General Knowledge Notes in BengaliNotes

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা | পশ্চিমবঙ্গের প্রথমারা

List of First Woman of West Bengal

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা | পশ্চিমবঙ্গের প্রথমরা

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা – দের নিয়ে একটি তালিকা।

বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম মহিলাদের তালিকা

বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম মহিলাদের তালিকা দেওয়া রইলো ।

ক্ষেত্রপ্রথম মহিলা
প্রথম মহিলা মুখ্যমন্ত্রীমমতা ব্যানার্জী
মহিলা রাজ্যপালপদ্মজা নাইডু (১৯৫৬-৫৭)।
পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম মহিলা মন্ত্রীমমতা ব্যানার্জী (২০১১-বর্তমান) ।
কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারকপদ্ম খাস্তগীর ও মঞ্জুলা দেবী।
প্রথম ওকালতি করেছেনরেজিনা গুহ।
প্রথম অবৈতনিক মহিলা ম্যাজিস্ট্রেটপ্রভা বন্দ্যোপাধ্যায়।
প্রথম ডিএসসি উপাধি প্রাপকঅসীমা চট্টোপাধ্যায়।
প্রথম এমএ পাশ মহিলারানু ঘোষ।
প্রথম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যডঃ রমা চৌধুরী।
প্রথম মহিলা ডাক্তারডঃ কাদম্বিনী গাঙ্গুলী (১৮৮৬)।
প্রথম মহিলা ইঞ্জিনিয়ারইলা মজুমদার।
প্রথম বিমান চালিকাদূর্বা বন্দ্যোপাধ্যায়।
ভারতের জাতীয় দলের হয়ে খেলা পশ্চিমবঙ্গের
প্রথম মহিলা ক্রিকেটার
সন্ধ্যা মজুমদার।
প্রথম পত্রিকার সম্পাদিকাভুবনমোহিনী দেবী।
ইংরেজি ভাষায় কবিতা রচনাকারী প্রথম মহিলাতরু দত্ত, চন্দ্রলেখা বসু এবং অরু দত্ত।
First Woman in West Bengal in Bengali

এরকম আরও কিছু পোস্ট :

বিশ্বে প্রথম মহিলা তালিকা – First Woman in the World – PDF

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা – ভারতের প্রথম মহিলা – PDF

পশ্চিমবঙ্গের সমস্ত মুখ্যমন্ত্রীর তালিকা – PDF

কিছু প্রশ্ন ও উত্তর

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে ?
মাতঙ্গিনী হাজরা

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ?
পদ্মজা নাইডু (১৯৫৬-৫৭)

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে ?
ডঃ কাদম্বিনী গাঙ্গুলী (১৮৮৬)।

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button