General Knowledge Notes in BengaliNotesScience
বিভিন্ন পদ্ধতিতে এককের রূপান্তর । Conversion of Units
Conversion of Units from One System to Another System
বিভিন্ন পদ্ধতিতে এককের রূপান্তর – Conversion of Units
বিভিন্ন পদ্ধতিতে এককের রূপান্তর : প্রিয় পাঠকেরা, দেওয়া রইলো এক একক থেকে নতুন এককে বিভিন্ন ভৌতরাশির রূপান্তরের পরবর্তী মান ( এককের রূপান্তর ) । বিভিন্ন পরীক্ষায় এক এককে কোনো ভৌতরাশির মান দেওয়া থাকে এবং জানতে চাওয়া হয় অন্য এককে সেটির মান কত । নিচের তালিকাটি মনে রাখলে সহজেই সেই প্রশ্ন গুলির উত্তর দেওয়া সম্ভব।
একক | রুপান্তিরিত মান |
---|---|
1 ইঞ্চি | 2.54 সেন্টিমিটার |
1 ফুট | 0.3 মিটার |
1 গজ | 0.91 মিটার |
1 মাইল | 1.60 কিলোমিটার |
1 ফাথম | 1.8 মিটার |
1 চেন | 20.11 মিটার |
1 নটিক্যাল মাইল | 1.85 কিলোমিটার |
1 অ্যাংস্ট্রম | 10-10 মিটার |
1 ফের্মি | 10-15 মিটার |
1 বর্গ ইঞ্চ | 6.45 বর্গ সেন্টিমিটার |
1 বর্গ ফুট | 0.09 বর্গ মিটার |
1 বর্গ গজ | 0.83 বর্গ মিটার |
1 একর | 104 বর্গ মিটার |
1 বর্গ মাইল | 2.58 বর্গ কিলোমিটার |
1 ঘন ইঞ্চ | 16.38 ঘন সেন্টিমিটার |
1 ঘন গজ | 0.7 ঘন মিটার |
1 লিটার | 100 ঘন সেন্টিমিটার |
1 পিন্ট | 0.56 লিটার |
1 গ্রেইন | 64.8 মিলিগ্রাম |
1 ড্রাম | 1.77 গ্রাম |
1 আউন্স | 28.35 গ্রাম |
1 পাউন্ড | 0.4537 কিলোগ্রাম |
1 ডাইন | 10-5 নিউটন |
1 পাউন্ডাল | 0.1383 নিউটন |
1 আর্গ | 10-7 জুল |
1 অশ্বশক্তি | 746 ওয়াট |
1 ফাথম | 6 ফিট |
1 মাইল | 8 ফুলং |
1 মাইল | 5280 ফিট |
1 ফুট | 12 ইঞ্চি |
1 গজ | 3 ফুট |
37° সেন্টিগ্রেড | 98.6° |
50° সেন্টিগ্রেড | 122° ফারেনহাইট |
-40° সেন্টিগ্রেড | -40° ফারেনহাইট |
0° সেন্টিগ্রেড | 32° ফারেনহাইট |
-273° সেন্টিগ্রেড | 0 কেলভিন |
এরকম আরও কিছু পোস্ট :
To check our latest Posts - Click Here