রাষ্ট্রীয় একতা দিবস – ৩১শে অক্টোবর । National Unity Day
National Unity Day
রাষ্ট্রীয় একতা দিবস
আজ ৩১শে অক্টোবর। রাষ্ট্রীয় একতা দিবস । ভারতের লৌহমানব তথা স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল ১৮৭৫ সালে আজকের দিনেই গুজরাটের নাদিয়াদে ( তৎকালীন বোম্বে প্রেসিডেন্সি ) জন্মেছিলেন। ২০১৪ সাল থেকে এই মহান মানবের জন্মদিনে প্রতিবছর ভারতের রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়।
আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে জেনে নিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য।
[ দেখে নাও সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কিত ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
সর্দার বল্লভভাই প্যাটেল কুইজ ]
ভারতের লৌহমানব কাকে বলা হয় ?
সর্দার বল্লভভাই প্যাটেল
ভারতের লৌহমানব কাকে বলা হয় ?
সর্দার বল্লভভাই প্যাটেল
বল্লভভাই প্যাটেল-কে সর্দার উপাধি কে দেন ?
বরদৌলির মহিলারা ( মতান্তরে গান্ধীজি )
পৃথিবীর উচ্চতম মূর্তি কোনটি ?
স্ট্যাচু অফ ইউনিটি ( সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি )
ভারতের বিসমার্ক কাকে বলা হয় ?
সর্দার বল্লভভাই প্যাটেল
ফাদার অফ অল ইন্ডিয়া সার্ভিস – কাকে বলা হয় ?
সর্দার বল্লভভাই প্যাটেল
বল্লভভাই প্যাটেল ভারতরত্ন সম্মানে ভূষিত হন কোন সালে ?
১৯৯১ সালে
সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
আহমেদাবাদ, গুজরাট
দেখে নাও :
বিশ্ব ছাত্র দিবস – ১৫ই অক্টোবর । World Students’ Day
শিক্ষক দিবস – ৫ই সেপ্টেম্বর । Teachers’ Day
জাতীয় ক্রীড়া দিবস । কুইজ সেট – ১৫৩ । Sports Quiz
বাংলা কুইজ – সেট ১৩৮ – যোগ দিবস– জানা অজানা কিছু তথ্য
To check our latest Posts - Click Here