General Knowledge Notes in BengaliEconomyGeography Notes
বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য তালিকা
List of largest Producing State
বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য তালিকা তালিকা
প্রিয় পাঠকেরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্যের তালিকা। মাঝে মধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে কোনো একটি পণ্যের নাম দিয়ে জানতে চাওয়া হয় কোন রাজ্য এই পণ্যটি উৎপাদনে প্রথম। এই তালিকাটি একবার দেখে রাখলে ওই ধরণের প্রশ্নগুলো সহজেই উত্তর করা সম্ভব।
কোন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম
কোন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম তার তালিকা নিচে দেওয়া রইলো ।
ক্রম | পণ্যের নাম | প্রথম উৎপাদক রাজ্য |
---|---|---|
১ | ধান | পশ্চিমবঙ্গ |
২ | গম | উত্তর প্রদেশ |
৩ | ভুট্টা | মধ্যপ্রদেশ |
৪ | তুলা | গুজরাট |
৫ | শাকসব্জি | পশ্চিমবঙ্গ |
৬ | পাট | পশ্চিমবঙ্গ |
৭ | ডাল | মধ্যপ্রদেশ |
৮ | মিলেট | মহারাষ্ট্র |
৯ | সরিষা | রাজস্থান |
১০ | মোট তৈলবীজ | মধ্যপ্রদেশ |
১১ | আখ | উত্তর প্রদেশ |
১২ | তামাক | অন্ধ্রপ্রদেশ |
১৩ | নারকেল | তামিলনাড়ু |
১৪ | আপেল | জম্মু ও কাশ্মীর |
১৫ | আম | উত্তর প্রদেশ |
১৬ | তরমুজ | উত্তর প্রদেশ |
১৭ | রাবার | কেরালা |
১৮ | আঙ্গুর | মহারাষ্ট্র |
১৯ | আনারস | পশ্চিমবঙ্গ |
২০ | চা | আসাম |
২১ | কফি | কর্ণাটক |
২২ | কলা | তামিল নাড়ু |
২৩ | দুধ | উত্তরপ্রদেশ |
২৪ | টিন | ছত্তিসগড় |
২৫ | লৌহ আকরিক | কর্ণাটক |
২৬ | অ্যালুমিনিয়াম | ওড়িশা |
২৭ | রুপা | রাজস্থান |
২৮ | সোনা | কর্ণাটক |
২৯ | হীরা | মধ্যপ্রদেশ |
৩০ | সীসা | রাজস্থান |
৩১ | ম্যাগনেসিয়াম | তামিলনাড়ু |
৩২ | ম্যাঙ্গানিজ | ওড়িশা |
৩৩ | তামা | মধ্যপ্রদেশ |
৩৪ | ইউরেনিয়াম | ঝাড়খণ্ড |
৩৫ | বক্সাইট | ওড়িশা |
৩৬ | অভ্র | ঝাড়খন্ড |
আরো দেখে নাও :
ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প – PDF
ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য
পানীয় জলে বিভিন্ন রাসায়নিকের সহনীয় মাত্রা
পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা
ভৌগোলিক ক্ষেত্রে সমমান রেখাসমূহ
To check our latest Posts - Click Here