History MCQ Questions in Bengali

দিল্লির সুলতানি সাম্রাজ্য প্রশ্ন ও উত্তর । সুলতানি আমল

Questions and Answers on Delhi Sultanate

দিল্লির সুলতানি সাম্রাজ্য প্রশ্ন ও উত্তর

প্রিয় পাঠকেরা, আজকে তোমাদের জন্য দেওয়া রইলো দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রশ্ন ও উত্তর। প্রশ্নগুলি WBCS Preliminary ও Mains – এর স্ট্যান্ডার্ড-এ রাখা হয়েছে। এছাড়াও আমাদের সাইটে তোমরা অন্য অনেক “দিল্লির সুলতানি সাম্রাজ্য প্রশ্ন ও উত্তর” পেয়ে যাবে।

দিল্লির সুলতানি সাম্রাজ্য MCQ প্রশ্ন

১. “Rajiya was endowed with all qualities befitting a king, but she was not born of the right sex…..” কে বলেছিলেন?

(A) আল বিরুনী
(B) আমির খসরু
(C) ইবন বতুতা
(D) মিনহাজ সিরাজ

উত্তর :
(D) মিনহাজ সিরাজ

২. শরিয়ত অনুযায়ী কোন কর এর অনুমতি ছিল না?

(A) কৃষি কর
(B) অ-মুসলিম দের উপর কর
(C) ব্যবসা র জন্য কর
(D) বিবাহ কর

উত্তর :
(D) বিবাহ কর

৩. মোহাম্মদ তুঘলক কিভাবে মারা যান?

(A) যুদ্ধে
(B) বিশ্বাসঘাতকতায়
(C) জ্বরে আক্রান্ত হয়ে
(D) চৌগান খেলতে গিয়ে

উত্তর :
(C) জ্বরে আক্রান্ত হয়ে

৪. কত জিতল সমান এক টঙ্কা?

(A) ৪৪
(B) ৪৮
(C) ৪০
(D) ৪৬

উত্তর :
(B) ৪৮

৫. পুরীর জগন্নাথ মন্দির কে ধ্বংস করেছিলেন?

(A) মহম্মদ তুঘলক
(B) ফিরোজ তুঘলক
(C) গিয়াসউদ্দিন তুঘলক
(D) আলাউদ্দিন খলজি

উত্তর :
(C) গিয়াসউদ্দিন তুঘলক

৬. প্রথম কোন সুলতান সেনাবাহিনী কে ইকতা এর বদলে মুদ্রা তে পারিশ্রমিক প্রদান করেন?

(A) ইলতুৎমিস
(B) বলবন
(C) মহম্মদ তুঘলক
(D) আলাউদ্দিন খলজি

উত্তর :
(D) আলাউদ্দিন খলজি

৭. মহম্মদ বিন তুঘলক ভারতে টোকেন মুদ্রা চালুর আগে চীনে কে সেটি চালু করেছিলেন?

(A) কুবলাই খান
(B) চেঙ্গিজ খান
(C) তৈমুর
(D) গাই খাটু

উত্তর :
(A) কুবলাই খান

৮. কুতুব মিনার এর নির্মাণ কাজ কে শেষ করেন?

(A) কুতুবুদ্দিন আইবক
(B) ইলতুৎমিস
(C) বলবন
(D) রাজিয়া

উত্তর :
(B) ইলতুৎমিস

৯. “খারাজ” বলতে কি বোঝানো হত?

(A) উপহার
(B) সম্মান
(C) জমি কর
(D) বাণিজ্য কর

উত্তর :
(C) জমি কর

১০. “বারিদ” কাদের বলা হত?

(A) গুপ্তচর
(B) সেনাবাহিনীর প্রধান
(C) কর সংগ্রহকারী
(D) শিক্ষক

উত্তর :
(A) গুপ্তচর

১১. আলাউদ্দিন খলজির কোন মন্ত্রী যাদব রাজা রামচন্দ্র কে পরাজিত করেছিলেন?

(A) খিজির খাঁ
(B) মালিক কাফুর
(C) মুবারক শাহ
(D) খুসরু খাঁ

উত্তর :
(B) মালিক কাফুর

১২. আলাউদ্দিন যখন রনথম্ভর আক্রমণ করেন, তখন সেখানকার রাজা ছিলেন- 

(A) পৃথ্বীরাজ
(B) রামচন্দ্র
(C) হামির দেব
(D) রাই করণ

উত্তর :
(C) হামির দেব

১৩. মহম্মদ তুঘলক দুইবছর “স্বর্গদ্বারী” নামে একটি ক্যাম্পে কাটান। এটি কোন নদীর তীরে?

(A) গঙ্গা
(B) শতদ্রু
(C) সিন্ধু
(D) যমুনা

উত্তর :
(A) গঙ্গা

১৪. কে প্রথম “চেহরা” চালু করেন?

(A) ইলতুৎমিস
(B) কুতুবউদ্দিন আইবক
(C) বলবন
(D) আলাউদ্দিন খলজি

উত্তর :
(D) আলাউদ্দিন খলজি

১৫. বলবন এর চালু করা ‘পাইবস’ প্রথা আসলে কি?

(A) উপহার
(B) পোশাক
(C) সুলতানের জন্মদিন পালনের এক রীতি
(D) সুলতানের পায়ের পাতায় চুম্বনের রীতি

উত্তর :
(D) সুলতানের পায়ের পাতায় চুম্বনের রীতি

১৬. দক্ষিণের কোন রাজা ১৩০৩ এ আলাউদ্দিন খলজীর সেনা কে পরাজিত করেন?

(A) প্রতাপরুদ্র II
(B) রাজা করণ
(C) মুলাদেব
(D) রাজা রামচন্দ্র

উত্তর :
(A) প্রতাপরুদ্র II

আরো দেখে নাও :

ভারতের ইতিহাস বই ( PDF )

ভূগোলের ৫০০ টি MCQ প্রশ্ন ও উত্তর –  PDF ডাউনলোড

৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )

ভারতের ইতিহাস –  ৩০০টি MCQ ( PDF )

কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – দিল্লির সুলতানি সাম্রাজ্য

 

দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

কুতুবুদ্দিন আইবক

দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?

ইলতুৎমিশ ( ঐতিহাসিক লেনপুল-এর মতানুযায়ী )

সুলতানি যুগের আকবর কাকে বলা হয় ?

ফিরোজশাহ তুঘলক

সিজদা ও পাইবস কথার অর্থ কি ?

উপর ছড়িয়ে পড়া সুলতানের শক্তি স্বীকার করার জন্য কপাল মাটিতে স্পর্শ করা।
পাইবস – সুলতানের পায়ে চুম্বন করে তার বশ্যতা স্বীকার করা।

সিজদা ও পাইবস কে চালু করেন ?

গিয়াসুদ্দিন বলবন

আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন ?

মালিক কাফুর

‘দাগ ও হুলিয়া’ কী?

প্রথম স্থায়ী সেনাবাহিনী তৈরী করেন। আর এই সেনাবাহিনীর মধ্যে দুর্নীতি কম করার জন্য তিনি দাগ ও হুলিয়া প্রথার প্রচলন করেন।
দাগ প্রথা – ঘোড়ার দুর্নীতি বন্ধ করার জন্য যুদ্ধের ঘোড়ার গায়ে লোহা পুড়িয়ে দাগ দিয়ে দেওয়া হত ।
হুলিয়া প্রথা – সেনাদের দৈহিক বিবরণ বা হুলিয়া লিপিবদ্ধ করে রাখা হতো।

‘লাখ-বখস’ (লক্ষদাতা) নামে কে পরিচিত ছিলেন ?

কুতুবউদ্দিন আইবক তাঁর দানশীলতার জন্য ‘লাখ-বখস’ (লক্ষদাতা) নামে পরিচিত ছিলেন।

কোন সুলতান নিজেকে ‘খলিফার সেনাপতি’ রপে উল্লেখ করতেন?

ইলতুৎমিস

চল্লিশ চক্র কী ?

দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথমাবস্থায় (রাজিয়ার আমলে) সাম্রাজ্যের কর্তৃত্বপরায়ণ চল্লিশজন ক্রীতদাসের সমিতি গড়ে ওঠে। এঁরাই চল্লিশ চক্র বা বন্দেগান-ই-চিহালগনি বা তাকান-ই-চিহালগনি নাম পরিচিত ছিল।

ভারতের তােতাপাখি কাকে বলা হয়?

আমির খসরুকে

কোন সুলতান ‘রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন ?

আলাউদ্দিন খলজি

গিয়াসউদ্দিন তুঘলকের প্রকৃত নাম কী ছিল?

গাজি মালিক

কোন সুলতান দিল্লি থেকে দেবগিরি (দৌলতাবাদ)-তে রাজধানী স্থানান্তরিত করেন?

মহম্মদ বিন তুঘলক

To check our latest Posts - Click Here

Telegram

Pratik Debnath

Lives in Beldanga. YouTuber , Quiz Enthusiast, Active Author of BanglaQuiz WebSite and Youtube .

Related Articles

Back to top button