General Knowledge Notes in BengaliNotesScience

বিভিন্ন ভৌত রাশির একক ও মাত্রা – SI পদ্ধতিতে – PDF Download

S.I. Units of Physical Quantity PDF

SI পদ্ধতিতে বিভিন্ন ভৌত রাশির একক ও মাত্রা

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো SI পদ্ধতিতে বিভিন্ন ভৌত রাশির একক ও মাত্রা -এর তালিকা । 

কোন ভৌত রাশির একক কি

কোন ভৌত রাশির একক কি তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো। বিভিন্ন রাশির একক ও মাত্রা pdf ।

রাশি এককচিহ্ন
দৈর্ঘ্যMeterm
ভরKilogramkg
সময়Seconds
কার্য, ক্ষমতাjouleJ
বিদ্যুৎপ্রবাহAmpere 
তাপমাত্রাKelvinK
Intensity of flameCandelacd
কোণRadianrad
Solid AngleSterediansr
বলNewtonN
ক্ষেত্রফলSquare Meterm2
আয়তনCubic Meterm3
বেগMeter per Secondm-1
কৌণিক বেগRadian per Secondrad s-1
কম্পাঙ্কHertzHz
Moment of Intertiakilogram sq. Meterkg m2
MomentumKilogram Meter per SecondKg ms-1
ImpulseNewton SecondNs
কৌণিক ভরবেগKilogram Sq. Meter per SecondKg m2 s-1
চাপPascalPa
শক্তিWattW
পৃষ্ঠ-টানNewton per MeterNm-1
সান্দ্রতাNewton Second per Sq. MeterN.s.m-2
তাপ পরিবাহিতাWatt per Meter per degree CelciusWm-1C-1
নির্দিষ্ট তাপ ক্ষমতাJoule per Kilogram per KelvinJkg-1K-1
বৈদ্যুতিক আধানCoulombC
বিভব পার্থক্যVoltV
বৈদ্যুতিক রোধOhmΩ
বৈদ্যুতিক ক্ষমতাFaradF
চৌম্বক আবেশHenryH
চুম্বকীয় প্রবাহWeberWb
Luminous FluxLumenlm
Intensity of IlluminationLuxlx
তরঙ্গ দৈর্ঘ্যAngstromÅ
Astronomical DistanceLight Yearly
বিভিন্ন ভৌত রাশি ও তার একক ও চিহ্ন তালিকা

ব্যাখ্যা সহ ভিডিও

বিভিন্ন ভৌত রাশির একক ও মাত্রা সম্পর্কিত আমাদের বিস্তারিত ইউটিউব ভিডিওটি দেখে নিতে পারো ।

আরো দেখে নাও : 

পর্যায় সারণির মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ

বিভিন্ন ধাতু-সংকর ও তাদের ব্যবহার | সংকর ধাতু । List of Important Alloys and their Uses

৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )

এই নোটটি ইংরেজিতে দেখতে – Click Here 

ভৌত রাশি প্রশ্ন ও উত্তর

ক্ষেত্রফলের একক কি?

S.I. পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হলো – বর্গ-মিটার (m2 )
C.G.S পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হলো – বর্গ-সেন্টিমিটার (cm2 )

ভরের একক কি ?

S.I. পদ্ধতিতে ভরের একক হলো – কিলোগ্রাম (kg )
C.G.S পদ্ধতিতে ভরের একক হলো – গ্রাম (gm )

S.I. পদ্ধতিতে আয়তনের একক কি

ঘনমিটার ( m3 )

S.I. পদ্ধতিতে ওজনের একক কি?

নিউটন (N )

দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক কি ?

পারসেক

ভরের সবচেয়ে বড় একক কি ?

চন্দ্র শেখর লিমিট

ভৌত রাশি কাকে বলে ?

যে সমস্ত প্রাকৃতিক রাশি বা ঘটনা পরিমাপ করা যায় তাদের বলে ভৌত রাশি।

ক্যান্ডেলা কোন ভৌত রাশির একক?

আলোক ঔজ্জ্বল্যের একক ক্যান্ডেলা ।

অ্যাম্পিয়ার কোন রাশির একক ?

তড়িৎ প্রবাহের একক।

এই নোটটির পিডিএফ ফাইল নিচের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নাও ।

বিভিন্ন পরিমাপের একক pdf


Download Section

  • File Name : SI পদ্ধতিতে বিভিন্ন ভৌত রাশির একক
  • File Size: 101 KB
  • No. of Pages : 02
  • Format: PDF
  • Language : Bengali
  • Subject: Physics

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button