মেহেরগড় সভ্যতা ( ৭০০০ – ২০০০ খ্রিস্টপূর্বাব্দ ) – মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য
- মেহেরগড় হলো ভারতের প্রাচীনতম সভ্যতা।
- আনুমানিক ৭০০০ খ্রিস্টপূর্বাব্দে নব্যপ্রস্তর যুগে এই শুরু।
- ১৯৭৪ খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতত্ববিদ জ্যাঁ ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মিডৌ।
- মেহেরগড় পাকিস্তানের বালুচিস্তানের ধাদর ( বোলান গিরিপথের নিকট ) অবস্থিত।
- এখানেই সর্বপ্রথম জীবন্ত মানুষের দাঁতে ফুটো ( Teeth Drilling ) করার নিদর্শন পাওয়া গিয়েছে।
- আফগানিস্তান , পশ্চিম এশিয়া, ইরান ও মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য চলতো।
- মেহেরগড়ের অধিবাসীরা ছিল অর্ধ-যাযাবর প্রকৃতির। তারা গম, যব প্রভৃতি ফসল চাষ করতো এবং গবাদি পশু – ছাগল, ভেড়া প্রভৃতি পালন করতেন।
- ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের নিদর্শন মেহেরগড় সভ্যতায় পাওয়া যায়।
- আত্মার দেহান্তর প্রাপ্তি, পরজন্ম, পুনর্জন্ম প্রভৃতিতে মেহেরগড়ের অধিবাসীরা বিশ্বাস করত এই কারণে তারা পুরুষদের মৃতদেহ সমাহিত করার সময় মৃতদেহের সঙ্গে ঝুড়ি, পুঁতি, চুড়ি, পাথর ও হাড়ের যন্ত্রপাতি ইত্যাদি কবরস্থ করতো।
- মেহেরগড়ের অধিবাসীরা সামুদ্রিক প্রাণীর খোলা, চুনাপাথর, বেলেপাথর, নীলকান্তমণি প্রভৃতি অলংকার ব্যবহার করতো।
- বাড়িঘরগুলো কাদামাটি দিয়ে তৈরী করা হতো।
- ছোট ছোট মানুষের মূর্তি, কুঁজ বিশিষ্ট ষাঁড়, হাড়ের তৈরী সুঁচ, সামুদ্রিক প্রাণীর খোলস প্রভৃতির নিদর্শন মিলেছে।
মেহেরগড় সভ্যতা সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি?
ভারতের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা।
মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন?
মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গিয়েছে ?
মেহেরগড় পাকিস্তানের বালুচিস্তানের বোলান নদীর তীরে অবস্থিত।
কোন সভ্যতায় সর্বপ্রথম Teeth Drilling এর নিদর্শন পাওয়া গিয়েছে ?
মেহেরগড় সভ্যতায়
মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা ?
নিওলিথিক বা নব্য প্রস্তর যুগের সভ্যতা
আরো দেখে নাও :
মগধের উত্থান – পার্ট ৩ – নন্দ বংশ
ষোড়শ মহাজনপদ – নাম, রাজধানী ও বর্তমান অবস্থান
ইতিহাস MCQ – সেট ৭৩ – মুঘল সাম্রাজ্যের ইতিহাস
History of Maratha Empire | মারাঠা সাম্রাজ্যের ইতিহাস | PDF
ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )
To check our latest Posts - Click Here