NotesGeneral Knowledge Notes in Bengali
অলিম্পিকে ভারত – অলিম্পিকে ভারতের পদকজয়ীদের তালিকা
India at the Olympics
অলিম্পিকে ভারত – অলিম্পিকে ভারতের পদকজয়ীদের তালিকা
প্রিয় পাঠকেরা, আজ আমরা আলোচনা করবো অলিম্পিকে ( গ্রীষ্মকালীন ) ভারতের অবদান নিয়ে। অলিম্পিকে ভারত – অলিম্পিকে ভারতের পদকজয়ীদের তালিকা । কিন্তু তার আগে জেনে নিয়ে অলিম্পিক সম্পর্কিত কিছু তথ্য।
অলিম্পিক সম্পর্কিত কিছু তথ্য :
- প্রাচীন অলিম্পিক গেমসের সূচনা হয়েছিল ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে।
- প্রাচীন গ্রীসে দেবতা জিউসের আবাসস্থল অলিম্পিয়ায় ধর্মীয় রীতি-রেওয়াজের সাথে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হত। প্রাচীন উপকথা অনুযায়ী গ্রীক দেবতা জিউসের পুত্র হারকিউলিস এই অলিম্পিক নামকরণ করেন।
- পিয়ের দ্য কুবেরত্যাঁ ২৩ জুন, ১৮৯৪ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ( IOC ) প্রতিষ্ঠা করেন।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ১৮৯৬ সালে এথেন্সের প্যানাথেনেইক স্টেডিয়ামে।
- অলিম্পিক গেমসের মোটো হলো – Citius – Altius – Fortius. ( ল্যাটিন শব্দ যার আক্ষরিক অর্থ হলো – Faster – Higher – Stronger.)
- অলিম্পিক গেমসের পতাকাতে ৬টি বর্ণ দেখা যায় – ব্যাকগ্রউন্ডে সাদা, ও সাদার ওপরে পাঁচটি রঙের ( নীল, হলুদ, কালো, সবুজ, লাল ) রিং দেখা যায়।
- এই রিং পাঁচটি পৃথিবীর পাঁচটি মহাদেশকে বোঝায়।
- নীল – ইউরোপ
- হলুদ – এশিয়া
- কালো- আফ্রিকা
- সবুজ – আমেরিকা
- লাল – ওশিয়ানিয়া
- অলিম্পিকের শিখা বোঝায় – ধারাবাহিকতাকে ( Continuity )।
- প্রথম এই আধুনিক অলিম্পিক এই ক্রীড়াযজ্ঞে ৪৩ টি প্রতিযোগীতায় ১৪ টি দেশের প্রায় ২৪১ জন ক্রীড়াবিদ জড়ো হয়েছিলেন।
- দ্বিতীয় আধুনিক অলিম্পিক গেমসের আসর বসে ফ্রান্সের প্যারিসে।
- অলিম্পিক গেমস এখনো পর্যন্ত ৩ বার বাতিল হয়েছে –
- ১৯১৬ সালে – প্রথম বিশ্বযুদ্ধের কারণে।
- ১৯৪০ সালে – দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।
- ১৯৪৪ সালে – দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।
- ২০১৬ সালে শেষ আধুনিক অলিম্পিক গেমস (গ্রীষ্মকালীন ) অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও-দি-জেনেইরোতে।
- ২০২০ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাপানের টোকিওতে। কিন্তু Covid-১৯ মহামারীর জন্য এই অলিম্পিক পিছিয়ে যায়।
গ্রীষ্মকালীন অলিম্পিকের ভেনু
সাল | গ্রীষ্মকালীন অলিম্পিকের ভেনু |
---|---|
২০২০ | টোকিও, জাপান |
২০২৪ | প্যারিস, ফ্রান্স |
২০২৮ | লস এঞ্জেলস, মার্কিন যুক্তরাষ্ট্র |
২০৩২ | ব্রিসবেন, অস্ট্রেলিয়া |
দেখে নাও : বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেনু | Venue of Important International Games
একনজরে অলিম্পিকে ভারতের অবদান :
অলিম্পিকে কিছু উল্লেখযোগ্য পদকজয় :
- অলিম্পিকের ইতিহাসে ভারতের হয়ে প্রথম পদক যেতেন ব্রিটিশ শাসিত ভারতের প্রতিনিধি নরম্যান প্রিচার্ড। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে তিনি দুটি রৌপ্য পদক যেতেন।
- স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক জয়ী হলেন কাসাবা দাদাসাহেব যাদব ( কে ডি যাদব )। বন্ধুদের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে অলিম্পিকে গিয়ে বাজিমাত করেন তিনি। ২৩শে জুলাই – ১৯৫২ সালে হেলসিঙ্কিতে কুস্তিতে জিতে নেন রৌপ্য পদক। তাঁর নামে নয়াদিল্লতে একটি ক্রিকেট স্টেডিয়াম ও রয়েছে।
- প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে পদক যেতেন – কর্ণম মালেশ্বরী। ২০০০ সালে সিডনি অলিম্পিকে ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতে নেন তিনি।
- ভারতীয় সেনার হয়ে অলিম্পিকে প্রথম পদক যেতেন – রাজস্থানের ভারতীয় সেনার সদস্য রাজ্যবর্ধন সিং রাঠোর , ২০০৪ সালে এথেন্সে।
- প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা স্বর্নপদক জিতে নেন শুটার অভিনব বিন্দ্রা। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে শুটার অভিনব ভারতীয় ক্রীড়াকে পৌঁছে দেন অন্য এক উচ্চতায়।
- ভারতীয় হকি দল – সবচেয়ে বেশি বারোবার অলিম্পিকে পদক জিতেছে ভারতিয় পুরুষ হকি দল। প্রথমবার যেতে ১৯২৮ সালে আমস্টারডামে। তারপর টানা ৬ বার ১৯৫৬ অলিম্পিক পর্যন্ত হকিতে সোনা জয় করে ভারতীয় দল। এরমধ্যে ধ্যানচাঁদের হাত ধরে ১৯৩৬ অলিম্পিকে হিটলারের দেশে সোনা জেতে ভারতীয় হকি দল। ১৯৮০তে মস্কো অলিম্পিকে পদক জেতে ভারতীয় হকি দল। তার ৪১ বছর পর ২০২১ সালে টোকিও অলিম্পিকে (করোনা মহামারীর কারণে ২০২০ টোকিও অলিম্পিক ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছে ) ব্রোন্জ জিতে নেয় ভারতীয় পুরুষ হকি দল।
দেখে নাও যায় অলিম্পিক গেমস (গ্রীষ্মকালীন ) – এ ভারতের মেডেলের তালিকা।
অলিম্পিকে ভারতের পদকজয়ীদের তালিকা
সাল | স্থান | নাম/দল | পদক | ইভেন্ট |
---|---|---|---|---|
১৯০০ | প্যারিস | নরম্যান প্রিচার্ড | রৌপ্য | পুরুষদের ২০০ মিটার ড্যাশ |
১৯০০ | প্যারিস | নরম্যান প্রিচার্ড | রৌপ্য | পুরুষদের ২০০ মিটার হার্ডল |
১৯২৮ | আমস্টারডাম | ভারত জাতীয় ফিল্ড হকি দল | স্বর্ণ | পুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি |
১৯৩২ | লস এঞ্জেলস | ভারত জাতীয় ফিল্ড হকি দল | স্বর্ণ | পুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি |
১৯৩৬ | বার্লিন | ভারত জাতীয় ফিল্ড হকি দল | স্বর্ণ | পুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি |
১৯৪৮ | লন্ডন | ভারত জাতীয় ফিল্ড হকি দল | স্বর্ণ | পুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি |
১৯৫২ | হেলসিঙ্কি | ভারত জাতীয় ফিল্ড হকি দল | স্বর্ণ | পুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি |
১৯৫২ | হেলসিঙ্কি | কাসাবা দাদাসাহেব যাদব | রৌপ্য | পুরুষদের ফ্রিস্টাইল ব্যান্টামওয়েট |
১৯৫৬ | মেলবোর্ন | ভারত জাতীয় ফিল্ড হকি দল | স্বর্ণ | পুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি |
১৯৬০ | রোম | ভারত জাতীয় ফিল্ড হকি দল | রৌপ্য | পুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি |
১৯৬৪ | টোকিও | ভারত জাতীয় ফিল্ড হকি দল | স্বর্ণ | পুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি |
১৯৬৮ | মেক্সিকো | ভারত জাতীয় ফিল্ড হকি দল | ব্রোঞ্জ | পুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি |
১৯৭২ | মিউনিখ | ভারত জাতীয় ফিল্ড হকি দল | ব্রোঞ্জ | পুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি |
১৯৮০ | মস্কো | ভারত জাতীয় ফিল্ড হকি দল | স্বর্ণ | পুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি |
১৯৯৬ | আটলান্টা | আটলান্টা | ব্রোঞ্জ | পুরুষদের সিঙ্গলস – টেনিস |
২০০০ | সিডনি | কর্ণম মালেশ্বরী | ব্রোঞ্জ | মহিলাদের ৬৯ কেজি – ভারোত্তোলন |
২০০৪ | এথেন্স | রাজ্যবর্ধন সিং রাঠোর | রৌপ্য | পুরুষদের ডাবল ট্র্যাপ – শ্যুটিং |
২০০৮ | বেইজিং | অভিনব বিন্দ্রা | স্বর্ণ | পুরুষদের ১০ মিটার |
২০০৮ | বেইজিং | বিজেন্দর সিং | ব্রোঞ্জ | এয়ার রাইফেল – শ্যুটিং |
২০০৮ | বেইজিং | সুশীল কুমার | ব্রোঞ্জ | পুরুষদের ফ্রি স্টাইল ৬৬ কেজি কুস্তিতে |
২০১২ | লন্ডন | গগন নারং | ব্রোঞ্জ | পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল – শ্যুটিং |
২০১২ | লন্ডন | বিজয় কুমার | রৌপ্য | পুরুষদের ২৫ র্যাপিড ফায়ার পিস্তল – শ্যুটিং |
২০১২ | লন্ডন | সাইনা নেহওয়াল | ব্রোঞ্জ | মহিলাদের সিঙ্গলস – ব্যাডমিন্টন |
২০১২ | লন্ডন | মেরি কম | ব্রোঞ্জ | মহিলাদের ফ্লাইওয়েট – বক্সিং |
২০১২ | লন্ডন | যোগেশ্বর দত্ত | ব্রোঞ্জ | পুরুষদের ৬০ কেজি ফ্রিস্টাইল – কুস্তি |
২০১২ | লন্ডন | সুশীল কুমার | ব্রোঞ্জ | পুরুষদের ৬৬ কেজি ফ্রিস্টাইল – কুস্তি |
২০১৬ | রিও ডি জেনারিও | সাক্ষী মালিক | ব্রোঞ্জ | মহিলাদের ৫৮ কেজি ফ্রিস্টাইল – কুস্তি |
২০১৬ | রিও ডি জেনারিও | পি ভি সিন্ধু | রৌপ্য | মহিলাদের সিঙ্গলস – ব্যাডমিন্টন |
২০২০ | টোকিও | সাঁইখোম মীরাবাই চানু | রৌপ্য | মহিলাদের ৪৯ কেজি – ভারোত্তোলন |
২০২০ | টোকিও | পি ভি সিন্ধু | ব্রোঞ্জ | মহিলাদের সিঙ্গলস – ব্যাডমিন্টন |
২০২০ | টোকিও | লাভলিনা বরগোঁহাই | ব্রোঞ্জ | মহিলাদের ওয়েলটার ওয়েট – বক্সিং |
২০২০ | টোকিও | ভারত জাতীয় ফিল্ড হকি দল | ব্রোঞ্জ | পুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি |
২০২০ | টোকিও | রবি কুমার ডাহিয় | রৌপ্য | পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল – কুস্তি |
২০২০ | টোকিও | বজরং পুনিয়া | ব্রোঞ্জ | পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল – কুস্তি |
২০২০ | টোকিও | নীরজ চোপড়া | স্বর্ণ | জ্যাভেলিন থ্রো |
*করোনা মহামারীর কারণে ২০২০ টোকিও অলিম্পিক ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছে।
আরো দেখে নাও :
- যুব অলিম্পিক গেমস ২০১৮
- জাতীয় ক্রীড়া দিবস । কুইজ সেট – ১৫৩ । Sports Quiz
- বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফি
- খেলায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ
- বিভিন্ন খেলাধুলায় খেলোয়াড় সংখ্যা
এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নাও ।
Download Section
- File Name : অলিম্পিকে ভারত – বাংলা কুইজ
- File Size : 2.6 MB
- Format : PDF
- No. of Pages : 05
- Language : Bengali
To check our latest Posts - Click Here