General Knowledge Notes in BengaliGeography Notes

50 টি পশ্চিমবঙ্গের ভূগোল WBCS প্রশ্নোত্তর – পার্ট ২ | একনজরে পশ্চিমবঙ্গ

West Bengal Geography Questions and Answers

50 টি পশ্চিমবঙ্গের ভূগোল WBCS প্রশ্নোত্তর – পার্ট ২

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ৫০টি পশ্চিমবঙ্গের ভূগোল WBCS প্রশ্নোত্তর । পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত এই প্রশ্ন ও উত্তর পর্ব কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে।  পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তরের প্রথম অংশটি নিচের লিংক থেকে দেখে নিতে পারো।

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তর –  পার্ট ১ | একনজরে পশ্চিমবঙ্গ

৫১. পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?

উত্তর :
মমতা বন্দ্যোপাধ্যায়

৫২. পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে?

উত্তর :
সি ভি আনন্দ বোস 

৫৩. কে সবথেকে বেশি সময়ের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে ছিলেন?

উত্তর :
জ্যোতি বসু.(২৩ বছর ১৩৭ দিন)



৫৪. পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন কে অর্জন করেন?

উত্তর :
ডক্টর বিধানচন্দ্র রায়

৫৫. পশ্চিমবঙ্গকে ভূমির প্রকৃতি অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায় ?

উত্তর :
তিন ভাগে

৫৬. পশ্চিমবঙ্গের সর্ব্বোচ শৃঙ্গ কোনটি?

উত্তর :
সান্দাকফু (3636 মিটার)

৫৭. পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্যাঞ্চলের উচ্চতা কীরূপ ?

উত্তর :
600 থেকে 4000 মিটারের মধ্যে

৫৮. পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্যাঞ্চল মূলত কোন কোন জেলায় বিস্তৃত ?

উত্তর :
জলপাইগুড়ি,দার্জিলিং, এবং কালিম্পং ।

৫৯. কোন নদী পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্যাঞ্চলকে পূর্ব ও পশ্চিমে দুই ভাগে ভাগ করেছে ?

উত্তর :
তিস্তা নদী ।

৬০. দার্জিলিং হিমালয় মূলত দুটি পর্বত শ্রেণী নিয়ে গঠিত,কী কী ?

উত্তর :
সিঙ্গালীলা এবং দার্জিলিং ।

৬১. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু শৃঙ্গ কোন পর্বতমালায় অবস্থিত ?

উত্তর :
সিঙ্গালীলা পর্বত

৬২. দার্জিলিং পর্বত শ্রেণী অপর কী নামে পরিচিত?

উত্তর :
ঘুম পর্বত শ্রেণী

৬৩. দার্জিলিং পর্বত শ্রেণীর দক্ষিণ ভাগে কোন ভূমিরূপ অবস্থিত ?

উত্তর :
তরাই অঞ্চল ।

৬৪. দার্জিলিং পর্বত শ্রেণীর প্রধান শৃঙ্গ কোনটি?

উত্তর :
টাইগারহিল (2,567 মিঃ) ।

৬৫. ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি?

উত্তর :
ঘুম (2,258 মিঃ)

৬৬. কালিম্পং জেলা তিস্তা নদীর কোন দিকে অবস্থিত ?

উত্তর :
পূর্ব দিকে ।

৬৭. জলপাইগুড়ি শহর তিস্তা নদীর কোন দিকে অবস্থিত ?

উত্তর :
পশ্চিমদিকে ।

৬৮. কালিম্পং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কোনটি ?

উত্তর :
ঋষিলা (3,121 মিঃ) ।

৬৯. উত্তরের পার্বত্যাঞ্চলের পশ্চিম বিভাগের প্রধান পর্বতের নাম কি ?

উত্তর :
সিঞ্চুলা (1,800 মিঃ) ।

৭০. সিঞ্চুলা পর্বতের পর্বত দুটি শৃঙ্গ নিয়ে গঠিত, কী কী ?

উত্তর :
রেনিগাঙ্গো (1,800 মিঃ) ও ছোট সিঞ্চুলা (1,726 মিঃ) ।

৭১. ঋষিলা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?

উত্তর :
দুরবিনদারা (1,372 মিঃ)।

৭২. দার্জিলিং শহর শিলা দ্বারা গঠিত ?

উত্তর :
নিস শিলা ।

৭৩. দার্জিলিং হিমালয় হিমালয়ের কোন অংশের অন্তর্গত ?

উত্তর :
হিমাচল হিমালয় ।

৭৪. দার্জিলিং জেলার কোন মহকুমা উত্তর এর পার্বত্যাঞ্চলের অন্তর্গত নয় ?

উত্তর :
শিলিগুড়ি মহকুমা ।

৭৫. কার্সিয়াং ডাউহিলের কোন অংশে অবস্থিত ?

উত্তর :
পশ্চিম ঢালে ।

৭৬. সিকিম ও দার্জিলিংকে পৃথক করেছে কোন পর্বতশ্রেণী ?

উত্তর :
সিঙ্গালীলা পর্বত শ্রেণী ।

৭৭. বক্সা গিরিপথ পশ্চিমবঙ্গ ও কোন দেশের মধ্যের সংযোগ রক্ষকারী গিরিপথ ?

উত্তর :
ভুটান

৭৮. দার্জিলিং-কার্সিয়াং পর্বত মালার উচ্চতম শৃঙ্গ কোনটি ?

উত্তর :
টাইগারহিল (2590 মিটার) ।

৭৯. পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল কয়টি জেলা নিয়ে গঠিত ?

উত্তর :
5 টি ।

৮০. পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল মূলত ভারতের কোন মালভূমির অংশ ?

উত্তর :
ছোটনাগপুর মালভূমির ।

৮১. পশ্চিমের মালভূমি কোন যুগের শিলা দ্বারা অঞ্চল গঠিত ?

উত্তর :
অর্কিয়ান যুগ ।

৮২. ভূমির প্রকৃতি অনুযায়ী পশ্চিমের মালভূমি অঞ্চল  কয় ভাগে বিভক্ত ?

উত্তর :
তিন ভাগে, শুশুনিয়া উচ্চভূমি,পুরুলিয়ার উচ্চভূমি এবং বরাভূম মালভূমি ।

৮৩. মালভূমি অঞ্চলের ছোটছোট পাহাড়গুলি স্থানীয় ভাষায় কি নামে পরিচিত ?

উত্তর :
ডুংরী ।

৮৪. কোন জেলায় ব্রাহ্মণী ঝর্ণা অবস্থিত ?

উত্তর :
পুরুলিয়া জেলায় ।

৮৫. পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

উত্তর :
গোর্গাবুরু ।

৮৬. পশ্চিমের মালভূমি অঞ্চলের উচ্চতম পাহাড় কোনটি ?

উত্তর :
অযোধ্যা (677 মিঃ) ।

৮৭. পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের উষ্ণ প্রস্রবনের নাম কি ?

উত্তর :
বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ ।

৮৮. পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের দ্বিতীয় উচ্চতম পাহাড়ের নাম কি ?

উত্তর :
পাঞ্চেৎ (643 মিঃ) ।

৮৯. পশ্চিমের মালভূমি অঞ্চলে কোন কোন শিলা দ্বারা গঠিত ?

উত্তর :
গ্রানাইট ও নাইস ।

৯০. পশ্চিমবঙ্গ এর ভূমির প্রকৃতি অনুযায়ী তিন টি ভাগ কী কী?

উত্তর :
উত্তরের পার্বত্য অঞ্চল,পশ্চিমের মালভূমি অঞ্চল,সমভূমি অঞ্চল ।

৯১. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায় ?

উত্তর :
ছয় ভাগে ।

৯২. উত্তরের সমভূমি অঞ্চল কোন কোন জেলায় বিস্তৃত ?

উত্তর :
দুই দিনাজপুর, মালদা ও জলপাইগুড়ি জেলার বিশেষ কিছু অংশে ।

৯৩.  পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চল কয় ভাগে বিভক্ত ?

উত্তর :
তিন ভাগে, তাল সমভূমি, বারেন্দ্রভূমি বা বারিন্দ এবং দিয়ারা ।

৯৪. তরাই-ডুয়ার্স সমভূমি অঞ্চল কোন অংশে বিস্তৃত ?

উত্তর :
দার্জিলিং জেলার শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলার উত্তর-পূর্বাংশে ।

৯৫. রাঢ় সমভূমি কোন কোন জেলায় বিস্তৃত ?

উত্তর :
বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং বীরভূম জেলার পূর্বাংশ রাঢ় অঞ্চলের অন্তর্গত|

৯৬. পশ্চিমবঙ্গের উপকূলীয় বালিয়াড়ি অঞ্চল কোন অংশে অবস্থিত ?

উত্তর :
বঙ্গোপসাগর উপকূলে (পূর্ব মেদনীপুর জেলায়) ।

৯৭. পশ্চিমবঙ্গের কোন জেলায় সুন্দরবন অবস্থিত ?

উত্তর :
দক্ষিণ চব্বিশ পরগনা ।

৯৮. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম অংশ কোনটি ?

উত্তর :
গঙ্গা বদ্বীপ সমভূমি অঞ্চল ।

৯৯. তাল সমভূমি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বিস্তৃত ?

উত্তর :
উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারের দক্ষিণাংশে ।

১০০. বারেন্দ্রভূমি কোন কোন জেলায় অবস্থিত ?

উত্তর :
মালদহ জেলায় এবং দক্ষিণ দিনাজপুর জেলার পূর্বাংশ।

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তর –  পার্ট ১ | একনজরে পশ্চিমবঙ্গ

আরো দেখে নাও :

পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, ব্যস্ততম

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা

পশ্চিমবঙ্গের নদনদী

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

2 Comments

Back to top button