General Knowledge Notes in Bengali

বিশ্ব পোলিও দিবস – ২৪শে অক্টোবর । World Polio Day

World Polio Day

বিশ্ব পোলিও দিবস – ২৪শে অক্টোবর

আজ বিশ্ব পোলিও দিবস। প্রতিবছর ২৪শে অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO ) সারা বিশ্ব থেকে পোলিও নির্মূল করার লক্ষ্যে কাজ করে চলেছে। গতবছরও শতাধিক পোলিও রোগ ধরা পড়েছে। সবকটি নাইজিরিয়া, পাকিস্তান এবং আফগানিস্তানে। আসুন আজ বিশ্ব পোলিও দিবসে জেনে নিয়ে পোলিও সম্পর্কিত কিছু তথ্য।

বিশ্ব পোলিও দিবস সম্পর্কিত প্রশ্ন উত্তর

পোলিও রোগের জন্য দায়ী

পোলিও বা পোলিওমাইলিটিজ  রোগটির জন্য দায়ী পোলিও ভাইরা

পোলিও টিকা আবিষ্কার করেন কে?

জোনাস এডওয়ার্ড সল্ক

বিশ্ব পোলিও দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

২৪ শে অক্টোবর

২৪ শে অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন করা হয় কেন ?

পোলিওর টিকা আবিস্কারক জোনাস এডওয়ার্ড সল্ক -এর স্মরণে

২৪শে অক্টোবর দিনটিকে বিশ্ব পোলিও দিবস হিসেবে প্রথম কোন সংস্থা ঘোষণা করেছিল ?

১৯৮৮ সালে রোটারি ইন্টারন্যাশনাল (Rotary International) ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস হিসেবে ঘোষণা ও পালন করে

ভারত কবে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষিত হয় ?

দেশ হিসেবে ঘোষিত হয় WHO দ্বারা ।

পোলিও রোগের প্রধান লক্ষণগুলি কি ?

পোলিওর সাধারণ লক্ষণগুলোর মধ্যে পড়ে জ্বর, মাথা ব্যাথা, স্বরভঙ্গ, বমি, ক্লান্তি, ব্যথা বা ঘাড়, পিঠ বা পা শক্ত হয়ে যাওয়া, পেশী দুর্বলতা। এই লক্ষণগুলো সংক্রমণের ১০ দিন পর্যন্ত বজায় থাকে। গুরুতর লক্ষণের মধ্যে পড়ে মস্তিষ্ক-ঝিল্লীর প্রদাহ (মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের সংক্রমণ) এবং পা বা বাহুর অপরিবর্তনীয় পক্ষাঘাত।  

২৪ শে অক্টোবর বিশ্ব পোলিও দিবস ছাড়া অন্য কোন বিখ্যাত দিবস বিশ্বব্যাপী পালন করা হয় ?

জাতিসংঘ দিবস

আরো দেখে নাও :

জাতীয় এবং আন্তর্জাতিক দিবস

জাতিসংঘ দিবস –  ২৪শে অক্টোবর । United Nations Day

মানবদেহের রোগ ও রোগাক্রান্ত অংশ

রোগ ও তাদের জীবাণু

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button