General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের প্রতিবেশী দেশসমূহ । Neighbouring Countries of India – PDF

ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশ

ভারতের প্রতিবেশী দেশসমূহ

প্রিয় পাঠকেরা, আজকে আমাদের আলোচনার টপিক হলো ভারতের প্রতিবেশী দেশসমূহ

ভারতের ৯টি প্রতিবেশী দেশ রয়েছে –

  • উত্তরে রয়েছে – চীন, নেপাল ভুটান,
  • পশ্চিমে – পাকিস্তান
  • উত্তর-পশ্চিমে – আফগানিস্তান
  • পূর্বে – বাংলাদেশ ও মায়ানমার
  • দক্ষিণে –  শ্রীলংকা ও মালদ্বীপ

ভারত ও ভারতের প্রতিবেশী দেশসমূহ – এর মধ্যে সীমান্তরেখার দৈর্ঘ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দেওয়া আছে। আমরা এই তথ্য গুলো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। Source 

ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের তথ্য

বাংলাদেশ

রাজধানীঢাকা
মুদ্রাবাংলাদেশি টাকা
প্রধান ভাষাবাংলা
উচ্চতম পর্বতশৃঙ্গসাকা হাফং  (১,০৬৪ মিটার ) । পূর্বে কেওক্রাডং (৯৮৬ মিটার ) কে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মনে করা হতো।
প্রধান নদনদীমেঘনা, পদ্মা, যমুনা
বাংলাদেশ সম্পর্কিত কিছু তথ্য
  • প্রতিবেশী দেশগুলির মধ্যে বাংলাদেশের সাথে ভারতের সীমানা দীর্ঘতম। সীমারেখার দৈর্ঘ্য –  ৪০৯৬.৭ কিলোমিটার।
  • ভারত ও বাংলাদেশের সীমারেখা তিন বিঘা করিডর নামে পরিচিত
  • ভারতের পাঁচটি রাজ্য বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে – পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম।
  • পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য প্রায় ২২১৬ মিটার।
  • বাংলাদেশের প্রধান শিল্প হলো পাট শিল্প।

চীন

রাজধানীবেজিং
মুদ্রারেনমিনবি / ইউয়ান
প্রধান ভাষামান্দারিন
উচ্চতম পর্বতশৃঙ্গমাউন্ট এভারেস্ট
প্রধান নদনদীইয়াং সি কিয়াং, হোয়াং হো
চীন সম্পর্কিত কিছু তথ্য
  • ভারত ও চীনের সীমান্ত রেখার দৈর্ঘ্য প্রায় – ৩৪৮৮ কিলোমিটার।
  • ভারতের চারটি রাজ্য – হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুনাচলপ্রদেশ এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল – লাদাখ চীনের সাথে সীমানা ভাগ করে ।
  • ভারত ও চিনের মধ্যবর্তী সীমান্ত  ম্যাকমোহন লাইন নামে পরিচিত। ভারত ও চীনের মধ্যে যে অঞ্চল নিয়ে বিবাহ দেখা যায় সেটি Line of Actual Control নামে পরিচিত।
  • জনসংখ্যার নিরিখে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশ হলো চীন।
  • হুনান প্রদেশকে চিনের ধান ভাণ্ডার বলা হয়।
  • চীনের দুঃখ বলা হয় হোয়াং হো নদীকে ।

পাকিস্তান

রাজধানীইসলামাবাদ
মুদ্রাপাকিস্তানী রুপী
প্রধান ভাষাউর্দু
উচ্চতম পর্বতশৃঙ্গতিরিচমির
প্রধান নদনদীসিন্ধু
পাকিস্তান সম্পর্কিত কিছু তথ্য
  • ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখার দৈর্ঘ্য প্রায় – ৩৩২৩ কিলোমিটার।
  • ভারতের তিনটি  রাজ্য – গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল – জম্মু-কাশ্মীর ও লাদাখ পাকিস্তানের সাথে সীমানা ভাগ করে।
  • ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখা – র‌্যাডক্লিফ লাইন, লাইন অফ কন্ট্রোল এবং স্যার ক্রিক প্রণালী (গুজরাট ও সিন্ধ এর মাঝে ) নামে পরিচিত।
  • “পাকিস্তান” কথিত অর্থ ‘পবিত্রদের দেশ’ এবং ১৯৩৩ খ্রিস্টাব্দে “পাকিস্তান” শব্দটি তৈরী করেন চৌধুরী রহমত আলী।
  • পৃথিবীর দ্বিতীয় উষ্ণতমস্থান জোকোবাবাদ এখানে অবস্থিত।
  • পাকিস্তানে ক্যারেজ প্রথায় জলসেচ উল্লেখযোগ্য।

নেপাল

রাজধানীকাঠমান্ডু
মুদ্রানেপালী রুপী
প্রধান ভাষানেপালী
উচ্চতম পর্বতশৃঙ্গমাউন্ট এভারেস্ট
প্রধান নদনদীকর্নালী(দীর্ঘতম), কোশী,কালীসেতি
নেপাল সম্পর্কিত কিছু তথ্য
  • ভারত ও নেপালের সীমান্ত রেখার দৈর্ঘ্য প্রায় – ১৭৫১ কিলোমিটার।
  • ভারতের পাঁচটি রাজ্য নেপালের সাথে সীমানা ভাগ করে –  বিহার, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ।
  • নেপালের একটি স্থলবেষ্টিত ( Landlocked Country ) দেশ।
  • ৮০০০ মিটারেরও অধিক উচ্চতাসম্পন্ন হিমালয়ের ১৪টি শৃঙ্গের মধ্যে ৮টি নেপালে অবস্থিত।
  • কাঠমান্ডুতে SAARC-এর সদরদপ্তর অবস্থিত।

মায়ানমার

রাজধানীনেপিডো (Naypyidaw)
মুদ্রাকিয়াত
প্রধান ভাষাবর্মী
উচ্চতম পর্বতশৃঙ্গকাকাবোরাজি
প্রধান নদনদীইরাবতী
মায়ানমার সম্পর্কিত কিছু তথ্য
  • ভারত ও মায়ানমারের সীমান্ত রেখার দৈর্ঘ্য প্রায় – ১৬৪৩ কিলোমিটার।
  • ভারতের চারটি রাজ্য মায়ানমারের সাথে সীমানা ভাগ করে – মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, অরুনাচলপ্রদেশ।
  • মায়ানমারকে প্যাগোডার দেশ বলা হয়।

ভুটান

রাজধানীথিম্পু
মুদ্রাগুলট্রাম
প্রধান ভাষাজংখা
উচ্চতম পর্বতশৃঙ্গকুলাকাংড়ি
প্রধান নদনদীমানস
ভুটান সম্পর্কিত কিছু তথ্য
  • ভারত ও ভুটানের সীমান্ত রেখার দৈর্ঘ্য প্রায় – ৬৯৯  কিলোমিটার।
  • ভারতের চারটি রাজ্য ভুটানের সাথে সীমানা ভাগ করে – সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম ও অরুনাচল প্রদেশ।
  • পৃথিবীর প্রথম কার্বনমুক্ত দেশ হলো ভুটান।
  • ভুটান গর্জনকারী ড্রাগনের দেশ বা বজ্রপাতের দেশ নামে পরিচিত।
  • ভারতের সহযোগিতায় এখানে চুখা নামক জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

আফগানিস্তান

রাজধানীকাবুল
মুদ্রাআফগানি
প্রধান ভাষাপাস্ত, ডরি
উচ্চতম পর্বতশৃঙ্গনোশাক
প্রধান নদনদীআমুদরিয়া, হেলমন্দ (দীর্ঘতম )
আফগানিস্তান সম্পর্কিত কিছু তথ্য
  • আফগানিস্তান নামের অর্থ হলো – আফগানদের দেশ।
  • ভারত ও আফগানিস্তানের সীমান্ত রেখার দৈর্ঘ্য প্রায় – ১০৬ কিলোমিটার।
  • ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম- ডুরান্ড লাইন
  • আফগানিস্তান একটি স্থলবেষ্টিত ( Landlocked Country ) দেশ।
  • খাইবার গিরিপথ, আফগানিস্তান ও পাকিস্তানকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সড়কপথ।

শ্রীলংকা

রাজধানীশ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে
মুদ্রাশ্রীলংকান রুপী
প্রধান ভাষাসিংহলী
উচ্চতম পর্বতশৃঙ্গপেড্রতালাগালা
প্রধান নদনদীমহাবলী গঙ্গা
শ্রীলংকা সম্পর্কিত কিছু তথ্য
  • শ্রীলঙ্কা নামটি এসেছে সংস্কৃত শব্দ “শ্রী” ও “লংকা” থেকে। শ্রী শব্দের অর্থ পবিত্র এবং লংকা অর্থ দ্বীপ।
  • পক প্রণালী শ্রীলংকাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছেন।
  • ভারত ও শ্রীলংকার মধ্যে মান্নার উপসাগর অবস্থিত।
  • শ্রীলংকা – দারুচিনির দেশ এবং প্রাচ্যের মুক্তা নামেও পরিচিত।
  • জাফনা উপদ্বীপে প্রচুর মশলার চাষ হয়।

মালদ্বীপ

রাজধানীমালে
মুদ্রারূফিয়া
প্রধান ভাষাধিভেহী
উচ্চতম পর্বতশৃঙ্গ
প্রধান নদনদী
মালদ্বীপ সম্পর্কিত কিছু তথ্য
  • পৃথিবীর অন্যতম নিম্ন দেশ হলো মালদ্বীপ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা মাত্র ২.৩ মিটার।
  • পর্যটন শিল্প হলো এখানকার অন্যতম শিল্প।
  • মধ্যযুগে ইবন বতুতা ও অন্যান্য আরব পর্যটকেরা এই অঞ্চলকে ‘মহাল দিবিয়াত’ নামে উল্লেখ করেছেন। আরবীতে মহাল অর্থ প্রাসাদ। বর্তমানে এই নামটিই মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয়।

নিচের Download লিংক থেকে – ভারতের প্রতিবেশী দেশসমূহ -এর PDF ভার্সন ডউনলোড করে নাও ।

Download Section

  • File Name : ভারতের প্রতিবেশী দেশসমূহ
  • File Size : 175 Kb
  • No. of Pages : 05
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Geography

Download 

আরো দেখে নাও :

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা | Important International Boundaries

ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা

ভারতের বিভিন্ন রাজ্য ও শহরের পরিবর্তিত নাম

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

ভারতের প্রতিবেশী দেশ কয়টি ?

৯টি

ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি ?

চীন

ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?

মালদ্বীপ

পাকিস্তানের রাজধানীর নাম কি ?

ইসলামাবাদ

বাংলাদেশের রাজধানীর নাম কি ?

ঢাকা

আফগানিস্তানের রাজধানীর নাম কি ?

কাবুল

চীনের রাজধানীর নাম কি ?

বেজিং

ম্যাকমোহন লাইন- কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে ?

ভারত ও চীন

ডুরান্ড লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত ?

ভারত ও আফগানিস্তান / পাকিস্তান ও আফগানিস্তান ( দুটোকেই ডুরান্ড লাইন বলা হয় )

পাকিস্তানের স্বাধীনতা দিবস কবে ?

১৪ই আগস্ট

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button