কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ pdf | সাম্প্রতিকী
Current Affairs - October 2020 - PDF
কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ – MCQ
১৬১. Luis Arce কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ?
(A) বলিভিয়া
(B) প্যারাগুয়ে
(C) ব্রাজিল
(D) পেরু
সম্প্রতি বলিভিয়ার রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন Luis Arce ।
১৬২. ফোর্বস দ্বারা প্রকাশিত চতুর্থ বার্ষিক “World’s Best Employer 2020” তালিকায় কোন PSU ভারতীয় PSU গুলির মধ্যে প্রথম স্থান অর্জন করেছে?
(A) NTPC
(B) ONGC
(C) BPCL
(D) IOCL
১৬৩. “Bye Bye Corona” বইটি কে লিখেছেন?
(A) ডঃ প্রদীপ শ্রীবাস্তব
(B) অবনী যোশী
(C) মুকুন্দ কাশ্যপ
(D) সুধা মূর্তি
১৬৪. সম্প্রতি কোন দেশ “নো মাস্ক, নো সার্ভিস” নীতি গ্রহণ করেছে?
(A) ভারত
(B) নেপাল
(C) বাংলাদেশ
(D) জার্মানি
১৬৫. ২০২০ সালের ইউনাইটেড নেশনস গ্লোবাল অ্যাকশন অ্যাওয়ার্ড প্রাপকের নাম কি?
(A) Greenpeace
(B) Greta Thunberg
(C) National Oceanic and Atmospheric Administration
(D) Global Himalayan Expedetion
১৬৬. আসান জলাভূমি সম্প্রতি রামসার সাইট তকমা পেয়েছে| এটি কোন রাজ্যের প্রথম রামসার সাইট?
(A) উত্তরপ্রদেশ
(B) উত্তরাখন্ড
(C) আসাম
(D) হিমাচলপ্রদেশ
১৬৭. ভারতের কোন বায়োস্ফেয়ার রিজার্ভ টি সম্প্রতি “ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফেয়ার রিজার্ভ” এ অন্তর্ভুক্ত হয়েছে?
(A) নন্দাদেবী বায়োস্ফেয়ার রিজার্ভ
(B) পান্না বায়োস্ফেয়ার রিজার্ভ
(C) কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফেয়ার রিজার্ভ
(D) সুন্দরবন বায়োস্ফেয়ার রিজার্ভ
১৬৮. FATF এর সিদ্ধান্ত অনুযায়ী নিম্নের কোন দেশ ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গ্রে-লিস্ট এ থাকবে?
(A) সিরিয়া
(B) সুদান
(C) ইরান
(D) পাকিস্তান
১৬৯. ২০২০ সালের Vigilance Awareness Week এর থিম কি?
(A) সতর্ক থাকুন, সাবধান থাকুন
(B) সতর্ক ভারত, সাবধান ভারত
(C) সতর্ক ভারত, সমৃদ্ধ ভারত
(D) সতর্ক ভারত, সশক্ত ভারত
১৭০. নাসার কোন অবজার্ভেটরি সম্প্রতি চাঁদে জলের কণার সন্ধান পেয়েছে?
(A) MARINA
(B) SOFIA
(C) ASTROSAT
(D) MOON
SOFIA – Stratospheric Observatory for Infrared Astronomy
[ আরো দেখে নাও : রাষ্ট্রীয় একতা দিবস – ৩১শে অক্টোবর । National Unity Day ]
১৭১. ২৪তম মালাবার মহড়া তে ভারত, আমেরিকা এবং জাপানের সাথে আর কোন দেশ অংশগ্রহণ করতে চলেছে?
(A) সিঙ্গাপুর
(B) ফ্রান্স
(C) চিন
(D) অস্ট্রেলিয়া
১৭২. ফর্মুলা ওয়ান পর্তুগিজ গ্রাঁপি জিতলেন কে?
(A) ভালতেরি বোত্তাস
(B) লুইস লেক্রেক
(C) লুইস হ্যামিল্টন
(D) মাইকেল শুমাখার
১৭৩. ভারতের প্রথম Sand Dune পার্ক গড়ে উঠতে চলেছে কোন রাজ্যে?
(A) গুজরাট
(B) রাজস্থান
(C) তামিলনাড়ু
(D) গোয়া
Download Current Affairs MCQ for October 2020 – Click Here
Download Current Affairs One Liners for October 2020 – Click Here
To check our latest Posts - Click Here