Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ pdf | সাম্প্রতিকী

Current Affairs - October 2020 - PDF

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ – MCQ

৬১. ২০২০ সালের অক্টোবরে NBA ফিনালস জিতে নিলো  

(A) Miami Heat
(B) Houston Rockets
(C) Los Angeles Lakers
(D) Toronto Raptors

উত্তর :
(C) Los Angeles Lakers

২০২০ সালে ফাইনালে Miami Heat কে হারিয়ে NBA চ্যাম্পিয়ন হলো Los Angeles Lakers ।


৬২. Oxfam দ্বারা প্রকাশিত Commitment to Reducing Inequality (CRI) Index -এ ভারতের র‍্যাঙ্ক কত ?

(A) ১১৫
(B) ১১৯
(C) ১২৩
(D) ১২৯

উত্তর :
(D) ১২৯

১৫৮টি দেশের মধ্যে ভারতের র‍্যাঙ্ক ১২৯।


৬৩. সম্প্রতি সান্দ্রা নীজ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (Sandra Neese Lifetime Achievement Award ) পেলেন 

(A) আকাশ রাস্তোগি
(B) দীপক বালিয়ান
(C) হরিশ কোটিচা
(D) অভিনব কুমার

উত্তর :
(C) হরিশ কোটিচা

গৃহহীন শিশু ও যুবকদের জন্য সেবাকার্যের স্বীকৃতি হিসাবে ভারতীয় বংশোদ্ভূত সমাজসেবক হরিশ কোটিচাকে আমেরিকা সরকার সম্মানজনক সান্দ্রা নীজ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-এ সম্মানিত করেছে ।


৬৪. আন্তর্জাতিক মান দিবস (International Standards Day )  কোন দিনটিতে পালন করা হয় ?

(A) অক্টোবর ১৪
(B) অক্টোবর ১৫
(C) অক্টোবর ১৬
(D) অক্টোবর ১৭

উত্তর :
(A) অক্টোবর ১৪

২০২০ সালের International Standards Day -এর থিম ছিল – ‘Protecting the planet with standards’.


৬৫. কোন গ্রহটিকে ১৩ই অক্টোবর ২০২০ -এর রাতে তার বৃহত্তম এবং উজ্জ্বলতম রূপে পৃথিবী থেকে দেখা গিয়েছিলো ?

(A) বুধ
(B) মঙ্গল
(C) শুক্র
(D) বৃহস্পতি

উত্তর :
(B) মঙ্গল

এই দিনটিতে পৃথিবীর একদিকে সূর্য ও অপরদিকে মঙ্গল ছিল। প্রতি দুবছর অন্তর এই ঘটনা লক্ষ করা যায় ।


৬৬. সম্প্রতি প্রয়াত হয়েছেন কৌমুদী মুন্সি। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?

(A) গান
(B) রাজনীতি
(C) দাবা
(D) ক্রিকেট

উত্তর :
(A) গান

সম্প্রতি প্রয়াত হয়েছেন বিখ্যাত গুজরাটি গায়ক কৌমুদী মুন্সি। তিনি ‘nightingale of Gujarat’ নামে পরিচিত ছিলেন ।


৬৭. প্রাথমিক পর্যায়ে অধ্যয়নের পরে কোন দেশ  ‘EpiVacCorona’ নামে একটি দ্বিতীয় COVID-19 ভ্যাকসিনকে রেগুলেটরি অনুমোদন দিয়েছে?

(A) রাশিয়া
(B) ফ্রান্স
(C) জার্মানি
(D) পোল্যান্ড

উত্তর :
(A) রাশিয়া

এই ভ্যাকসিনটি তৈরী করেছে রাশিয়ার Vector State Research Centre of Virology and Biotechnology.


৬৮. ‘সুরক্ষা কবচ’ ভারতীয় সেনাবাহিনী এবং কোন রাজ্যের পুলিশের মধ্যে সন্ত্রাসবিরোধী যৌথ মহড়া?

(A) তামিলনাড়ু
(B) গুজরাট
(C) মহারাষ্ট্র
(D) পশ্চিমবঙ্গ

উত্তর :
(C) মহারাষ্ট্র

‘সুরক্ষা কবচ’ ভারতীয় সেনাবাহিনী এবং কোন মহারাষ্ট্র রাজ্য পুলিশের মধ্যে একটি সন্ত্রাসবিরোধী যৌথ মহড়া ।


৬৯. ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে ৪৫০  মিটার দীর্ঘ ‘নেচিফু টানেল’ এর  ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ?

(A) উত্তরাখণ্ড
(B) অরুণাচল প্রদেশ
(C) আসাম
(D) মেঘালয়

উত্তর :
(B) অরুণাচল প্রদেশ

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অরুণাচল প্রদেশে সম্প্রতি ৪৫০  মিটার দীর্ঘ ‘নেচিফু টানেল’ এর  ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ।


৭০. বিশ্ব ছাত্র দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) অক্টোবর ১৫
(B) অক্টোবর ১৬
(C) অক্টোবর ১৮
(D) অক্টোবর ১৭

উত্তর :
(A) অক্টোবর ১৫

দেখে নাও বিশ্ব ছাত্র দিবস সম্পর্কিত কিছু তথ্য – Click Here 


[ আরো দেখে নাও : Geography Mock Test –  | ভূগোল মক টেষ্ট ]

৭১. কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি স্কুল শিক্ষাব্যবস্থা জোরদার করতে নিম্নলিখিত কোন প্রকল্প  (বিশ্বব্যাংক দ্বারা অর্থায়িত) –  টি বাস্তবায়নের অনুমোদন দিয়েছে ?

(A) GALAXY
(B) MOON
(C) SUN
(D) STARS

উত্তর :
(D) STARS

Strengthening Teaching-Learning and Results for States (STARS)

এটি ছটি রাজ্যে শুরু হবে  প্রাথমিক ভাবে – হিমাচল প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, কেরালা এবং ওড়িশা।


৭২. The National Authority of Ship Recycling – নিম্নলিখিত কোথায় তৈরী হতে চলেছে ?

(A) গান্ধীনগর, গুজরাট
(B) মুম্বাই, মহারাষ্ট্র
(C) বিশাখাপত্তনম, অন্ধ্র প্রদেশ
(D) কান্দলা, গুজরাট

উত্তর :
(A) গান্ধীনগর, গুজরাট

গুজরাটের গান্ধীনগরে The National Authority of Ship Recycling তৈরী হতে চলেছে।


৭৩. কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল  ‘Red Light On Gaadi Off’ নামক দূষণ বিরোধী ক্যাম্পেইন চালু করেছে?

(A) মধ্য প্রদেশ
(B) দিল্লি
(C) মহারাষ্ট্র
(D) ওড়িশা

উত্তর :
(B) দিল্লি

ট্রাফিক সিগনালে রেড সিগন্যাল থাকলে গাড়ি বন্ধ রাখার উদ্দেশ্যে এই  ‘Red Light On Gaadi Off’ নামক দূষণ বিরোধী ক্যাম্পেইন শুরু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।


৭৪. কিরগিজস্তানের রাষ্ট্রপতির পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন –  

(A) লুইস গ্লাক
(B) ভোলান বোজকির
(C) সুরনবই জিনবেকভ
(D) জাইর বলসোনারো

উত্তর :
(C) সুরনবই জিনবেকভ

বিতর্কিত নির্বাচনের পর কয়েকদিন ধরে অস্থিরতার পরে কিরগিজের রাষ্ট্রপতি সুরনবই জিনবেকভ পদত্যাগ করেছেন এবং বলেছিলেন যে তিনি সুরক্ষা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ রোধ করতে চেয়েছিলেন যারা তাঁর পদ থেকে সরানোর দাবি করেছেন।


৭৫. জেসিন্ডা আর্ডান সম্প্রতি  কোন দেশের প্রধামন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন?

(A) নিউজিল্যান্ড
(B) ফিনল্যান্ড
(C) নেদারল্যান্ডস
(D) পর্তুগাল

উত্তর :
(A) নিউজিল্যান্ড

জেসিন্ডা আর্ডান দ্বিতীয় বারের জন্য নিউজিল্যান্ড এর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন।


৭৬. সম্প্রতি কে “থ্যালাসেমিয়া বাল সেবা যোজনা” লঞ্চ করলেন?

(A) নরেন্দ্র মোদী
(B) রামনাথ কোবিন্দ
(C) ডঃ হর্ষবর্ধন
(D) অমিত শাহ্

উত্তর :
(C) ডঃ হর্ষবর্ধন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দুঃস্থ থ্যালাসেমিয়া রোগীদের জন্য চালু “থ্যালাসেমিয়া বাল সেবা যোজনা” এর দ্বিতীয় পর্ব চালু করল।


৭৭. খাদ্য এবং কৃষি সংস্থার ৭৫ তম বার্ষিকী উপলক্ষ্যে ভারতের প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী কত টাকা স্মরণীয় মুদ্রা প্রকাশ করলেন?

(A) ৫০
(B) ৭৫
(C) ১০০
(D) ১৫০

উত্তর :
(B) ৭৫

১৯৪৫ সালে ভারতে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়।

এর প্রধান কার্যালয় দিল্লী তে অবস্থিত।


৭৮. ভারত সরকার কোন দেশকে আইএনএস সিন্ধুবীর সাবমেরিনটি প্রদান করল? 

(A) বাংলাদেশ
(B) সিঙ্গাপুর
(C) মায়ানমার
(D) শ্রীলঙ্কা

উত্তর :
(C) মায়ানমার

প্রতিবেশী মায়ানমারের সঙ্গে নৌ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার পদক্ষেপ নিল ভারত। মায়ানমারের হাতে তুলে দেওয়া হবে আইএনএস সিন্ধুবীর সাবমেরিনটি।


৭৯. সম্প্রতি আভা মুরতো একদিনের জন্য কোন দেশের প্রধানমন্ত্রী হন?

(A) সুইজারল্যান্ড
(B) ফিনল্যান্ড
(C) রাশিয়া
(D) সুইডেন

উত্তর :
(B) ফিনল্যান্ড

জাতিসংঘের কন্যাশিশু দিবসকে সামনে রেখে ফিনল্যান্ডে নারী অধিকার আন্দোলনের কর্মী ১৬ বছর বয়সী আভা মুরতোকে প্রধানমন্ত্রীর পদে বসিয়ে একদিনের জন্য সরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী সান্না মারিনা।


৮০. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি কোন রাজ্যে ৪৫০ মিটার দীর্ঘ “Nechiphu Tunnel” এর উদ্বোধন করলেন? 

(A) হিমাচলপ্রদেশ
(B) উত্তরাখণ্ড
(C) আসাম
(D) অরুণাচলপ্রদেশ

উত্তর :
(D) অরুণাচলপ্রদেশ

সীমান্ত সংযোগ বৃদ্ধির লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) কর্তৃক নির্মিত ৪৪টি সেতু উদ্বোধন করেন ও সাথে অরুণাচল প্রদেশে রাজ্যে ৪৫০ মিটার দীর্ঘ নেচিফু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page
Telegram

Related Articles

Back to top button