Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ pdf | সাম্প্রতিকী

Current Affairs - October 2020 - PDF

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ – MCQ

১২১. প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY) এর বাস্তবায়নে দেশের মধ্যে কোন জেলা শীর্ষে রয়েছে? 

(A) বিজাপুর
(B) মান্ডি
(C) পালাক্কাদ
(D) লাদাখ

উত্তর :
(B) মান্ডি

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY) এর বাস্তবায়নে দেশের মধ্যে শীর্ষে রয়েছে হিমাচল প্রদেশের জেলা মান্ডি ।


১২২. ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন(ILO) এর পরিচালন সমিতি এর চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হলেন কে? 

(A) রাজীব কুমার
(B) অপূর্ব চন্দ্র
(C) বিজয় কুমার
(D) অজয় কুমার ভাল্লা

উত্তর :
(B) অপূর্ব চন্দ্র

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন(ILO) এর পরিচালন সমিতি এর চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হলেন অপূর্ব চন্দ্র।


১২৩. সম্প্রতি পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি অতিকায় বোমা বিস্ফোরিত হল। বোমা টির নাম কি? 

(A) ফ্যাট ম্যান
(B) টল বয়
(C) স্মল ম্যান
(D) লিটল বয়

উত্তর :
(B) টল বয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন নিক্ষেপিত এই টল বয় বোমাটিকে পোল্যান্ডের আধিকারিকেরা বাল্টিক সাগরে নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলেন। সে সময়েই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। আধিকারিকদের উপস্থিতিতেই দীর্ঘ ৮১ বছর পর নিজের ক্ষমতা জাহির করলো “টল বয়” নামক ওই শক্তিশালী “ভূমিকম্প বোমা”।


১২৪. International Solar Alliance এর প্রেসিডেন্ট পদে পুননির্বাচিত হল কোন দেশ? 

(A) জার্মানি
(B) ভারত
(C) রাশিয়া
(D) জাপান

উত্তর :
(B) ভারত

International Solar Alliance এর প্রেসিডেন্ট পদে পুননির্বাচিত হল ভারত ।


১২৫. জাতিসংঘের (UN) বিশ্ব উন্নয়ন তথ্য দিবস (World Development Information Day )টি কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ২২ অক্টোবর
(B) ২৩ অক্টোবর
(C) ২৪ অক্টোবর
(D) ২৫ অক্টোবর

উত্তর :
(C) ২৪ অক্টোবর

২৪শে অক্টোবর জাতিসংঘ দিবসও পালন করা হয়ে থাকে । দেখে নাও জাতিসংঘ দিবস সম্পর্কিত কিছু তথ্য – click here .


১২৬. নীচের কোন শহরের পুলিশ মহিলা ক্ষমতায়নে ‘Ammay’ শিরোনামে  একটি চলচ্চিত্র তৈরি করেছে ?

(A) লক্ষ্নৌ
(B) পাটনা
(C) জয়পুর
(D) হায়দ্রাবাদ

উত্তর :
(D) হায়দ্রাবাদ

হায়দ্রাবাদ পুলিশ এই চলচ্চিত্রটি  তৈরি করেছে।


১২৭. নতুন ‘সুপার-হোয়াইট’ পেইন্ট কত শতাংশ সূর্যকিরণ প্রতিফলিত করতে সক্ষম ?

(A) ৯০.৪৫%
(B) ৯৩.৫%
(C) ৯৮.৭%
(D) ৯৫.৫%

উত্তর :
(D) ৯৫.৫%

নতুন আবিষ্কৃত ‘সুপার-হোয়াইট’ পেইন্ট প্রায় ৯৫.৫% সূর্যরশ্মি প্রতিফলিত করতে সক্ষম। এর ফলে বাড়িতে এই রং করতে বাড়ির উষ্ণতা কম রাখা সম্ভব। গবেষকরা দাবি করেছে কে তাপ হ্রাস করতে এই পেইন্ট এত ভাল যে এটি একদিন AC  প্রতিস্থাপন করতে পারবে ।


১২৮. গ্লোবাল মোবাইল ইন্টারনেট স্পিড র‌্যাঙ্কিংয়ে ভারতের র‌্যাঙ্ক কত?

(A) ১১৭
(B) ১৩১
(C) ১৪৪
(D) ১২৯

উত্তর :
(B) ১৩১

১৩৮টি দেশের মধ্যে এই সমীক্ষায় ভারতের র‌্যাঙ্ক ১৩১। দক্ষিণ কোরিয়া এই লিস্টে শীর্ষে রয়েছে। দক্ষিণ কোরিয়ার গড় মোবাইল ইন্টারনেট স্পিড ১২১ mbps ।


১২৯. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF ) এর ১৯০তম সদস্য হিসেবে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দিলো – 

(A) আন্ডোরা
(B) সান মারিনো
(C) মোনাকো
(D) ভ্যাটিকান সিটি

উত্তর :
(A) আন্ডোরা

ফ্রান্স ও স্পেনের মাঝে অবস্থিত আন্ডোরা ১৯০তম সদস্য হিসেবে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দিলো।


১৩০. সম্প্রতি কোন রাজ্যে “COVID-19 : No Tolerance Fortnight” চালু করল?

(A) মিজোরাম
(B) মণিপুর
(C) মেঘালয়
(D) নাগাল্যান্ড

উত্তর :
(A) মিজোরাম

[ আরো দেখে নাও : ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল ]

১৩১. সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যের সমস্ত জেলা হাসপাতালগুলিতে অক্সিজেন উৎপাদনকারী গাছ লাগানোর কথা ঘোষণা করল?

(A) কেরালা
(B) গুজরাট
(C) মিজোরাম
(D) ছত্রিশগড়

উত্তর :
(D) ছত্রিশগড়

১৩২. কোন মন্ত্রক “Life in a Miniature” প্রকল্প চালু করল?

(A) Ministry of Railways
(B) Ministry of Rural Development
(C) Ministry of Culture and Tourism
(D) Ministry of Education

উত্তর :
(C) Ministry of Culture and Tourism

১৩৩. কোন বৈদ্যুতিক গাড়ি তৈরির কোম্পানি মহারাষ্ট্রে বিনিয়োগ করার কথা ঘোষণা করল?

(A) টেসলা
(B) বুগাত্তি
(C) রোলস রয়সে
(D) অডি

উত্তর :
(A) টেসলা

১৩৪. করোনা ভাইরাস সংক্রমণ রুখতে কোন দেশ  “নো মাস্ক,নো সার্ভিস” পলিসি গ্রহণ করলো?

(A) অস্ট্রেলিয়া
(B) বাংলাদেশ
(C) নিউজিল্যান্ড
(D) ব্রাজিল

উত্তর :
(B) বাংলাদেশ

১৩৫. সম্প্রতি কে Parlē Agro এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?

(A) দীপিকা পাডুকোন
(B) প্রিয়াঙ্কা চোপড়া
(C) কইরা আদভানি
(D) করিনা কাপুর

উত্তর :
(B) প্রিয়াঙ্কা চোপড়া

১৩৬. ভারতের গৃহমন্ত্রক সম্প্রতি কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের “Panchayati Raj Act- 1989” এর সংশোধন করল?

(A) সিকিম
(B) পুদুচেরি
(C) জম্মু ও কাশ্মীর
(D) হরিয়ানা

উত্তর :
(C) জম্মু ও কাশ্মীর

১৩৭. কোন শহরে ভারতের বৃহত্তম Bus Rapid Transmit System উদ্ভোধন করা হল?

(A) সুরাট
(B) কলকাতা
(C) মুম্বাই
(D) চেন্নাই

উত্তর :
(A) সুরাট

১৩৮. “State of Global Air 2020”- অনুসারে কোন দেশের বায়ু দূষণের পরিমাণ সর্বাধিক?

(A) নাইজেরিয়া
(B) ব্রাজিল
(C) ভারত
(D) চীন

উত্তর :
(C) ভারত

১৩৯. সম্প্রতি কে LG Signs এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?

(A) লুইস হ্যামিল্টন
(B) অমিতাভ বচ্চন
(C) অনিল কাপুর
(D) ক্রিস গেইল

উত্তর :
(A) লুইস হ্যামিল্টন

১৪০. পুলিশ শহীদ স্মৃতি দিবস কবে পালন করা হয়?

(A) অক্টোবর ২০
(B) অক্টোবর ২১
(C) অক্টোবর ২২
(D) অক্টোবর ২৩

উত্তর :
(B) অক্টোবর ২১

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page
Telegram

Related Articles

Back to top button