সাধারণ জ্ঞান MCQ – সেট ৩০৬। সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর | Bengali
Daily General Awareness Practice Set – 306
সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর – সেট ৩০৬
বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সেট :
৪৫৬১. চুম্বক তৈরিতে নিচের কোন সংকর ধাতু ব্যবহৃত হয়?
(A) ডুরালুমিন
(B) স্টেইনলেস ষ্টীল
(C) অ্যালনিকো
(D) ম্যাগনালিয়াম
চুম্বক তৈরিতে সংকর ধাতু অ্যালনিকো ব্যবহৃত হয় ।
দেখে নাও বিভিন্ন সংকর ধাতুর উপাদান ও ব্যবহার – Click Here .
৪৫৬২. [CHSL 2018] Board of Industrial and Financial Reconstruction (BIFR) কোন সালে প্রতিষ্ঠিত হয়?
(A) ১৯৮৭
(B) ১৯৮৪
(C) ১৯৮৯
(D) ১৯৮১
The Sick Industrial Companies (Special Provisions) Act, 1985 (SICA) অনুসারে ১৯৮৭ সালে Board of Industrial and Financial Reconstruction (BIFR) প্রতিষ্ঠিত হয়েছিল।
৪৫৬৩. সম-পরিমাণ বৃষ্টিপাতের জায়গাগুলিকে যে কাল্পনিক রেখা যুক্ত করে তাকে বলে
(A) Isobath
(B) Isohyet
(C) Isozyme
(D) Isoneph
দেখে নাও বিভিন্ন সমমান রেখাসমূহের তালিকা – Click Here .
৪৫৬৪. “ক্যাপাসিট্যান্স (Capacitance )” এর একক কী?
(A) ওয়েবার
(B) ফ্যারাড
(C) টেসলা
(D) ওহম
“ক্যাপাসিট্যান্স (Capacitance )” এর SI একক হলো ফ্যারাড ।
৪৫৬৫. পর্যায় সারণীর দীর্ঘতম পর্যায় (period ) কোনটি ?
(A) ১
(B) ৫
(C) ৪
(D) ৬
পর্যায় সারণীর ৭টি পর্যায়ের মধ্যে দীর্ঘতম হলো ৬ ও ৭ নম্বর । এই দুটিতে ৩২টি করে মৌল রয়েছে।
দেখে নাও পর্যায় সারণির আলোচনা সহ আমাদের বিস্তারিত ক্লাসের ভিডিওটি –
৪৫৬৬. নিম্নলিখিত কোন কেন্দ্র শাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট রয়েছে?
(A) পুদুচেরি
(B) দিল্লি
(C) চণ্ডীগড়
(D) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
দেখে নাও ভারতের বিভিন্ন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্টের তালিকা – Click Here .
৪৫৬৭. নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে গান এবং নাচ নিষিদ্ধ করেছিলেন?
(A) জাহাঙ্গীর
(B) বাবর
(C) ঔরঙ্গজেব
(D) হুমায়ূন
ঔরঙ্গজেব তার সাম্রাজ্যে গান এবং নাচ নিষিদ্ধ করেছিলেন। যদিও তিনি নিজেই একজন ভালো বীনা বাদক ছিলেন ।
৪৫৬৮. পাল রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিলেন?
(A) দেবপাল
(B) গোপাল
(C) ধর্মপাল
(D) মহিপাল
পাল বংশের –
- প্রতিষ্ঠাতা – গোপাল
- শ্রেষ্ঠ রাজা – ধর্ম পাল
- শেষ রাজা – মদন পাল
দেখে নাও বিভিন্ন রাজবংশের প্রথম, শেষ এবং শ্রেষ্ঠ রাজার তালিকা – Click Here
৪৫৬৯. চীনা পরিব্রাজক হিউয়েন-সাং নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন ?
(A) তক্ষশীলা
(B) বিক্রমশিলা
(C) মগধ
(D) নালন্দা
চীনা পরিব্রাজক হিউয়েন-সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত ।
৪৫৭০. [CHSL 2018] আন্তঃ সংসদীয় ইউনিয়ন (Inter Parliamentary Union ) এর সদর দফতর কোথায় অবস্থিত ?
(A) সুইডেন
(B) ব্রিটেন
(C) আমেরিকা
(D) সুইজারল্যান্ড
আন্তঃ সংসদীয় ইউনিয়ন (Inter Parliamentary Union ) এর সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৮৯ খ্রিস্টাব্দে ।
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ৩০৪। Daily General Awareness | Bengali
সাম্প্রতিকী । মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স – সেপ্টেম্বর ২০২০ – PDF সহ
ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য দিবস
বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য
ভারতের উল্লেখযোগ্য ক্রীড়া ব্যক্তিগণ
ভৌগোলিক ক্ষেত্রে সমমান রেখাসমূহ
To check our latest Posts - Click Here