QuizQuiz

Googly Quiz – Set 2 । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর

Googly Questions - Dadagiri Style

Googly Quiz – Set 2 । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর

দাদাগিরি নিশ্চয় তোমার সবাই দেখো বা দেখেছো । এই টিভি সিরিয়ালটির একটি মজাদার এবং আকর্ষণীয় রাউন্ড হলো গুগলি রাউন্ড। আমাদের কুইজ প্রেমী বন্ধুরা অনেকদিন থেকেই আমাদের বলছিলো কিছু গুগলি প্রশ্ন ছাড়তে। আজকে দেওয়া রইলো গুগলির দ্বিতীয় সেটটি। এই গুগলি ধাঁধা / গুগলি প্রশ্ন ও উত্তর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ো। ভালো লাগলে আমরা চেষ্টা করবো আরো অনেক গুগলি সেট দেওয়ার।

১. চার অক্ষরের একটি বাংলা শব্দ যার প্রথম অক্ষর বাদ দিলে একটি ইংরেজী শব্দ হয়, যেটির অর্থ বাংলা শব্দটি?

উত্তর :
দেওয়াল.

২. আইপিএলের ম্যাচ – বিরাট কোহলি এবং রোহিত শর্মা মাঠে টস করতে এলেন। যে কয়েন দিয়ে টস হচ্ছে সেটিতে ১০ বারের মধ্যে ৭ বার টেল ও ৩ বার হেড পরে। রোহিত শর্মা  বলল টেল, বিরাট কোহলি বুদ্ধি করে টস টা করল, শেষমেশ কী পড়ল?

উত্তর :
কয়েন.

৩. কার সামনে সবাইকে হ্যাটস অফ্ (Hats Off) করতে হয়?

উত্তর :
নাপিত.

৪. কোন খেলা হৃদয় দিয়ে খেলতে হয়?

উত্তর :
তাস (হৃদয় = Hearts).

৫. মেয়েটি ছেলেটিকে মেসেজ করল “I love U”, ছেলেটি মেয়েটিকে রিপ্লাই করল “I love U too”, অথচ তারা দুজন দুজনকে ভালোবাসে না, তারা অভিনয়ও করছে না,তাহলে এরকম কথপোকথনের কারণ কী?

উত্তর :
তারা ‘U’ অক্ষরটির কথা বলছিল .

আরো দেখে নাও: Googly Quiz – Set 1 ]

৬. সমস্ত আবদ্ধ ও বন্দী থাকা সত্ত্বেও মুক্ত থাকে কোন জিনিস?

উত্তর :
মুক্ত .

৭. আজ পর্যন্ত রাজস্থানে টানা দুইদিন বৃষ্টি হয়নি,২০২০ তে তো অনেক কিছুই হচ্ছে,এটাও কী হতে পারে?

উত্তর :
সম্ভব নয়,কারণ পরপর দুটি দিনের মাঝে একটি রাত আসে.

৮. বিজয় এবং বিজয়া ছেলে ও মেয়ে। তারা সহোদরা কিন্তু যমজ নয়। অথচ তারা সম্পর্কে “ভাই – বোন” বা ” দাদা – দিদি” নয়। কী করে সম্ভব ?

উত্তর :
কারণ তারা ‘ভাই-দিদি’ অথবা ‘বোন-দাদা’.

৯. থাকাও যায় আবার মাপাও যায়, কী?

উত্তর :
গ্রাম.

১০. MJ,JJ,DJ এই সবগুলির মধ্যে সবথেকে বেশি ঠান্ডা কোনটি?

উত্তর :
DJ(December,January).

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button