সাধারণ জ্ঞান MCQ – সেট ৩০২। Daily General Awareness | Bengali
Daily General Awareness Practice Set - 302
সাধারণ জ্ঞান MCQ – সেট ৩০২
বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :
৪৫১১. বেঞ্জিন অণুর গঠনে বন্ড কোণ (ডিগ্রিতে) কত ?
(A) ৬০°
(B) ৯০°
(C) ১২০°
(D) ১৫০°
বেঞ্জিন অণুর গঠন একটি সুষম ষড়ভুজের মতন এবং এর প্রতিটি কোণের মান ১২০° ।
৪৫১২. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির মধ্য প্রদেশের সাথে কোনো সীমান্ত নয় ?
(A) উত্তর প্রদেশ
(B) ওড়িশা
(C) রাজস্থান
(D) গুজরাট
মধ্যপ্রদেশ আয়তনের দিন থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য।
এটি ৫টি রাজ্যের সীমানা ভাগ করে – উত্তরে উত্তর প্রদেশ, পূর্বে ছত্তিশগড়, দক্ষিণে মহারাষ্ট্র এবং পশ্চিমে গুজরাট ও রাজস্থান।
৪৫১৩. নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটিকে “ভারতের জাতীয় প্রতীক” -এ দেখতে পাওয়া যায় না ?
(A) ষাঁড়
(B) সিংহ
(C) উট
(D) ঘোড়া
ভারতের জাতীয় প্রতীক, হল অশোকের সিংহচতুর্মুখ স্তম্ভশীর্ষের একটি রূপান্তর। এটিতে সিংহ, ষাঁড়, ঘোড়া, পদ্মের ছবি দেখতে পাওয়া যায় ।
৪৫১৪. প্রোপেনের একটি অণুতে যথাক্রমে কতগুলি কার্বন এবং হাইড্রোজেন পরমাণু রয়েছে?
(A) ২, ৬
(B) ৩, ৮
(C) ৪, ১০
(D) ৪, ৮
প্রোপেনের সংকেত হলো C3H8
এতে ৩টি কার্বন এবং ৮টি হাইড্রোজেন পরমাণু রয়েছে ।
৪৫১৫. নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক ?
(A) যক্ষগন – কর্ণাটক
(B) সাত্তরিয়া – মণিপুর
(C) কালারিপায়াত্তু – কর্ণাটক
(D) গোমিরা – উত্তরপ্রদেশ
- যক্ষগন – কর্ণাটক
- সাত্তরিয়া – আসাম
- কালারিপায়াত্তু -কেরালা
- গোমিরা -পশ্চিমবঙ্গ
দেখে নাও বিভিন্ন রাজ্যের বিখ্যাত নৃত্যের তালিকা – Click Here
৪৫১৬. নিম্নলিখিতদের মধ্যে কার অভিমত ছিল যে আর্যরা তিব্বতের আদি বাসিন্দা ?
(A) ম্যাকডোনেল
(B) ম্যাক্স মুলার
(C) বাল গঙ্গাধর তিলক
(D) দয়ানন্দ সরস্বতী
স্বামী দয়ানন্দ সরস্বতী তার সত্যর্থ প্রকাশ গ্রন্থে এই অভিমত প্রকাশ করেন যে আর্যরা ছিল তিব্বতের আদি বাসিন্দা ।
৪৫১৭. ‘টর’ কিসের একক ?
(A) শক্তি
(B) চাপ
(C) ক্ষমতা
(D) বল
টর হলো চাপের একক । এক টর বলতে প্রমান বায়ুমণ্ডলীয় চাপের ১/৭৬০ ভাগ বোঝায় ।
৪৫১৮. অশোকের জৌগরা শিলালিপি (Jaugada Rock Edict ) কোন রাজ্যে অবস্থিত?
(A) অন্ধ্র প্রদেশ
(B) ওড়িশা
(C) উত্তরাখণ্ড
(D) গুজরাট
অশোকের জৌগরা শিলালিপি (Jaugada Rock Edict ) ওড়িশাতে রয়েছে।
মৌর্য সাম্রাজ্যের এক বিখ্যাত দুর্গ হলো কলিঙ্গের এই জৌগরা (Jaugada ) ।
৪৫১৯. ‘Great Indian Novel’ -এর রচয়িতা হলেন
(A) বিক্রম শেঠ
(B) চিত্রা বন্দ্যোপাধ্যায়
(C) অরবিন্দ আদিগা
(D) শশী থারুর
‘Great Indian Novel’ -এর রচয়িতা হলেন শশী থারুর ।
শশী থারুর-এর বিখ্যাত রচনাগুলি হলো –
- The Paradoxical Prime Minister
- Why I Am a Hindu
- An Era of Darkness: The British Empire in India
- The Great Indian Novel
৪৫২০. ধর্মরাজ রথ স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত?
(A) খাজুরাহো
(B) কাঞ্চিপুরম
(C) সুচিন্দরাম
(D) মহাবালীপুরম
ধর্মরাজ রথ স্মৃতিস্তম্ভটি তামিলনাড়ুর মহাবালীপুরমে অবস্থিত। এটি পাঁচটি ‘রথ’ কাঠামোর একটি অংশ এবং রথটিতে আটত্রিশটি শিলালিপি রয়েছে।
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ৩০০। Daily General Awareness | Bengali
সাম্প্রতিকী – আগস্ট মাস – ২০২০ । Monthly Current Affairs | August 2020
কোন গভর্নর জেনারেলের আমলে কি হয়েছে – তালিকা
বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য
ভৌগোলিক ক্ষেত্রে সমমান রেখাসমূহ
ভারতের উল্লেখযোগ্য ক্রীড়া ব্যক্তিগণ
গুরুত্বপূর্ণ সংস্থার CEO ও সদর দপ্তর এর তালিকা । List of Companies and their CEO in India । PDF
To check our latest Posts - Click Here