নোবেল পুরস্কার ২০২০ তালিকা | Nobel Prize 2020 । PDF
Nobel Prize 2020
নোবেল পুরস্কার ২০২০ তালিকা
প্রিয় পাঠকেরা, নোবেল পুরস্কার – ২০২০ সম্পর্কে আলোচনার আগে দেখে নিয়ে নোবেল পুরস্কার সম্পর্কিত কিছু শুরুত্বপূর্ণ তথ্য ।
নোবেল পুরস্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন ।
- “এ মার্চেন্ট অব ডেথ হু ডেড” নামক এক ফরাসি পত্রিকায় তাঁর আবিষ্কারের কারণে মৃত ব্যক্তিদের তালিকা দেখে আলফ্রেড নোবেল বিস্মিত ও দুঃখী হন ।
- আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল-এর মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয় ।
- প্রথম পুরস্কার প্রদান করা হয় ১৯০১ সালে ( অর্থনীতি ছাড়া )।
- অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৯ সালে ।
- নোবেল শান্তি পুরুস্কার প্রদান করা হয় নরওয়ের অসলো শহর থেকে।
- নোবেল শান্তি ছাড়া অন্য পুরস্কারগুলো প্রদান করা হয় স্টকহোম কনসার্ট হল(সুইডেন) থেকে।
- মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হল:
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- চিকিৎসা শাস্ত্র
- অর্থনীতি
- সাহিত্য এবং
- শান্তি ।
২০২০ সালের নোবেল প্রাপকদের তালিকা
চিকিৎসা বিজ্ঞান
২০২০ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা নিচে দেওয়া রইলো।
চিকিৎসা বিজ্ঞান | ||
হার্ভে জে অল্টার মার্কিন যুক্তরাষ্ট্র | চার্লস এম রাইস মার্কিন যুক্তরাষ্ট্র | মাইকেল হাউটনক ইংল্যান্ড |
হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য |
পদার্থবিজ্ঞান
২০২০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা নিচে দেওয়া রইলো।
পদার্থবিজ্ঞান | ||
রজার পেনরোজ ইংল্যান্ড | রেইনহার্ড গেঞ্জেল জার্মানি | আন্দ্রেয়া ঘেজ মার্কিন যুক্তরাষ্ট্র |
আপেক্ষিকতার সাধারণ তত্ত্বটি কৃষ্ণগহ্বরের গঠনের দিকে পরিচালিত করে প্রমাণ করার জন্য | গ্যালাক্সির কেন্দ্রে অদৃশ্য এবং ভারি একধরনের বস্তু (সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্ট) আবিষ্কারের জন্য |
রসায়ন
২০২০ সালে রসায়নে নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা নিচে দেওয়া রইলো।
রসায়ন | |
জেনিফার ডাউডনা৷ মার্কিন যুক্তরাষ্ট্র | এমানুয়েল শারপন্টিয়ের ফ্রান্স |
জিনোম এডিটিং-এর পদ্ধতি আবিষ্কার করার জন্য।
তাঁরা ‘জেনেটিক সিজার্স’ আবিষ্কার করেছেন। |
সাহিত্য
এই বছর সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা নিচে দেওয়া রইলো।
সাহিত্য | |
লুইস গ্লাক (কবি) মার্কিন যুক্তরাষ্ট্র | |
অসামান্য কাব্যকণ্ঠ ও নিভাবরণ সৌন্দর্যবোধের মাধ্যমে ব্যক্তিসত্তাকে সার্বজনীন করে তোলার
জন্য লুইস গ্লাক নোবেল পুরুস্কার পেলেন। |
শান্তি
২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা নিচে দেওয়া রইলো।
শান্তি | |
বিশ্ব খাদ্য কর্মসূচী সদর দপ্তর: রোম,ইতালি | |
সারা বিশ্বে ক্ষুধার জ্বালা মেটাতে, যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনার অক্লান্ত চেষ্টা এবং এই ক্ষুধার জ্বালা হিংসা ও যুদ্ধ ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়ায় বাধা দেওয়ার সব রকম চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য নোবেল পুরস্কার পেল এই সংস্থা। |
অর্থনীতি
এই বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা নিচে দেওয়া রইলো।
অর্থনীতি | |
পল রবার্ট মিলগ্রোম মার্কিন যুক্তরাষ্ট্র | রবার্ট বাটলার বব উইলসন মার্কিন যুক্তরাষ্ট্র |
নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য তাঁরা
অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন | |
নিচের ডাউনলোড লিংক থেকে PDF ফরম্যাটে নোবেল পুরস্কার ২০২০ তালিকা ডাউনলোড করে নিতে পারো।
Download Section
- File Name :
- File Size :
- No. of Pages :
- Format : PDF
- Language : Bengali
আরো দেখে নাও:
নোবেল পুরস্কার সম্পর্কিত বিভিন্ন তথ্য
জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download
To check our latest Posts - Click Here
এত সুন্দর একটি উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।