General Knowledge Notes in BengaliNotes

গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক তালিকা

List of Important Inventions & Discoveries

গুরত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক তালিকা

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক -এর  তালিকা।কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছিলেন তার একটি সুন্দর তালিকা দেওয়া রইলো।

কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছিলেন

আবিষ্কারআবিস্কারক
 অক্সিজেন জোসেফ প্রিস্টলি
 অণুবীক্ষণ যন্ত্র জনসন
 আণবিক বোমা অটো হান
 ইথার লং
 ইলেকট্রন জে জে টমসন
 ইস্পাত রোসেমার
 এক্স রেউইলহেম রন্টজেন
 এয়ার কন্ডিশনার ডব্লিউ এইচ ক্যারিয়ার
 এরোপ্লেন রাইট ভ্রাতৃদ্বয়
 ওয়াশিং মেশিন হারলি কোম্পানি
 ওয়্যারলেস টেলর ও ইয়ং
 কম্পিউটার চার্লস ব্যারেজ
 কলেরার জীবাণু রবার্ট কচ
 কাচ আগসবারগ
 কালাজ্বরের ওষুধ উপেন্দ্র নাথ ব্রহ্মচারী
 কুষ্ঠের জীবাণু হ্যানসেন
 ক্যান্সারের প্রতিষেধক ডা. ফুডা ফোকম্যান
 ক্যামেরা ইস্টম্যান কোডাক
 ক্যালকুলেটর উইলহেম লিবানিজ
 ক্রেস্ক্রোগ্রাফ জগদীশ চন্দ্র বসু
 ক্রোনোমিটার জিন হ্যারিসন
 ক্লোরোফর্ম জেমস  সিম্পসন
 খনির আলো হামফ্রে ডেভি
 গতির সুত্র আইজ্যাক নিউটন
মহাকর্ষ আইজ্যাক নিউটন
 গাড়ি নিকোলাস ক্যানট
 গ্যাসের আলো মারডক
 গ্রামোফোন আলভা এডিসন
 চশমা স্পিনা
 জলাতঙ্কের টিকা লুই পাস্তুর
 টকি মেশিন আলভা এডিসন
 টাইপ রাইটার পেলেগ্রিন ট্যারি
 টাইফয়েড জীবাণু আলবার্ট গ্যাফকি
 টায়ার বয়েন্ড ডানলপ
 টেপ রেকর্ডার ডলমেয়ার
 টেরামাইসিন ফিনলে
 টেলিগ্রাফ স্যামুয়েল মোর্স
 টেলিফোন গ্রাহাম বেল
 টেলিভিশন জন বেয়ারড
 টেলিস্কোপ লিপারসে
 ট্রাক্টর ফ্রয়েলিচ
 ডায়নামো পিকিনোত্তি
 ডি. ডি. টি পল মূলার
 ডিনামাইট আলফ্রেড নোবেল
 ডুবো জাহাজ ডেভিশ বুশনেল
 থার্মোমিটার গালিলিয়ও গ্যালিলি
 দূরবীক্ষণ গালিলিয় গালিলি
 দেশলাই জন ওয়াকার
 নাইলন ডঃ ওয়ারলেস ও ক্যারথারস
 ন্যাপথলিন গার্ডেন
 পেট্রোল ইঞ্জিন নিকলাস অটো
 পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং
 পেন্ডুলাম হিউকেনেস
 পোলিও টিকা জোনাস সক
 প্যারাসুট এ. জে. গারনেরিন
 প্রেসার কুকার রবার্ট বয়েল
 প্লবতা আর্কিমিডিস
 ফনোগ্রাফ আলভা এডিসন
 ফাউন্টেন পেন ওয়াটার ম্যান
 বংশগতির সূত্র গ্রেগর মেন্ডেল
 বল পেন জন. জে. লাউড
 বসন্তরোগের টিকা ডাঃ জেনার
 বাই সাইকেল ম্যাকমিলান
 বায়ুনিস্কাশন যন্ত্র অটোভন গেরিক
 বার্নার রবার্ট বুনসেন
 বাল্ব আলভা এডিসন
 বিদ্যুৎ উইলিয়াম গিলবারট
 বেলুন জ্যাকুইস  জোসেফ মন্ট্যাল
 ব্যাকটেরিয়া লিউয়েন হুক
 ব্যাটারি এলোসান্ডো ভোল্ট
 ব্যারোমিটার টরেসেলি
 ব্রেইল প্রণালী লুই ব্রেইল
 ব্লেড কিং জিলেট
 ভাইরাস দিমিত্রি ইভানোভস্কি
 মাইক্রোফোন বর্ণিলর
 মাইক্রোস্কোপ জ্যানসেন
 মাধ্যাকর্ষণ তত্ত্ব আইজ্যাক নিউটন
 মুদ্রণ যন্ত্র গুটেনবার্গ
 মোটর গাড়ি কার্ল বেনজ
 মোটর সাইকেল জি ডেমলার
 মোবাইল ডঃ মারতিন কুপার
 যুদ্ধের ট্যাংক সুইট নস
 রক্ত সঞ্চালন উইলিয়াম হারভে
 রক্তের গ্রুপ কার্ল ল্যান্ডস্টেইনার
 রবার চার্লস ম্যাকিনটোস
 রিভালবার স্যামুয়েল কোল্ট
 রেডিয়াম পিয়ের কুরি
 রেডিও মারকনি
 রেফ্রিজারেটর জেমস হ্যারিসন
 শর্টহ্যান্ড  আইজ্যাক পিটম্যান
 সিনেমা আলভা এডিসন
 সিমেন্ট জোসেফ আম্পডিন
 সেফটিপিন ওয়াটার হাল্ট
 সেলাইকল ইলিয়াম হো
 সৌরজগৎ কোপার্নিকাস
 স্টিম ইঞ্জিন জেমস ওয়াট
 স্টেথোস্কোপ রেনী লেনেক
 হাইড্রোজেন হেনরি ক্যাভেন্ডিস
 হাতঘড়ি ম্যানফ্রেডি
 হোমিওপ্যাথি স্যামুয়েল হ্যানিম্যান
list of inventions and inventors

আরো দেখে নাও :

৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )

বিভিন্ন ধাতু-সংকর ও তাদের ব্যবহার | সংকর ধাতু । List of Important Alloys and their Uses

SI পদ্ধতিতে বিভিন্ন ভৌত রাশির একক 

প্রশ্নোত্তরে বিজ্ঞান

আবিষ্কার ও আবিষ্কর্তা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

অক্সিজেন আবিষ্কার করেন কে?

অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলি।

হাইড্রোজেন আবিষ্কার করেন কে ?

হেনরি ক্যাভেন্ডিস

ইউরিয়া কে আবিষ্কার করেন ?

জার্মান রসায়নবিদ ফ্রিডরিশ ভোলার ইউরিয়া আবিষ্কার করেন।

দেশলাই কে আবিষ্কার করেন?

দেশলাই আবিষ্কার করেন জন ওয়াকার।

এক্স-রশ্মি আবিষ্কার করেন কে?

এক্স-রশ্মি আবিষ্কার করেন উইলহেম কোনার্ড রন্টজেন।

রেডিয়াম কে আবিষ্কার করেন?

মেরী কুরি ও তার স্বামী পিয়েরে কুরি রেডিয়াম আবিষ্কার করেছিলেন।

থার্মোমিটার কে আবিষ্কার করেন?

১৭১৪ সালে ড্যানিয়েল গ্যারিয়েল ফারেনহাইট পারদ থার্মোমিটার আবিষ্কার করেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button