General Knowledge Notes in BengaliPolity Notes
ভারতের জাতীয় প্রতীক | National Symbols of India – PDF
National Symbols of India
ভারতের জাতীয় প্রতীক
প্রিয় পাঠকেরা, আজকে তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের বিভিন্ন জাতীয় প্রতীকের তালিকা। তালিকার নিচে দেওয়া রইলো ভারতের জাতীয় প্রতীক (National Symbols of India ) সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য।
ভারতের জাতীয় বিষয় সমূহ
শিরোনাম | জাতীয় প্রতীক |
---|---|
জাতীয় পতাকা | তিরঙ্গা |
জাতীয় সংগীত | জন গণ মন |
জাতীয় স্তোত্র / রাষ্ট্রগীত | বন্দেমাতরম |
জাতীয় পঞ্জিকা | শক পঞ্জিকা |
জাতীয় স্তম্ভ | অশোক স্তম্ভ ( অশোকের সিংহচতুর্মুখ স্তম্ভশীর্ষের একটি রূপান্তর) |
জাতীয় ফল | আম |
ভারতের জাতীয় ফুল | পদ্ম |
জাতীয় বৃক্ষ | ভারতীয় বটগাছ |
জাতীয় প্রাণী | রয়েল বেঙ্গল টাইগার |
জাতীয় জলজ প্রাণী | গঙ্গা নদীর ডলফিন |
জাতীয় পাখি | ময়ূর |
জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী | ভারতীয় হাতি |
জাতীয় সরীসৃপ | কিং কোবরা |
জাতীয় মুদ্রা | ভারতীয় রুপি |
জাতীয় নদী | গঙ্গা |
ভারতের জাতীয় সব্জি | কুমড়ো |
আনুগত্যের শপথ | জাতীয় অঙ্গীকার |
জাতীয় স্মৃতিসৌধ | ইন্ডিয়া গেট |
জাতীয় পানীয় | চা |
জাতীয় খাবার | খিচুড়ি |
কিছু অতিরিক্ত তথ্য :
- ভারতের জাতীয় পতাকার ডিজাইন কোরেছেন – পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল ১৯৪৭ সালের ২২ সে জুলাই।
- ভারতের জাতীয় সংঙ্গীত ১৯১১ সালে কংগ্রেস অধিবেশনে প্রথম গাওয়া হয়। জাতীয় সংগীত ৫২ সেকেন্ডের সমাপ্ত করতে হয়। রবীন্দ্রনাথ রচিত “জন গণ মন” গানটির পাঁচটি স্তবকের মধ্যে প্রথম স্তবকটি ভারতের জাতীয় সংগীত রূপে গৃহীত হয় ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি।
- জাতীয় গান ( National Song ) – বন্দেমাতরম , ১৮৯৬ সালের কংগ্রেস অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। এই গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর আনন্দমঠ ( ১৮৮২ ) উপন্যাস থেকে নেওয়া হয়েছে। গানটির ইংরেজি অনুবাদ করেছিলেন অরবিন্দ ঘোষ।
- ১৯৬৩ সালে ময়ূর ভারতের জাতীয় পাখির মর্যাদা পেয়েছিলো।
- ১৯৭২ সাল পর্যন্ত ভারতের জাতীয় পশু ছিল সিংহ। ১৯৭৩ সালে প্রজেক্ট টাইগার শুরু হয় এবং ভারতের জাতীয় পশুর মর্যাদা পায় বাঘ।
- ১৯৫০ সালে বটগাছকে ভারতের জাতীয় বৃক্ষের মর্যাদা দেওয়া হয়েছে।
- ১৯৫০ সালে পদ্মকে ভারতের জাতীয় ফুলের মর্যাদা দেওয়া হয়েছে।
- ১৯৭২ সালে শুশুক বা গাঙ্গেয় ডলফিনকে ভারতের জাতীয় জলজ প্রাণীর মর্যাদা দেওয়া হয়েছে।
- ২০০৮ সালে গঙ্গাকে ভারতের জাতীয় নদীর মর্যাদা দেওয়া হয়।
- ভারতের সরকারি/জাতীয় মুদ্রার প্রতীকটি ডিজাইন করেছেন উদয় কুমার, ২০১০ সালের ১৫ই জুলাই।
আরো দেখে নাও :
বিভিন্ন দেশের জাতীয় প্রতীক । National Emblem of Different Countries – PDF
ভারতের প্রথম মহিলা | প্রথম ভারতীয় মহিলা | ভারতের প্রথমরা
স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা । First Cabinet of India
ভারতের সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র ( PDF )
ভারতের বিভিন্ন রাজ্য ও শহরের পরিবর্তিত নাম
Download Section
- File Name : ভারতের জাতীয় প্রতীক _ National Symbols of India – বাংলা কুইজ
- File Size : 2.5 MB
- No. of Pages : 03
- Format : PDF
- Language : Bengali
- Topic : National Symbols of India
To check our latest Posts - Click Here