সাহিত্যGeneral Knowledge Notes in Bengali
বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা PDF
List of Famous Characters of Bengali Literature and their Creators
বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা
প্রিয় পাঠকেরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু জনপ্রিয় বাঙালি চরিত্র ও তাদের স্রষ্টা সম্পর্কিত কিছু তথ্য। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা এর পিডিএফটি অফলাইন পড়াশোনার জন্য এই পোস্টের নিচে দেওয়া রয়েছে।
বিখ্যাত বাংলা উপন্যাসের চরিত্রের নাম ও স্রষ্টা তালিকা
বিখ্যাত বাংলা উপন্যাসের চরিত্রের নাম ও তাদের স্রষ্টা তালিয়া নিচে দেওয়া রইলো ।
চরিত্র | স্রষ্টা |
---|---|
রানার | সুকান্ত ভট্টাচার্য |
ফটিক বলাই গোরা অমিত লাবণ্য রতন | রবীন্দ্রনাথ ঠাকুর |
কোনি | মতি নন্দী |
অপু দুর্গা শংকর অ্যালভারেজ | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
দেবদাস ইন্দ্রনাথ লালু | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
দিনু | তারাশংকর বন্দ্যোপাধ্যায় |
জটায়ু (লালমোহন গাঙ্গুলি ) ফেলুদা (প্রদোষ চন্দ্র মিত্র ) ফটিক চাঁদ প্রফেসর শঙ্কু তোপসে ( তপেশ রঞ্জন মিত্র ) | সত্যজিৎ রায় |
ঘনাদা | প্রেমেন্দ্র মিত্র |
টেনিদা হাবলু বরদা | নারায়ণ গঙ্গোপাধ্যায় |
ব্যোমকেশ অজিত | শরদিন্দু বন্ধ্যোপাধ্যায় |
পিন্ডি দা | আশুতোষ মুখোপাধ্যায় |
চাটুজ্যে মশাই জটাধর বক্সী বিরিঞিবাবা | রাজশেখর বসু |
কিরীটি | নীহাররঞ্জন গুপ্ত |
গুপী বাঘা | উপেন্দ্রকিশাের রায়চৌধুরী |
কাকাবাবু সন্তু | সুনীল গঙ্গোপাধ্যায় |
পান্ডব গোয়েন্দা | যষ্ঠিপদ চট্টোপাধ্যায় |
শকুন্তলা | কালিদাস |
পাগলা দাশু | সুকুমার রায় |
কর্ণেল (নীলাদ্রি সরকার) | সৈয়দ মুজতবা সিরাজ |
ঋজুদা | বুদ্ধদেব গুহ |
ব্রজদা | গৌরকিশাের ঘােষ |
গোগোল | সমরেশ বসু |
হিরু ডাকাত | অমরেন্দ্র চক্রবর্ত |
ডমরু | ত্রৈলােক্যনাথ মুখােপাধ্যায় |
হর্ষবর্ধন গােবর্ধন | শিবরাম চক্রবর্তী |
জয়ন্ত মানিক | হেমেন্দ্র কুমার রায় |
তোরাপ | দীনবন্ধু মিত্র |
পটলা | শক্তিপদ রাজগুরু |
শঙ্কু মহারাজ | জ্যোতির্ময় ঘােষ দস্তিদার |
এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো।
DOWNLOAD PDF FILE
- Language : Bengali
- Size : 740 KB
- No. of Pages : 3
- Format : PDF
- Language : Bengali
আরো দেখে নাও :
কমিক চরিত্র ও তাদের স্রষ্টা ( PDF )
বিভিন্ন লেখক ও কবির ছদ্মনাম । Pseudonym of famous Bengali Writers
বিখ্যাত চিত্র ও চিত্রকর ( PDF )
To check our latest Posts - Click Here