Geography GK in Bengali
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভূগোলের ১০টি MCQ প্রশ্ন ও উত্তর ( Geography GK in Bengali ) ।
Geography GK MCQ in Bengali
BanglaQuiz Question ID : 2456
১. ইউরোপের দীর্ঘতম নদীটির নাম
(A) দানিয়ুব
(B) ভল্গা
(C) টেসম
(D) রাইন
BanglaQuiz Question ID : 2460
২. পৃথিবীর আনুমানিক গড় ঘনত্ব হলো প্রায় _____ গ্রাম / ঘন সেমি ।
(A) ৫.৫১
(B) ৭.৯১
(C) ৩.৩১
(D) ৭.৭১
BanglaQuiz Question ID : 2464
৩. তিব্বতে কোন নদী ‘সাং পো’ এবং বাংলাদেশে ‘যমুনা’ নামে পরিচিত ?
(A) সিন্ধু
(B) গোদাবরী
(C) তাপ্তি
(D) ব্রহ্মপুত্র
BanglaQuiz Question ID : 2466
৪. কোনটির লবণাক্ততা সবচেয়ে বেশি ?
(A) গ্রেট সল্ট লেক
(B) ডেড সি
(C) রেড সি
(D) লেক ভ্যান
BanglaQuiz Question ID : 2501
৫. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো
(A) ধূপগড়
(B) অমরকণ্টক
(C) কালসুৱাই
(D) কোনটিই নয়
BanglaQuiz Question ID : 2502
৬. মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় অধিবাসীরা বলে
(A) অষ্টমুদি
(B) নাদ
(C) কয়াল
(D) চিল্কা
BanglaQuiz Question ID : 2503
৭. মালনাদ কথাটির অর্থ
(A) সমভূমির দেশ
(B) মালভূমির দেশ
(C) পাহাড়ি দেশ
(D) বালুকাময় দেশ
BanglaQuiz Question ID : 2504
৮. “প্রাচ্যের নন্দনকানন” বলা হয়
(A) কাশ্মীর উপত্যকাকে
(B) দেরাদুন উপত্যকাকে
(C) কাংড়া উপত্যকাকে
(D) কুলু উপত্যকাকে
BanglaQuiz Question ID : 2505
৯. নিচের কোনটি ঠিক নয় ?
(A) কটক – মহানদী
(B) দিল্লি – যমুনা
(C) হরিদ্বার – গঙ্গা
(D) আগ্রা – গঙ্গা
BanglaQuiz Question ID : 2506
১০. নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েছে ?
(A) কাবেরী
(B) নর্মদা
(C) সবরমতি
(D) তাপ্তী
To check our latest Posts - Click Here