কুইজের প্রশ্ন-উত্তর
বন্ধুরা তোমাদের জন্য দেওয়া রইলো বাছাই করা ১০ টি কুইজের প্রশ্ন-উত্তর ।
১. ল্যাটিন ভাষা থেকে আসা এই শব্দের অর্থ বিষ বা সর্পবিষ।ল্যাটিন ভাষায় এই শব্দ নেওয়া হয়েছে সংস্কৃতের শব্দ থেকে, সংস্কৃতে যার অর্থ বিষ।কোন শব্দ?
২. শ্যাম দেশ এর বর্তমান নাম কী?
৩. কোন প্রাণীর মস্তিষ্কে হৃদয় থাকে?
৪. কোন দেশকে খালের দেশ বলা হয়?
৫. লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
৬. গিরি জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
৭. ২০২০ সালে রজার পেনরোজ কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার অর্জন করলেন?
আরো দেখে নাও : [ নোবেল পুরস্কার – ২০২০ | Nobel Prize 2020 । PDF ]
৮. “A Song of India” বইটির লেখক কে?
৯. বিশ্ব পোলিও দিবস কবে পালন করা হয়?
আরো দেখে নাও : [ বিশ্ব পোলিও দিবস – ২৪শে অক্টোবর । World Polio Day ]
১০. করোনা ভাইরাস সংক্রমণ রুখতে কোন দেশ “নো মাস্ক,নো সার্ভিস” পলিসি গ্রহণ করলো?
আরো দেখে নাও :
বাংলা কুইজ – সেট ১৭০ – কুইজ প্রতিযোগিতার প্রশ্ন
To check our latest Posts - Click Here