General Knowledge Notes in BengaliNotes
গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক তালিকা
List of Important Inventions & Discoveries
গুরত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক তালিকা
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক -এর তালিকা।কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছিলেন তার একটি সুন্দর তালিকা দেওয়া রইলো।
কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছিলেন
আবিষ্কার | আবিস্কারক |
---|---|
অক্সিজেন | জোসেফ প্রিস্টলি |
অণুবীক্ষণ যন্ত্র | জনসন |
আণবিক বোমা | অটো হান |
ইথার | লং |
ইলেকট্রন | জে জে টমসন |
ইস্পাত | রোসেমার |
এক্স রে | উইলহেম রন্টজেন |
এয়ার কন্ডিশনার | ডব্লিউ এইচ ক্যারিয়ার |
এরোপ্লেন | রাইট ভ্রাতৃদ্বয় |
ওয়াশিং মেশিন | হারলি কোম্পানি |
ওয়্যারলেস | টেলর ও ইয়ং |
কম্পিউটার | চার্লস ব্যারেজ |
কলেরার জীবাণু | রবার্ট কচ |
কাচ | আগসবারগ |
কালাজ্বরের ওষুধ | উপেন্দ্র নাথ ব্রহ্মচারী |
কুষ্ঠের জীবাণু | হ্যানসেন |
ক্যান্সারের প্রতিষেধক | ডা. ফুডা ফোকম্যান |
ক্যামেরা | ইস্টম্যান কোডাক |
ক্যালকুলেটর | উইলহেম লিবানিজ |
ক্রেস্ক্রোগ্রাফ | জগদীশ চন্দ্র বসু |
ক্রোনোমিটার | জিন হ্যারিসন |
ক্লোরোফর্ম | জেমস সিম্পসন |
খনির আলো | হামফ্রে ডেভি |
গতির সুত্র | আইজ্যাক নিউটন |
মহাকর্ষ | আইজ্যাক নিউটন |
গাড়ি | নিকোলাস ক্যানট |
গ্যাসের আলো | মারডক |
গ্রামোফোন | আলভা এডিসন |
চশমা | স্পিনা |
জলাতঙ্কের টিকা | লুই পাস্তুর |
টকি মেশিন | আলভা এডিসন |
টাইপ রাইটার | পেলেগ্রিন ট্যারি |
টাইফয়েড জীবাণু | আলবার্ট গ্যাফকি |
টায়ার | বয়েন্ড ডানলপ |
টেপ রেকর্ডার | ডলমেয়ার |
টেরামাইসিন | ফিনলে |
টেলিগ্রাফ | স্যামুয়েল মোর্স |
টেলিফোন | গ্রাহাম বেল |
টেলিভিশন | জন বেয়ারড |
টেলিস্কোপ | লিপারসে |
ট্রাক্টর | ফ্রয়েলিচ |
ডায়নামো | পিকিনোত্তি |
ডি. ডি. টি | পল মূলার |
ডিনামাইট | আলফ্রেড নোবেল |
ডুবো জাহাজ | ডেভিশ বুশনেল |
থার্মোমিটার | গালিলিয়ও গ্যালিলি |
দূরবীক্ষণ | গালিলিয় গালিলি |
দেশলাই | জন ওয়াকার |
নাইলন | ডঃ ওয়ারলেস ও ক্যারথারস |
ন্যাপথলিন | গার্ডেন |
পেট্রোল ইঞ্জিন | নিকলাস অটো |
পেনিসিলিন | আলেকজান্ডার ফ্লেমিং |
পেন্ডুলাম | হিউকেনেস |
পোলিও টিকা | জোনাস সক |
প্যারাসুট | এ. জে. গারনেরিন |
প্রেসার কুকার | রবার্ট বয়েল |
প্লবতা | আর্কিমিডিস |
ফনোগ্রাফ | আলভা এডিসন |
ফাউন্টেন পেন | ওয়াটার ম্যান |
বংশগতির সূত্র | গ্রেগর মেন্ডেল |
বল পেন | জন. জে. লাউড |
বসন্তরোগের টিকা | ডাঃ জেনার |
বাই সাইকেল | ম্যাকমিলান |
বায়ুনিস্কাশন যন্ত্র | অটোভন গেরিক |
বার্নার | রবার্ট বুনসেন |
বাল্ব | আলভা এডিসন |
বিদ্যুৎ | উইলিয়াম গিলবারট |
বেলুন | জ্যাকুইস জোসেফ মন্ট্যাল |
ব্যাকটেরিয়া | লিউয়েন হুক |
ব্যাটারি | এলোসান্ডো ভোল্ট |
ব্যারোমিটার | টরেসেলি |
ব্রেইল প্রণালী | লুই ব্রেইল |
ব্লেড | কিং জিলেট |
ভাইরাস | দিমিত্রি ইভানোভস্কি |
মাইক্রোফোন | বর্ণিলর |
মাইক্রোস্কোপ | জ্যানসেন |
মাধ্যাকর্ষণ তত্ত্ব | আইজ্যাক নিউটন |
মুদ্রণ যন্ত্র | গুটেনবার্গ |
মোটর গাড়ি | কার্ল বেনজ |
মোটর সাইকেল | জি ডেমলার |
মোবাইল | ডঃ মারতিন কুপার |
যুদ্ধের ট্যাংক | সুইট নস |
রক্ত সঞ্চালন | উইলিয়াম হারভে |
রক্তের গ্রুপ | কার্ল ল্যান্ডস্টেইনার |
রবার | চার্লস ম্যাকিনটোস |
রিভালবার | স্যামুয়েল কোল্ট |
রেডিয়াম | পিয়ের কুরি |
রেডিও | মারকনি |
রেফ্রিজারেটর | জেমস হ্যারিসন |
শর্ট | হ্যান্ড আইজ্যাক পিটম্যান |
সিনেমা | আলভা এডিসন |
সিমেন্ট | জোসেফ আম্পডিন |
সেফটিপিন | ওয়াটার হাল্ট |
সেলাইকল | ইলিয়াম হো |
সৌরজগৎ | কোপার্নিকাস |
স্টিম ইঞ্জিন | জেমস ওয়াট |
স্টেথোস্কোপ | রেনী লেনেক |
হাইড্রোজেন | হেনরি ক্যাভেন্ডিস |
হাতঘড়ি | ম্যানফ্রেডি |
হোমিওপ্যাথি | স্যামুয়েল হ্যানিম্যান |
আরো দেখে নাও :
৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )
বিভিন্ন ধাতু-সংকর ও তাদের ব্যবহার | সংকর ধাতু । List of Important Alloys and their Uses
SI পদ্ধতিতে বিভিন্ন ভৌত রাশির একক
আবিষ্কার ও আবিষ্কর্তা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
অক্সিজেন আবিষ্কার করেন কে?
অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলি।
হাইড্রোজেন আবিষ্কার করেন কে ?
হেনরি ক্যাভেন্ডিস
ইউরিয়া কে আবিষ্কার করেন ?
জার্মান রসায়নবিদ ফ্রিডরিশ ভোলার ইউরিয়া আবিষ্কার করেন।
দেশলাই কে আবিষ্কার করেন?
দেশলাই আবিষ্কার করেন জন ওয়াকার।
এক্স-রশ্মি আবিষ্কার করেন কে?
এক্স-রশ্মি আবিষ্কার করেন উইলহেম কোনার্ড রন্টজেন।
রেডিয়াম কে আবিষ্কার করেন?
মেরী কুরি ও তার স্বামী পিয়েরে কুরি রেডিয়াম আবিষ্কার করেছিলেন।
থার্মোমিটার কে আবিষ্কার করেন?
১৭১৪ সালে ড্যানিয়েল গ্যারিয়েল ফারেনহাইট পারদ থার্মোমিটার আবিষ্কার করেন।
To check our latest Posts - Click Here