General Knowledge Notes in BengaliHistory Notes
আলেকজান্ডার ও আলেকজান্ডারের ভারত আক্রমণ
Alexander the Great
আলেকজান্ডার ও আলেকজান্ডারের ভারত আক্রমণ
দেওয়া রইলো আলেকজান্ডার ও আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কিত বিভিন্ন তথ্য।প্রাচীন ভারতের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।
আলেকজান্ডার
- ৩৫৬ খ্রিস্টপূর্বাব্দে পেল্লা নামক স্থানে জন্মগ্রহণ করেন।
- প্রথম জীবনে ষোল বছর বয়স পর্যন্ত আলেকজান্ডার দার্শনিক অ্যারিস্টটলের নিকট শিক্ষালাভ করেন।
- মাত্র ২০ বছর বয়সে পিতা দ্বিতীয় ফিলিপের মৃত্যুর পরে ম্যাসিডোনিয়ার সিংহাসনে বসেন।
- তিনি ছিলেন আর্গিয়াদ রাজবংশের একজন রাজা।
- প্রকৃতপক্ষে আমরা যে আলেকজান্ডারের ভারতে আক্রমণ সম্পর্কে পড়ে থাকি তিনি ছিলেন তৃতীয় আলেকজান্ডার।
- “পৃথিবীর শেষপ্রান্তে” পৌছনোর স্পৃহায় তিনি ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে ভারত অভিযান শুরু করেন।
আলেকজান্ডারের ভারত আক্রমণ
- ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন।
- আলেকজান্ডারের ভারত আক্রমণ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর ফলে উপমহাদেশের সভ্যতা ও সংস্কৃতি বিজয়ী গ্রিকদের সভ্যতা, সংস্কৃতি ও চিন্তাভাবনার সাথে পরিচিত হয়ে ওঠার সুযোগ পায়।
- আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা ছিলেন – ধননন্দ।
- তক্ষশীলার রাজা অম্ভি বিনাযুদ্ধে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করে নেন।
- ক্রমে আলেকজান্ডারের ভয়ে ভীত কোফিউস, অশ্বজিৎ, শশীগুপ্ত প্রভৃতি রাজারা আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করে নেন।
- পুষ্করাবতীর রাজা অষ্টক গ্রিকসেনাবাহিনী কর্তৃক ৩০ দিন অবরুদ্ধ অবস্থায় যুদ্ধ করে প্রাণত্যাগ করেন।
- অশ্বায়ন ও অশ্বকায়ন জটিদুটি আলেকজান্ডারকে বাঁধা দেয় ফলে মশকবর্তী ও অন্তক নামক নগরদুটি জয় করতে আলেকজান্ডারকে বেশ বেগ পেতে হয়।
আলেকজান্ডার ও পুরু :
- ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা পুরু আলেকজান্ডারেকে প্রবলভাবে বাঁধা দিয়েও পরাজিত হন ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধে।
- পুরুর বীরত্বে মুগ্ধ হয়ে আলেকজান্ডার পুরুর নিজস্ব রাজ্য এবং সাথে আরো কয়েকটি রাজ্য পুরুকে অর্পণ করেন।
- আলেকজান্ডারের ঘোড়ার নাম ছিল বুসেফেলাস। বুসেফেলাস হিদাসপিসের যুদ্ধের পরে মারা যায়। বুসেফেলাসের সমাধি রয়েছে পাকিস্তানের জালালপুর সেরিফে ।
আলেকজান্ডারের মৃত্যু
- আলেকজান্ডার প্রায় ১৯ মাস ভারতে ছিলেন।
- দীর্ঘ সময় ভারতের থাকার কারণে আলেকজান্ডারের সেনারা ক্রমশ বিদ্রোহী হয়ে উঠলে আলেকজান্ডার স্বদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন।
- আলেকজান্ডারের মৃত্যু : বাড়ি ফেরার পথে ব্যাবিলনে ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে মাত্র ৩২ বছর বয়সে আলেকজান্ডারের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে।
- আলেকজান্ডার এথেন্সের অনুকরণে প্যাঁচার চাপযুক্ত স্বর্ণমুদ্রা এবং ড্রাকম নামক রৌপ্য মুদ্রা চালু করেছিলেন ।
আরো দেখে নাও :
মগধের উত্থান –পার্ট ৪ –মৌর্য সাম্রাজ্যের ইতিহাস
সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা ও প্রতিবাদী ধর্ম আন্দোলন – প্রশ্ন ও উত্তর
ষোড়শ মহাজনপদ – নাম, রাজধানী ও বর্তমান অবস্থান
To check our latest Posts - Click Here