General Knowledge Notes in BengaliQuizQuiz

বিশ্ব পরিসংখ্যান দিবস ২০২০ – কিছু গুরুত্বপূর্ণ তথ্য

World Statistics Day

বিশ্ব পরিসংখ্যান দিবস ২০২০

আজ ২০শে অক্টোবর ২০২০ সালে পালিত হলো তৃতীয় বিশ্ব পরিসখ্যান দিবস ( World Statistics Day ) । দেখে নেওয়া যাক বিশ্ব পরিসংখ্যান দিবস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য । #StatsDay2020

১. বিশ্ব পরিসখ্যান দিবস প্রথম কোন বছর পালন করা হয় ?

উত্তর :
২০১০ সালে প্রথম বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয়েছিল।

২. বিশ্ব পরিসখ্যান দিবস কত বছর অন্তর পালন করা হয় ?

উত্তর :
বিশ্ব পরিসংখ্যান দিবস প্রতি ৫ বছর অন্তর পালন করা হয়

৩. কোন দিনটিতে বিশ্ব পরিসখ্যান দিবস পালন করা হয় ?

উত্তর :
২০ই অক্টোবর

৪. প্রথম বিশ্ব পরিসখ্যান দিবস কবে পালন করা হয়েছিল ?

উত্তর :
২০১০ সালের ২০ই অক্টোবর

৫. বিশ্ব পরিসখ্যান দিবস ঘোষণা করেছিল কোন সংস্থা ?

উত্তর :
Statistics Division of the Department of Economic and Social Affairs, United Nations

৬. ২০২০ সালে কততম বিশ্ব পরিসখ্যান দিবস পালন করা হলো ? ‘

উত্তর :
তৃতীয়

৭. ২০২০ সালের বিশ্ব পরিসখ্যান দিবসের থিম কি ছিল ?

উত্তর :
connecting the world with data we can trust

৮. পরিসংখ্যান উৎসাহী ও বিশেষজ্ঞরা কোন অফিসিয়াল হ্যাশট্যাগ ব্যবহার করে ২০২০ সালের পরিসখ্যান সম্পর্কিত আলোচনায় অংশ নিতে পারে ?

উত্তর :
#StatsDay2020

৯. পরিসংখ্যানের জনক বা রাশিবিজ্ঞানের জনক (Father of Statistics ) কাকে বলা হয় ?

উত্তর :
Sir Ronald Aylmer Fisher

১০. কাকে Father of Indian Statistics বা ভারতের রাশিবিজ্ঞানের জনক বলা হয় ?

উত্তর :
প্রশান্ত চন্দ্র মহালানবিস

১১. ভারতে জাতীয় পরিসংখ্যান দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

উত্তর :
২৯শে জুন, প্রশান্ত চন্দ্র মহালানবিস -এর জন্মদিনে

 

আরো দেখে নাও : 

বাংলা কুইজ-সেট ১৪১ -রাশি বিজ্ঞান দিবস

জাতীয় এবং আন্তর্জাতিক দিবস

বিশ্ব ছাত্র দিবস – ১৫ই অক্টোবর । World Students’ Day

জাতীয় ক্রীড়া দিবস । কুইজ সেট – ১৫৩ । Sports Quiz

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button