বাংলা কুইজ – সেট ১৬১- স্পোর্টস কুইজ
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো স্পোর্টস কুইজ -এর ১০ টি প্রশ্ন ও উত্তর। তোমাদের মধ্যে অনেকেই আমাদের অনুরোধ করেছো খেলাধুলা টপিকের ওপরে আরো বেশি করে সেট দেওয়ার জন্য। আমরা ধীরে ধীরে খেলাধুলা কুইজ বা স্পোর্টস কুইজ নিয়ে আরো বেশি সেট পোস্ট করার চেষ্টা করবো।
১. কোন দল সর্বাধিক বার রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে?
২. কোনো টেনিস খেলোয়াড় যখন সবকটি গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি জেতেন, তখন সেটিকে টেনিসের ভাষায় কি বলে?
৩. “CITIUS – ALTIUS – FORTIUS” (“Faster, Higher, Stronger”) কোন আন্তর্জাতিক ক্রীড়া /খেলাধুলার প্রতিযোগিতার মোটো (motto)?
আরো দেখে নাও : [ অলিম্পিকে ভারত ]
৪. ক্রীড়া ক্ষেত্রে পুস্কাস পুরষ্কার কাকে দেওয়া হয়?
৫. কোন দল সর্বাধিক বার পুরুষদের আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে?
৬. প্রথম কে রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার অর্জন করেন?
আরো দেখে নাও : [ জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download ]
৭. দক্ষিণ আফ্রিকার কোন ক্রিকেটার আইসিসি হল অফ্ ফেম ২০২০ তে অন্তর্ভুক্ত হলেন?
৮. একমাত্র কোন খেলোয়াড় আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট, একদিবসীয় ক্রিকেট ও টি-২০ ক্রিকেট প্রতি ক্ষেত্রেই নুন্যতম ১০০ টি ম্যাচ খেলেছেন?
৯. ২০১৯-২০ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতল বায়ার্ন মিউনিখ। ফাইনাল ম্যাচে একমাত্র গোলটি কে করেন?
আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ১৪৭- খেলাধুলা । Sports Quiz ]
১০. সম্প্রতি কে ভারতীয় পুরুষদের একদিবসীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন?
আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ১৫৮ –আইপিএল স্পেশাল কুইজ | IPL Quiz ]
To check our latest Posts - Click Here