জাতিসংঘ দিবস – ২৪শে অক্টোবর । United Nations Day
United Nations Day
জাতিসংঘ দিবস
আজ ২৪শে অক্টোবর। সারা বিশ্বজুড়ে আজকের দিনে পালিত হয় জাতিসংঘ দিবস। কিন্তু জানেন কি – কবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ? কবে থেকে জাতিসংঘ দিবস পালন করা হয় ?
আজ আমরা সালোচনা করবো জাতিসংঘ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । ( FAQ on United Nations ).
জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় ?
১৯৪৫ সালের ২৪ শে অক্টোবর সানফ্রান্সিসকোতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
জাতিসংঘ দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস ২৪শে অক্টোবর প্রতিবছর জাতিসংঘ দিবস পালন করা হয়
জাতিসংঘ দিবস প্রথম কোন বছর পালন করা হয়েছিল ?
জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৭ সালের ২৪শে অক্টোবর প্রথম জাতিসংঘ দিবস পালন করেছিল ।
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
নিউ ইয়র্ক
জাতিসংঘ ২৪শে অক্টোবর জাতিসংঘ দিবস ছাড়া আর কোন দিবস পালন করে ?
World Development Information Day ( ১৯৭২ সাল থেকে পালন করা হয় )
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি ?
পাঁচটি – মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং গণসাধারণতন্ত্রী চিন
জাতিসংঘের জনক কাকে বলা হয় ?
উড্রো উইলসনকে
জাতিসংঘের সদস্য রাষ্ট্র সংখ্যা কত ?
১৯৩ টি
জাতিসংঘের ১৯৩ তম সদস্য রাষ্ট্র কোনটি ?
দক্ষিণ সুদান
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
ওয়েষ্ট মিনিস্টার হল (লন্ডন)।
জাতিসংঘ সনদের রচয়িতা কে ?
Archibald Macleish
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে ?
পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতারেস
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?
ট্রিগভেলি
বান-কি-মুন জাতিসংঘের কততম মহাসচিব?
অষ্টম
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান?
দ্যাগ হেমারশ্যাল্ড ( দ্বিতীয় মহাসচিব )
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কতগুলি ছিল ?
৫১টি
জাতিসংঘের কোন মহাসচিব MR Asia নামে পরিচিত?
উ থান্ট ( তৃতীয় মহাসচিব )
দেখে নাও জাতিসংঘ সম্পর্কিত বিস্তারিত তথ্য – রাষ্ট্রপুঞ্জ | জাতিসংঘ | সম্মিলিত জাতিপুঞ্জ | United Nation
সেপ্টেম্বর মাসের দিবস সমূহ | Important Days of September Month in Bengali
নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস – ১৮ই জুলাই
To check our latest Posts - Click Here