কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ pdf | সাম্প্রতিকী
Current Affairs - October 2020 - PDF
কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ – MCQ
৪১. DRDO সম্প্রতি ওডিশার হুইলার দ্বীপ থেকে অ্যান্টি-সাবমেরিন অস্ত্র সিস্টেম ‘SMART’ সফলভাবে পরীক্ষা করেছে। ‘SMART‘ এ “S ” -এর অর্থ হলো –
(A) Submarine
(B) Surface
(C) Supersonic
(D) Satellite
SMART – Supersonic Missle Assisted Release of Torpedo
৪২. বিশ্ব প্রাণী দিবস ( world animal day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) অক্টোবর ৪
(B) অক্টোবর ৫
(C) অক্টোবর ৬
(D) অক্টোবর ৭
বিশ্ব প্রাণী দিবস – অক্টোবর ৪
৪৩. ২০২০ সালে ৪ থেকে ১০ই অক্টোবর উদযাপিত বিশ্ব মহাকাশ সপ্তাহ (world space week ) -এর থিম কি ছিল ?
(A) Space Unites the World
(B) Satellites Improve Life
(C) The Moon: Gateway to the Stars
(D) Remote Sensing’: Enabling Our Future
এবছরের বিশ্ব মহাকাশ সপ্তাহের থিম ছিল – Satellites Improve Life
৪৪. ভারতের প্রথম কোন রাজ্য ফেস মাস্ক এর দামের উর্দ্ধসীমা ঠিক করে দিয়েছে ?
(A) কর্ণাটক
(B) মহারাষ্ট্র
(C) হরিয়ানা
(D) বিহার
মহারাষ্ট্রে ফেস মাস্ক এবং স্যানিটাইজার -এর দাম ঠিক করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং ফেস মাস্ক-এর দামের উর্দ্ধসীমা ঠিক করে দেওয়া হয়েছে ।
৪৫. Harvey J Alter, Charles M Rice, Micheal Houghton কোন ভাইরাস এর আবিষ্কার এর জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কার পেতে চলেছেন?
(A) পোলিও ভাইরাস
(B) করোনা ভাইরাস
(C) হেপাটাইটিস সি ভাইরাস
(D) ইবোলা ভাইরাস
দেখে নাও নোবেল ২০২০ সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here .
৪৬. ২০২০ সালের অক্টোবরে কোন দেশটি সিরকন (Tsirkon ) নামে একটি নতুন হাইপারসোনিক অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে?
(A) ফ্রান্স
(B) ইজরায়েল
(C) রাশিয়া
(D) জাপান
রাশিয়ার হোয়াইট সি তে এই মিসাইলটির পরীক্ষা করা হয়েছে ।
৪৭. নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানের গবেষকরা ত্বকের ক্যান্সারের চিকিৎসার জন্য চৌম্বকীয় ন্যানোফাইবার দিয়ে তৈরি এক ধরণের ব্যান্ডেজ তৈরি করেছেন?
(A) IIT Bombay
(B) Indian Institute of Science
(C) IIT Hyderabad
(D) IIT Delhi
Indian Institute of Science এর গবেষকরা এই ব্যান্ডেজ তৈরি করেছেন ।
৪৮. ‘The Khalistan Conspiracy’ শীর্ষক বইটি কে লিখেছেন?
(A) রাসকিন বন্ড
(B) অরবিন্দ আদিগা
(C) রোহিংটন মিস্ত্রি
(D) জিবিএস সিধু
RAW এর প্রাক্তন অফিসার জিবিএস সিধু ‘The Khalistan Conspiracy’ শীর্ষক বইটি লিখেছেন।
RAW – Research and Analysis Wing, প্রতিষ্ঠিত – ১৯৬৮ সালে ।
৪৯. প্রতি বছর বিশ্ব বাত দিবস (World Arthritis Day ) কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ৯ ই অক্টোবর
(B) ১০ই অক্টোবর
(C) ১১ই অক্টোবর
(D) ১২ই অক্টোবর
দেখে নাও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা – Click Here
৫০. চেন্নাইতে অনুষ্ঠিত Chess.com -এর Junior Speed Online Championship জিতে নিলেন কে ?
(A) নিহাল সরিন
(B) বিদিত গুজরাঠি
(C) শ্রীনাথ নারায়ণন
(D) বাসকারন আধিবন
রাশিয়ার এলেক্সি সারানাকে হারিয়ে Junior Speed Online Championship জিতে নিলেন নিহাল সরিন ।
[ আরো দেখে নাও : গুরুত্বপূর্ণ পদাধিকারী ]
৫১. ২০২০ সালের অক্টোবরে ফ্রেঞ্চ ওপেন জিতে নিলেন –
(A) রজার ফেদারার
(B) রাফায়েল নাদাল
(C) নোভাক জোকোভিচ
(D) আলেকজান্ডার জাভেরেভ
নোভাক জোকোভিচকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতে নিলেন রাফায়েল নাদাল। এই নিয়ে নাদাল ১৩ বার ফ্রেঞ্চ ওপেন জিতলেন।
৫২. আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ( International Girl Child Day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ৮ অক্টোবর
(B) ৯ অক্টোবর
(C) ১০ অক্টোবর
(D) ১১ অক্টোবর
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস গোটা বিশ্বজুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহ প্রতিবছর ১১ অক্টোবর তারিখে পালন করে। এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়। ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম এই দিবস পালন করা হয়েছিল। লিংগ বৈষম্য দূর করা এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য।
দেখে নাও বিভিন্ন জাতীয় ও তন্তর্জাতিক দিবসের তালিকা – Click Here .
৫৩. ২০২০ সালের অক্টোবরে, কে ভারতে ব্রিটেনের হাই কমিশনার হিসাবে একদিন কাটানোর অনন্য সুযোগ পেয়েছেন ?
(A) চৈতন্য ভেঙ্কটেশ্বরান
(B) রুচি গুপ্ত
(C) রোহিনী সিং
(D) কোমল রাঠোর
২০১৭ থেকে , ব্রিটিশ হাই কমিশন প্রতি বছর একটি ‘একদিনের হাই কমিশনার’ প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে ১৮ থেকে ২৩ বছর বয়সী যুবতী মেয়েরা অংশ নিতে পারে।
দিল্লির বাসিন্দা চৈতন্য ভেঙ্কটেশ্বরান এই বছর ভারতে ব্রিটেনের হাই কমিশনার হওয়ার সুযোগ পেয়েছিলেন। ভেঙ্কটেশ্বরানকে বিশ্বজুড়ে নারীদের দ্বারা প্রাপ্ত চ্যালেঞ্জগুলি বর্ণনা করার জন্য এবং মহিলা ক্ষমতায়নের মিশনের উদ্যোগের অংশ হিসাবে এই সুযোগ দেওয়া হয়েছিল।
৫৪. সম্প্রতি প্রয়াত হয়েছেন নোবেলজয়ী মারিও মোলিনা। কোন বছর তিনি নোবেল পুরষ্কার পেয়েছিলেন?
(A) ১৯৯১
(B) ১৯৯৫
(C) ১৯৯৯
(D) ২০০৩
১৯৯৫ সালে ওজন স্তর নিয়ে তার গবেষণার জন্য রসায়নে নোবেল পেয়েছিলেন মারিও মোলিনা।
৫৫. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস (World Mental Health Day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) অক্টোবর ৭
(B) অক্টোবর ৮
(C) অক্টোবর ৯
(D) অক্টোবর ১০
১৯৯২ সাল থেকে প্রতিবছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস (World Mental Health Day ) পালন করা হয় ।
৫৬. প্রতিটি গ্রামীণ পরিবারকে নলের জলের সংযোগ প্রদান করে কোন রাজ্য দেশের প্রথম “হর ঘর জল” রাজ্যে পরিণত হয়েছে?
(A) কেরালা
(B) গোয়া
(C) ওড়িশা
(D) পাঞ্জাব
২,৩০,০০০ ঘরে জলের সংযোগ দিয়ে গোয়া দেশের প্রথম “হর ঘর জল” রাজ্যে পরিণত হয়েছে।
৫৭. কোন রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) প্রধান হিসেবে নিযুক্ত হলেন জয় জিৎ সিং ?
(A) কেরালা
(B) মহারাষ্ট্র
(C) ওড়িশা
(D) রাজস্থান
মহারাষ্ট্র পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল জয় জিৎ সিংকে সম্প্রতি মহারাষ্ট্র রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে ।
৫৮. বিশ্ব ডাক দিবস (World Post Day ) কখন পালন করা হয়?
(A) অক্টোবর ৮
(B) অক্টোবর ৯
(C) অক্টোবর ১০
(D) অক্টোবর ১১
বিশ্ব ডাক দিবস (World Post day) ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বের্ন শহরে বিশ্ব ডাক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে প্ৰতি বছর ৯ অক্টোবর গোটা বিশ্বজুড়ে পালন করা হয়।
৫৯. বিশ্ব ডিম দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ১১ অক্টোবর
(B) ৮ অক্টোবর
(C) অক্টোবরের দ্বিতীয় শুক্রবার
(D) অক্টোবরের দ্বিতীয় শনিবার
বিশ্ব ডিম দিবস প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার উদযাপিত হয়।
৬০. জাস্টিস কে কে উষা সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন রাজ্যের হাই কোর্টের মুখ্য বিচারপতি হিসেবে কাজ করেছিলেন ?
(A) পশ্চিমবঙ্গ
(B) বিহার
(C) কেরালা
(D) তামিলনাড়ু
৮১ বছর বয়সে কেরালা হাই কোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি কে কে উষা প্রয়াত হয়েছেন। তিনি কেরালার হাইকোর্টের প্রথম মহিলা মুখ্য বিচারপতি ছিলেন ।
To check our latest Posts - Click Here