Daily Current Affairs in BengaliCurrent Affairs

Current Affairs Quiz in Bengali – নভেম্বর ২০২০ : ১ থেকে ৬

Current Affairs Quiz in Bengali - 1st - 6th November 2020

Current Affairs Quiz in Bengali – নভেম্বর ২০২০ : ১ থেকে ৬

দেওয়া রইলো ১ থেকে ৬ই নভেম্বর – ২০২০ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( Current Affairs Quiz in Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

দেখে নাও অক্টোবর মাসের শেষ  সপ্তাহের – এর ২৫টি বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, বিস্তারিত আলোচনা সহ । ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নাও সম্পূর্ণ অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF ফাইল ।

এরকম আরো পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো  ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।

বাংলা কুইজ ফেসবুক পেজ 

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স – অক্টোবর MCQ

১. ট্রেনগুলিতে মহিলা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় রেলওয়ে নিম্নলিখিত কোন উদ্যোগটি শুরু করেছে ? 

(A) মেরা দোস্ত
(B) মেরি সখী
(C) মেরা মিত্র
(D) মেরি সাহেলি

উত্তর :
(D) মেরি সাহেলি

রেলওয়ের সমস্ত জোনের যাত্রী সুরক্ষা নিশ্চিন্ত করতে RPF সম্প্রতি মেরি সাহেলি উদ্যোগ নিয়েছে ।


২. পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স (PUBLIC AFFAIRS INDEX 2020) অনুসারে কোন রাজ্য বৃহৎ রাজ্য গুলির মধ্যে “best governed state ” -এর তকমা পেয়েছে ?

(A) কেরালা
(B) তামিলনাড়ু
(C) গুজরাট
(D) অন্ধ্র প্রদেশ

উত্তর :
(A) কেরালা

PUBLIC AFFAIRS INDEX (2020)- এ বিভিন্ন বিভাগে রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির র‍্যাংক দেওয়া রইলো ।

RankLarge StatesPAI 2020 Index
1Kerala1.388
2Tamil Nadu0.912
3Andhra Pradesh0.531

 

RankSmall StatesPAI 2020 Index
1Goa1.745
2Meghalaya0.797
3Himachal Pradesh0.725

 

RankSmall StatesPAI 2020 Index
1Chandigarh1.057
2Puducherry0.520
3Lakshadweep0.003

৩. দূষণের অভিযোগের সমাধানের জন্য দিল্লি সরকার সম্প্রতি কোন অ্যাপ চালু করেছে ?

(A) Clean Delhi
(B) Clear Delhi
(C) Delhi Hariyali
(D) Green Delhi

উত্তর :
(D) Green Delhi

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি দূষণের অভিযোগের সমাধানের জন্য  Green Delhi অ্যাপটি চালু করেছে । এই অ্যাপ-এর সাহায্যে দিল্লির যে কোনো নাগরিক কোনো দূষণ সংক্রান্ত বিষয়/অভিযোগ সরকারের নজরে আনতে পারবে ।


৪. বিশ্বের দীর্ঘতম নিমজ্জনিত টানেল, ফেহমার্বেল্ট টানেল প্রস্তুতির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এটি নিম্নলিখিত কোন দেশদুটিকে যুক্ত করবে?

(A) ডেনমার্ক এবং সুইডেন
(B) ফিনল্যান্ড এবং সুইডেন
(C) ডেনমার্ক এবং জার্মানি
(D) স্পেন ও জার্মানি

উত্তর :
(C) ডেনমার্ক এবং জার্মানি

বিশ্বের দীর্ঘতম ডুবে যাওয়া টানেল ফেহার্নবেল্ট টানেলের কাজ শুরু হয়েছে, যা ডেনমার্ককে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০ মিটার নীচে জার্মানির সাথে সংযুক্ত করবে এবং ২০২৯ সালে প্রস্তুত হবে। এটি ১৮ কিলোমিটার দীর্ঘ হবে, বৃহত্তম ইউরোপীয় পরিকাঠামো প্রকল্পগুলির মধ্যে একটি এবং এর বাজেট ৭ বিলিয়ন ইউরোরও বেশি।


৫. দক্ষিণ ভারতের কোন টাইগার রিজার্ভ-এ বিলুপ্তপ্রায় প্রজাতির শকুনের অবশিষ্ট জনগোষ্ঠীর সুরক্ষা ও সংরক্ষণের জন্য একটি সেন্টার স্থাপন করা হতে চলেছে ?

(A) বন্দিপুর জাতীয় উদ্যান
(B) কানহা টাইগার রিজার্ভ
(C) বক্সা টাইগার রিজার্ভ
(D) মুদুমালাই টাইগার রিজার্ভ

উত্তর :
(D) মুদুমালাই টাইগার রিজার্ভ

মুদুমালাই টাইগার রিজার্ভ-এ বিলুপ্তপ্রায় প্রজাতির শকুনের অবশিষ্ট জনগোষ্ঠীর সুরক্ষা ও সংরক্ষণের জন্য একটি সেন্টার স্থাপন করা হতে চলেছে।


৬. গুয়াহাটি চা নিলাম কেন্দ্রে (Guwahati Tea Auction Centre ) আসামের এক বিরল প্রজাতির চা কেজি প্রতি কেজি কত টাকার রেকর্ড মূল্যে বিক্রি সম্প্রতি হয়েছে ?

(A) ৫০,০০০
(B) ৭০,০০০
(C) ৭৫,০০০
(D) ৮৫,০০০

উত্তর :
(C) ৭৫,০০০

গুয়াহাটি চা নিলাম কেন্দ্রে (Guwahati Tea Auction Centre ) আসামের বিরল প্রজাতির চা “মনোহরি সোনালী চা” ৭৫,০০০ প্রতি কেজি দরে সম্প্রতি বিক্রি হয়ে রেকর্ড স্থাপন করেছে ।


৭. সুপার সাইক্লোন গনি সম্প্রতি কোন দেশে আছড়ে পড়েছে ?

(A) থাইল্যান্ড
(B) ভিয়েতনাম
(C) কম্বোডিয়া
(D) ফিলিপিন্স

উত্তর :
(D) ফিলিপিন্স

সম্প্রতি ফিলিপিন্স-এ আছড়ে পরে সুপার সাইক্লোন গনি ।  এই সাইক্লোনের প্রভাবে ৪ জন নিহত হয়েছে ।


৮. মধ্যপ্রদেশ রাজ্যের প্রতিষ্ঠা দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) নভেম্বর ১
(B) নভেম্বর ২
(C) নভেম্বর ৩
(D) নভেম্বর ৪

উত্তর :
(A) নভেম্বর ১

২০২০ সালের ১লা নভেম্বর মধ্যপ্রদেশ রাজ্যের ৬৫তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো।

দেখে নাও বিভিন্ন রাজ্যের রাজ্য দিবসের তালিকা – Click Here 


৯. কেরালার সরকারের সর্বোচ্চ সাহিত্য সম্মান এজুথাচান পুরস্কার (Ezhuthachan Puraskaram )-এর  জন্য ২০২০ সালে কে নির্বাচিত হয়েছেন?

(A) পল জাকারিয়া
(B) আদুর গোপালকৃষ্ণন
(C) মামুটি
(D) কে রবীন্দ্রনাথ নায়ার

উত্তর :
(A) পল জাকারিয়া

বিশিষ্ট মালায়ালাম লেখক পল জাখারিয়াকে কেরালার সরকারের সর্বোচ্চ সাহিত্যের সম্মান এজুথাচান পুরস্করামের জন্য বেছে নেওয়া হয়েছে ২০২০ সালে।


১০. ২০২০ সালের নভেম্বর মাসে কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরি তার কততম স্বাধীনতা দিবস পালন করলো ?

(A) ৬০
(B) ৬৫
(C) ৬৬
(D) ৬০

উত্তর :
(C) ৬৬

১৯৫৪ সালের ১লা নভেম্বর পুদুচেরি ফরাসি উপনিবেশবাদ থেকে মুক্তি পেয়েছিলো ।


১১. “Women’s T20 Challenge 2020 ” এর স্পনসর হিসেবে সম্প্রতি ঘোষিত হয়েছে 

(A) Puma
(B) Reliance Jio
(C) Reebok
(D) Airtel

উত্তর :
(B) Reliance Jio

Board of Control for Cricket in India (BCCI) সম্প্রতি Reliance Jio কে “Women’s T20 Challenge 2020 ” এর স্পনসর হিসেবে ঘোষণা করেছে ।


১২. টি. এন. কৃষ্ণান ২০২০ সালের নভেম্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । তিনি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত ছিলেন?

(A) গিটার
(B) ট্রামফেট
(C) স্যাক্সোফোন
(D) ভায়োলিন

উত্তর :
(D) ভায়োলিন

টি. এন. কৃষ্ণান ছিলেন  একজন বিখ্যাত বেহালা ( ভায়োলিন ) বাদক। ১৯৯২ সালে তিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন ।


১৩. সম্প্ৰীত মিশন সাগর-২ এর অধীনে কোন ভারতীয় নৌ জাহাজ সুদানে পৌঁছলো ?

(A) শিবালিক
(B) ঐরাবত
(C) বিরাট
(D) জলসা

উত্তর :
(B) ঐরাবত

মিশন সাগর-২ এর অধীনে আইএনএস ঐরাবত সুদান, দক্ষিণ সুদান, জিবুতি এবং ইরিত্রিয়ায় খাদ্য সহায়তা দেবে।


১৪. কে ২০২০ সালের নভেম্বরে টানা তৃতীয়বারের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে  (US House of Representatives ) পুনর্নির্বাচিত হয়েছেন?

(A) কুনাল বাহল
(B) শ্যাম শ্রীনিবাসন
(C) রাজা কৃষ্ণমূর্তি
(D) সন্দীপ বক্সী

উত্তর :
(C) রাজা কৃষ্ণমূর্তি

২০১৬ সালে প্রথমবারের জন্য রাজা কৃষ্ণমূর্তি মার্কিন প্রতিনিধি পরিষদে  (US House of Representatives ) নির্বাচিত হয়েছিলেন ।


১৫.  “Pandomanium: The Great Indian Banking Tragedy” – শীর্ষক বইটি লিখেছেন 

(A) তমাল বন্দ্যোপাধ্যায়
(B) রাহুল বাজাজ
(C) তপন সিংহেল
(D) শশী থারুর

উত্তর :
(A) তমাল বন্দ্যোপাধ্যায়

৯ই নভেম্বর বইটি প্রকাশ পেতে চলেছে ।


১৬. ২০২০ সালের নভেম্বরে, ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (Airports Authority of India ) কত বছরের লিজ (lease )এ  লখনউ বিমানবন্দরটি আদানী গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে ?

(A) ২৫
(B) ৪৫
(C) ৫০
(D) ৭৫

উত্তর :
(C) ৫০

২০২০ সালের নভেম্বরে, ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (Airports Authority of India ) ৫০ বছরের লিজ (lease )এ  লখনউ বিমানবন্দরটি আদানী গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে । প্রসঙ্গত, ম্যাঙ্গালোর বিমানবন্দরটিও ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এই গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে ।


১৭. ২০২০ সালের ১০ থেকে ৩০ ভেম্বর পর্যন্ত কোন রাজ্য পটকা বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে?

(A) আসাম
(B) গুজরাট
(C) ওড়িশা
(D) পাঞ্জাব

উত্তর :
(C) ওড়িশা

১৮. কোন শহরের পৌর কর্পোরেশন প্লাস্টিকের বর্জ্যের ঝুঁকির বিরুদ্ধে লড়াই করতে এবং COVID  বিস্তারকে ধরে রাখতে ‘প্লাস্টিক লাও মাস্ক লে জাও’ নামে একটি উদ্যোগ নিয়েছে?

(A) দেরাদুন
(B) জয়পুর
(C) ভাটিন্ডা
(D) কলকাতা

উত্তর :
(A) দেরাদুন

দেরাদুন পৌর কর্পোরেশন সম্প্রতি  ‘প্লাস্টিক লাও মাস্ক লে জাও’ নামক অভিনব উদ্যোগ নিয়েছে ।


১৯. পান্না জাতীয় উদ্যানটি ২০২০ সালের নভেম্বরে ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষিত করেছে। নিচের কোন রাজ্যে এটি অবস্থিত?

(A) অন্ধ্র প্রদেশ
(B) বিহার
(C) ঝাড়খণ্ড
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(D) মধ্য প্রদেশ

পান্না জাতীয় উদ্যান মধ্য প্রদেশে অবস্থিত।


২০. ২০২০ সালের নভেম্বর মাসে সতীশ প্রসাদ সিংহ প্রয়াত হয়েছেন । তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?

(A) বিহার
(B) গুজরাট
(C) রাজস্থান
(D) কর্ণাটক

উত্তর :
(A) বিহার

সতীশ প্রসাদ সিংহ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি মাত্র ৫ দিনের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ।


২১. বিশ্ব সুনামি সচেতনতা দিবস কখন পালন করা হয়?

(A) নভেম্বর ২
(B) নভেম্বর ৩
(C) নভেম্বর ৪
(D) নভেম্বর ৫

উত্তর :
(D) নভেম্বর ৫

২০১৫ সালে ৫ নভেম্বর দিনটিকে বিশ্ব সুনামি সচেতনতা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।


২২. ২০২০ সালের নভেম্বরে পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট EOS01 উৎক্ষেপণ করতে চলেছে নিচের কোন সংস্থা ?

(A) ISRO
(B) NASA
(C) Roscosmos
(D) ESA

উত্তর :
(A) ISRO

PSLV-C49 থেকে এই পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট EOS01 উৎক্ষেপণ করতে চলেছে ISRO।


২৩. কোন দেশের রাষ্ট্রপতি জন মাগুফুলি দ্বিতীয় বারের জন্য সম্প্রতি শপথ গ্রহণ করলেন ?

(A) কেনিয়া
(B) তানজানিয়া
(C) উগান্ডা
(D) ইথিওপিয়া

উত্তর :
(B) তানজানিয়া

সম্প্রতি দ্বিতীয় বারের জন্য তানজানিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন জন পম্বে মাগুফুলি।


২৪. প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম কোন দেশ প্রস্থান করলো ?

(A) জাপান
(B) চীন
(C) ব্রিটেন
(D) যুক্তরাষ্ট্র

উত্তর :
(D) যুক্তরাষ্ট্র

প্যারিস চুক্তিটি ৪ নভেম্বর, ২০১৬ সালে কার্যকর হয়েছিল এবং ১৮৯ টি দেশ এটি গ্রহণ করেছিল। সম্প্রতি এই চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বেরিয়ে এলো।


২৫. উইলিয়াম রিড বিজনেস মিডিয়া অনুসারে ২০২০ সালের বিশ্বের শ্রেষ্ঠ বার হলো – 

(A) Dante
(B) Connaught
(C) The Clumsies
(D) Floreria Atlantico

উত্তর :
(B) Connaught

লন্ডনের স্টাইলিশ হোটেল লাউঞ্জ Connaught সম্প্রতি বিশ্বের সেরা বার হিসাবে মনোনীত হয়েছে । দ্বিতীয় স্থানে রয়েছে Dante ।


২৬. Syska গ্রুপ এর ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন

(A) অমিতাভ বচ্চন
(B) আলিয়া ভাট
(C) রাজকুমার রাও
(D) অনুপম খের

উত্তর :
(C) রাজকুমার রাও

প্রসিদ্ধ ইলেক্ট্রনিক্স কোম্পানি Syska গ্রুপ এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত হলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও ।


২৭. কোন চলচ্চিত্র পরিচালক সম্প্রতি JC Daniel পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ?

(A) অনুরাগ কাশ্যপ
(B) রাজামুন্দ্রি
(C) আদিত্য পুরি
(D) হরিহরণ

উত্তর :
(D) হরিহরণ

মালায়ালম চলচিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য এই সম্মানে সম্মানিত হয়েছেন পরিচালক হরিহরণ।


২৮. আমেরিকা যুক্তরাষ্ট্র ও কোন দেশের নৌবাহিনীর মধ্যে সম্প্রতি CARAT ( Cooperation Afloat Readiness and Training ) 2020 নামক নৌ-অনুশীলন শুরু হলো ?

(A) ভারত
(B) বাংলাদেশ
(C) শ্রীলংকা
(D) জাপান

উত্তর :
(B) বাংলাদেশ

বঙ্গোপসাগরে এই সামরিক নৌ-মহড়া আমেরিকা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শুরু হলো ।


২৯. নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী ভারতের কোন অফিসারকে “জেনারেল অফ দি নেপালি আর্মি” সম্মানে সম্মানিত করলেন ?

(A) করমবীর সিং
(B) বিপিন রাওয়াত
(C) মনোজ মুকুন্দ নারাভানে
(D) দলবীর সিং

উত্তর :
(C) মনোজ মুকুন্দ নারাভানে

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে কে এই সম্মানে সম্মানিত করা হয়েছে।


৩০. দেশের প্রথম সোলার-পাওয়ারড মিনিয়েচার ট্রেন সম্প্রতি কোন রাজ্যে চালু করা হলো ?

(A) পশ্চিমবঙ্গ
(B) কেরালা
(C) কর্ণাটক
(D) তামিলনাড়ু

উত্তর :
(B) কেরালা

কেরালাতে এই সোলার-পাওয়ারড মিনিয়েচার ট্রেনটির উদ্বোধন করলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন


আরো দেখে নাও

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে 

নোবেল পুরস্কার -২০২০ | Nobel Prize 2020

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ pdf | সাম্প্রতিকী

এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam

প্রণব মুখোপাধ্যায় –  কিছু জানা অজানা তথ্য

কমন এলিজিবিলিটি টেস্ট | ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি

জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download

বিভিন্ন সূচকে ভারতের র‌্যাঙ্কিং – ২০২০ । Rank of India

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button