্রভবন, মালদহ | ২০০৮ |
আলিয়া বিশ্ববিদ্যালয় ( মহামেডান কলেজ ) | নিউ টাউন, কলকাতা | ২০০৮ |
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ( হিন্দু কলেজ ) | কলেজস্ট্রীট, কলকাতা | ২০১০ |
সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয় | পুরুলিয়া | ২০১০ |
টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় | সল্টলেক, কলকাতা | ২০১২ |
কাজী নজরুল বিশ্ববিদ্যালয় | আসানসোল, পশ্চিম বর্ধমান | ২০১২ |
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় | কোচবিহার | ২০১২ |
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় | দক্ষিণ ২৪ পরগনা | ২০১৩ |
বাঁকুড়া বিশ্ববিদ্যালয় | বাঁকুড়া | ২০১৪ |
অ্যাডামস বিশ্ববিদ্যালয় | বারাসাত, উত্তর ২৪ পরগনা | ২০১৪ |
জে আই এস বিশ্ববিদ্যালয় | আগরপাড়া, উত্তর ২৪ পরগনা | ২০১৪ |
নেওটিয়া বিশ্ববিদ্যালয় | সরিষা, দক্ষিণ ২৪ পরগনা | ২০১৫ |
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় | রায়গঞ্জ, উত্তর দিনাজপুর | ২০১৫ |
এরকম আরও কিছু নোটস এর লিংক নিচে দেওয়া রইলো ।
আরো দেখে নাও :
পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান | National Parks of West Bengal
পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তালিকা । Wildlife Sanctuary of West Bengal – PDF
ভূগোলের ৫০০ টি MCQ প্রশ্ন ও উত্তর – PDF ডাউনলোড
পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, ব্যস্ততম
পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা
Download Section
- File Name : পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তালিকা – Universities of West Bengal
- File Size : 787 KB
- No. of Pages : 02
- Format : PDF
- Language : Bengali
To check our latest Posts - Click Here