ক্যুইজের প্রশ্ন ও উত্তর
বন্ধুরা তোমাদের জন্য দেওয়া রইলো বাছাই করা ১০ টি ক্যুইজের প্রশ্ন।
১. আধুনিক পর্যায় সারণিতে ইংরেজী বর্ণের কোন অক্ষরটির উপস্থিতি পাওয়া যায় না?
২. রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত একমাত্র চলচ্চিত্রের নাম কী?
৩. পৃথিবীর একমাত্র কোন দেশের ওপর দিয়ে বিষুব রেখা ও মকর ক্রান্তি রেখা দুটিই গিয়েছে?
৪. “The Nice Guy Who Finished First” কোন বিখ্যাত ভারতীয়র জীবনী মুলক গ্রন্থ?
৫. ১৯৫১ সালে ভারতে চালু হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়। এখনো পর্যন্ত ভারতে মোট কতগুলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে?
৬. আসাম পর্যটনের ট্যাগ-লাইন কোনটি?
৭. New Horizons কোন মহাজাগতিক বস্তু/জিনিসের অধ্যায়নের জন্য অভিযান/মিশন ?
৮. সম্প্রতি ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়িয়ে প্রথম পর্যায়ের ৫টি রাফায়েল ফাইটার জেট ভারতে আনা হল। রাফায়েলের পাইলটদের প্যাচগুলির ডিজাইনার কে?
৯. সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে বিশাল বিস্ফোরণে প্রাণ হারালেন শতাধিক মানুষ।
এই দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী?
১০. SEBI(শেয়ার মার্কেটের সাথে যুক্ত) কথার পুরো অর্থ কী?
আরো দেখে নাও :
বাংলা কুইজ – সেট ১৬৭ – ক্যুইজের প্রশ্ন ও উত্তর
To check our latest Posts - Click Here