General Knowledge Notes in BengaliNotes
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা | পশ্চিমবঙ্গের প্রথমারা
List of First Woman of West Bengal
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা | পশ্চিমবঙ্গের প্রথমরা
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা – দের নিয়ে একটি তালিকা।
বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম মহিলাদের তালিকা
বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম মহিলাদের তালিকা দেওয়া রইলো ।
ক্ষেত্র | প্রথম মহিলা |
---|---|
প্রথম মহিলা মুখ্যমন্ত্রী | মমতা ব্যানার্জী |
মহিলা রাজ্যপাল | পদ্মজা নাইডু (১৯৫৬-৫৭)। |
পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী | মমতা ব্যানার্জী (২০১১-বর্তমান) । |
কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারক | পদ্ম খাস্তগীর ও মঞ্জুলা দেবী। |
প্রথম ওকালতি করেছেন | রেজিনা গুহ। |
প্রথম অবৈতনিক মহিলা ম্যাজিস্ট্রেট | প্রভা বন্দ্যোপাধ্যায়। |
প্রথম ডিএসসি উপাধি প্রাপক | অসীমা চট্টোপাধ্যায়। |
প্রথম এমএ পাশ মহিলা | রানু ঘোষ। |
প্রথম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য | ডঃ রমা চৌধুরী। |
প্রথম মহিলা ডাক্তার | ডঃ কাদম্বিনী গাঙ্গুলী (১৮৮৬)। |
প্রথম মহিলা ইঞ্জিনিয়ার | ইলা মজুমদার। |
প্রথম বিমান চালিকা | দূর্বা বন্দ্যোপাধ্যায়। |
ভারতের জাতীয় দলের হয়ে খেলা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ক্রিকেটার | সন্ধ্যা মজুমদার। |
প্রথম পত্রিকার সম্পাদিকা | ভুবনমোহিনী দেবী। |
ইংরেজি ভাষায় কবিতা রচনাকারী প্রথম মহিলা | তরু দত্ত, চন্দ্রলেখা বসু এবং অরু দত্ত। |
এরকম আরও কিছু পোস্ট :
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা – ভারতের প্রথম মহিলা – PDF
কিছু প্রশ্ন ও উত্তর
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে ?
মাতঙ্গিনী হাজরা
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ?
পদ্মজা নাইডু (১৯৫৬-৫৭)
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে ?
ডঃ কাদম্বিনী গাঙ্গুলী (১৮৮৬)।
To check our latest Posts - Click Here