QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৬৮ – ক্যুইজের প্রশ্ন ও উত্তর

Bangla Quiz - Set 168

ক্যুইজের প্রশ্ন ও উত্তর

বন্ধুরা তোমাদের জন্য দেওয়া রইলো বাছাই করা ১০ টি ক্যুইজের প্রশ্ন।

১. আধুনিক পর্যায় সারণিতে ইংরেজী বর্ণের কোন অক্ষরটির উপস্থিতি পাওয়া যায় না?

উত্তর :
J

২. রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত একমাত্র চলচ্চিত্রের নাম কী?

উত্তর :
নটীর পূজা

৩. পৃথিবীর একমাত্র কোন দেশের ওপর দিয়ে বিষুব রেখা ও মকর ক্রান্তি রেখা দুটিই গিয়েছে?

উত্তর :
ব্রাজিল 

৪. The Nice Guy Who Finished First” কোন বিখ্যাত ভারতীয়র জীবনী মুলক গ্রন্থ?

উত্তর :
রাহুল দ্রাবিড়

৫. ১৯৫১ সালে ভারতে চালু হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়। এখনো পর্যন্ত ভারতে মোট কতগুলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে?

উত্তর :
১২টি  

৬. আসাম পর্যটনের ট্যাগ-লাইন কোনটি?

উত্তর :
Awesome Assam  

৭.  New Horizons কোন মহাজাগতিক বস্তু/জিনিসের অধ্যায়নের জন্য অভিযান/মিশন ?

উত্তর :
প্লুটো 

৮. সম্প্রতি ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়িয়ে প্রথম পর্যায়ের ৫টি রাফায়েল ফাইটার জেট ভারতে আনা হল। রাফায়েলের পাইলটদের প্যাচগুলির ডিজাইনার কে?

উত্তর :
সৌরভ চোরদিয়া

৯. সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে বিশাল বিস্ফোরণে প্রাণ হারালেন শতাধিক মানুষ।
এই দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী?

উত্তর :
অ্যামোনিয়াম নাইট্রেট

১০. SEBI(শেয়ার মার্কেটের সাথে যুক্ত) কথার পুরো অর্থ কী?

উত্তর :
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (Securities and Exchange Board of India)

আরো দেখে নাও :

বাংলা কুইজ – সেট ১৬৭ – ক্যুইজের প্রশ্ন ও উত্তর

এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam

Googly Quiz Set 2 । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button