QuizBengali MythologyQuiz

বাংলা কুইজ – সেট ১৫৭ – দুর্গা পূজা স্পেশাল কুইজ।Quiz on Durga Puja

Bengali Quiz - Set 157 Durga Puja Special

মা দুর্গা পুজা স্পেশাল কুইজ

দুর্গা পূজা স্পেশাল কুইজ : প্রিয় পাঠকেরা, আজ মহালয়ার এই দিনে দেওয়া রইলো “মা দুর্গা” সম্পর্কিত একটি ছোট্ট কুইজ সেট। আশা করি তোমাদের এই দুর্গা পূজা কুইজ ( Durga Puja Special Quiz ) সেট ভালো লাগবে ভালো লাগবে। দেখে নাও দুর্গা পূজা কুইজ।

১. আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা নামে পরিচিত হলে চৈত্র মাসের দুর্গাপূজা কী নামে পরিচিত?

উত্তর :
বাসন্তী দুর্গাপূজা

২. কোন অসুর কে বধ করার জন্য দেবীর নাম দুর্গা?

উত্তর :
দুর্গম নামের অসুর।

৩. জনশ্রুতি অনুসারে রাজশাহীর তাহিরপুরের কোন রাজা বাংলাই দুর্গাপূজা চালু করেন?

উত্তর :
কংসনারায়ণ

৪. সন্ধি পুজো কবে হয়?

উত্তর :
মহাঅষ্টমীর শেষে এবং মহানবমীর সূচনার সময়।

[ আরো দেখে নাওঅক্ষয় তৃতীয়া  কিছু জানা অজানা তথ্য

৫. দুর্গাপুজোয় মহাঅষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে কোন দেবীর পুজো হয় ?

উত্তর :
চামুন্ডা

৬. ২০২১ সালে দেবী দুর্গার আগমন কীসে করে?

উত্তর :
ঘোটকে।

৭. ২০২১ সালে দেবী দুর্গার গমন কীসে করে?

উত্তর :
দোলায়  করে

৮. বাঁশের তৈরি একশো ফুট লম্বা দুর্গা প্রতিমা হল পৃথিবীর সর্ববৃহৎ বাঁশের নির্মিত প্রতিমা যেটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে নিয়েছে। এই প্রতিমা কোথায় অবস্থিত?

উত্তর :
গুয়াহাটি

[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ৮৭ – বিবেকানন্দ স্পেশাল ] 

৯. আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে যে ‘মহিষাসুর মর্দিনি’ শুনি সেটির রচয়িতা কে?

উত্তর :
বাণী কুমার।

১০. দেবী দুর্গার বাহন সিংহের নাম কী?

উত্তর :
দাওন।

১১. মহিষাসুরের নাম থেকে ভারতের কোন শহরের নামকরণ হয়েছে ?

উত্তর :
মাইশোর

১২. দেবীপক্ষের শেষ দিন কোনটি ?

উত্তর :
কোজাগরী পূর্ণিমা

১৩. ভবানীপুরের অন্যতম বনেদী বাড়ি “দে-বাড়ি” -র দূর্গা প্রতিমার বৈশিষ্ট কি ?

উত্তর :
মহিষাসুর কোট প্যান্ট পরে থাকে ( কারণ এটি ব্রিটিশ বিরোধী পুজো যেখানে ব্রিটিশদের অসুরের রূপ দেওয়া হয়েছে )

[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল ] 

১৪. ১০০ বছরেরও বেশি পুরোনো কলকাতার কোন দুর্গাপুজোর এককালে সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ?

উত্তর :
বাগবাজার সার্বজনীন

১৫. হিন্দুশাস্ত্রে “দূর্গা” শব্দটি ব্যাখ্যা করার সময় “গ” অক্ষর দিয়ে কি বিনাশ করা বোঝায় ?

উত্তর :
পাপ ( দুর্গার – দ নাশ করে দৈত্য, উ – বিঘ্ন নাশ করে, র – রোগ নাশ করে , গ – পাপ নাশ করে , অ কার শত্রু নাশ করে )

১৬. প্রায় ৫০০ বছর ধরে চলে আসছে মেমারির ঘোষ ও বোস পরিবারের দুর্গাপুজো । এই পুজোর বিশেষত্ব কি ?

উত্তর :
অষ্টমীতে সিঁদুর খেলা হয়

১৭. দেবী দুর্গার হাতে থাকা তলোয়ার কী ইঙ্গিত করে?

উত্তর :
বুদ্ধি/জ্ঞান  

[ আরো দেখে নাও : প্রণব মুখোপাধ্যায় কিছু জানা অজানা তথ্য ] 

 

১৮. দেবী দুর্গার হাতে থাকা বজ্রাস্ত্র কী ইঙ্গিত করে?

উত্তর :
 দৃঢ়তা এবং সংহতির প্রতীক  

১৯. মা দুর্গার হাতে থাকা গদা  কী ইঙ্গিত করে?

উত্তর :
  আনুগত্য, ভালবাসা এবং ভক্তি 

২০. দুর্গা মা এর হাতে থাকা ত্রিশুলের তিনটি ফলা আলাদা আলাদা অর্থ ইঙ্গিত করে,এগুলি কী কী?

উত্তর :
  মানুষ তিনটি গুণ তমঃ, রজঃ ও সত্য 

 আরো দেখে নাও : এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam

বাংলা কুইজ -সেট -১৩৪ –  রামকৃষ্ণদেব স্পেশাল

বাংলা কুইজ  সেট ১৬০  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পেশাল কুইজ

 

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button