NotesGeneral Knowledge Notes in Bengali

অলিম্পিকে ভারত – অলিম্পিকে ভারতের পদকজয়ীদের তালিকা

India at the Olympics

অলিম্পিকে ভারত – অলিম্পিকে ভারতের পদকজয়ীদের তালিকা

Olympic Flag

প্রিয় পাঠকেরা, আজ আমরা আলোচনা করবো অলিম্পিকে ( গ্রীষ্মকালীন ) ভারতের অবদান নিয়ে। অলিম্পিকে ভারতঅলিম্পিকে ভারতের পদকজয়ীদের তালিকা । কিন্তু তার আগে জেনে নিয়ে অলিম্পিক সম্পর্কিত কিছু তথ্য।

অলিম্পিক সম্পর্কিত কিছু তথ্য :

  1. প্রাচীন অলিম্পিক গেমসের সূচনা হয়েছিল ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে।
  2. প্রাচীন গ্রীসে দেবতা জিউসের আবাসস্থল অলিম্পিয়ায় ধর্মীয় রীতি-রেওয়াজের সাথে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হত। প্রাচীন উপকথা অনুযায়ী গ্রীক দেবতা জিউসের পুত্র হারকিউলিস এই অলিম্পিক নামকরণ করেন।
  3. পিয়ের দ্য কুবেরত্যাঁ ২৩ জুন, ১৮৯৪ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ( IOC ) প্রতিষ্ঠা করেন।
  4. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ১৮৯৬ সালে এথেন্সের প্যানাথেনেইক স্টেডিয়ামে।
  5. অলিম্পিক গেমসের মোটো হলো – Citius – Altius – Fortius. ( ল্যাটিন শব্দ যার আক্ষরিক অর্থ হলো – Faster – Higher – Stronger.)
  6. অলিম্পিক গেমসের পতাকাতে ৬টি বর্ণ দেখা যায় – ব্যাকগ্রউন্ডে সাদা, ও সাদার ওপরে পাঁচটি রঙের ( নীল, হলুদ, কালো, সবুজ, লাল ) রিং দেখা যায়।
  7. এই রিং পাঁচটি পৃথিবীর পাঁচটি মহাদেশকে বোঝায়।
    • নীল – ইউরোপ
    • হলুদ – এশিয়া
    • কালো- আফ্রিকা
    • সবুজ – আমেরিকা
    • লাল – ওশিয়ানিয়া
  8. অলিম্পিকের শিখা বোঝায় – ধারাবাহিকতাকে ( Continuity )।
  9. প্রথম এই আধুনিক অলিম্পিক এই ক্রীড়াযজ্ঞে ৪৩ টি প্রতিযোগীতায় ১৪ টি দেশের প্রায় ২৪১ জন ক্রীড়াবিদ জড়ো হয়েছিলেন।
  10. দ্বিতীয় আধুনিক অলিম্পিক গেমসের আসর বসে ফ্রান্সের প্যারিসে।
  11. অলিম্পিক গেমস এখনো পর্যন্ত ৩ বার বাতিল হয়েছে –
    • ১৯১৬ সালে – প্রথম বিশ্বযুদ্ধের কারণে।
    • ১৯৪০ সালে – দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।
    • ১৯৪৪ সালে – দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।
  12. ২০১৬ সালে শেষ আধুনিক অলিম্পিক গেমস (গ্রীষ্মকালীন )  অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও-দি-জেনেইরোতে।
  13. ২০২০ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাপানের টোকিওতে। কিন্তু Covid-১৯ মহামারীর জন্য এই অলিম্পিক পিছিয়ে যায়।

গ্রীষ্মকালীন অলিম্পিকের ভেনু

সালগ্রীষ্মকালীন অলিম্পিকের ভেনু
২০২০টোকিও, জাপান
২০২৪প্যারিস, ফ্রান্স
২০২৮লস এঞ্জেলস, মার্কিন যুক্তরাষ্ট্র
২০৩২ব্রিসবেন, অস্ট্রেলিয়া
গ্রীষ্মকালীন অলিম্পিকের ভেনু

দেখে নাও : বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেনু | Venue of Important International Games

একনজরে অলিম্পিকে ভারতের অবদান :

অলিম্পিকে কিছু উল্লেখযোগ্য পদকজয় :

  • অলিম্পিকের ইতিহাসে ভারতের হয়ে প্রথম পদক যেতেন ব্রিটিশ শাসিত ভারতের প্রতিনিধি নরম্যান প্রিচার্ড। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে  তিনি দুটি রৌপ্য পদক যেতেন।
  • স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক জয়ী হলেন কাসাবা দাদাসাহেব যাদব ( কে ডি যাদব )। বন্ধুদের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে অলিম্পিকে গিয়ে বাজিমাত করেন তিনি। ২৩শে জুলাই – ১৯৫২ সালে হেলসিঙ্কিতে কুস্তিতে জিতে নেন রৌপ্য পদক। তাঁর নামে নয়াদিল্লতে একটি ক্রিকেট স্টেডিয়াম ও রয়েছে।
  • প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে পদক যেতেন – কর্ণম মালেশ্বরী। ২০০০ সালে সিডনি অলিম্পিকে ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতে নেন তিনি।
  • ভারতীয় সেনার হয়ে অলিম্পিকে প্রথম পদক যেতেন – রাজস্থানের ভারতীয় সেনার সদস্য রাজ্যবর্ধন সিং রাঠোর , ২০০৪ সালে এথেন্সে।
  • প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা স্বর্নপদক জিতে নেন শুটার অভিনব বিন্দ্রা। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে শুটার অভিনব ভারতীয় ক্রীড়াকে পৌঁছে দেন অন্য এক উচ্চতায়।
  • ভারতীয় হকি দল – সবচেয়ে বেশি বারোবার অলিম্পিকে পদক জিতেছে ভারতিয় পুরুষ হকি দল। প্রথমবার যেতে ১৯২৮ সালে আমস্টারডামে। তারপর টানা ৬ বার ১৯৫৬ অলিম্পিক পর্যন্ত হকিতে সোনা জয় করে ভারতীয় দল। এরমধ্যে ধ্যানচাঁদের হাত ধরে ১৯৩৬ অলিম্পিকে হিটলারের দেশে সোনা জেতে ভারতীয় হকি দল। ১৯৮০তে মস্কো অলিম্পিকে পদক জেতে ভারতীয় হকি দল। তার ৪১ বছর পর ২০২১ সালে টোকিও অলিম্পিকে (করোনা মহামারীর কারণে ২০২০ টোকিও অলিম্পিক ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছে )  ব্রোন্জ জিতে নেয় ভারতীয় পুরুষ হকি দল।

দেখে নাও যায় অলিম্পিক গেমস (গ্রীষ্মকালীন ) – এ ভারতের মেডেলের তালিকা।

অলিম্পিকে ভারতের পদকজয়ীদের তালিকা

সালস্থাননাম/দলপদকইভেন্ট
১৯০০প্যারিসনরম্যান প্রিচার্ডরৌপ্যপুরুষদের ২০০ মিটার ড্যাশ
১৯০০প্যারিসনরম্যান প্রিচার্ডরৌপ্যপুরুষদের ২০০ মিটার হার্ডল
১৯২৮আমস্টারডামভারত জাতীয় ফিল্ড হকি দলস্বর্ণপুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি
১৯৩২লস এঞ্জেলসভারত জাতীয় ফিল্ড হকি দলস্বর্ণপুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি
১৯৩৬বার্লিনভারত জাতীয় ফিল্ড হকি দলস্বর্ণপুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি
১৯৪৮লন্ডনভারত জাতীয় ফিল্ড হকি দলস্বর্ণপুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি
১৯৫২হেলসিঙ্কিভারত জাতীয় ফিল্ড হকি দলস্বর্ণপুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি
১৯৫২হেলসিঙ্কিকাসাবা দাদাসাহেব যাদবরৌপ্যপুরুষদের ফ্রিস্টাইল ব্যান্টামওয়েট
১৯৫৬মেলবোর্নভারত জাতীয় ফিল্ড হকি দলস্বর্ণপুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি
১৯৬০রোমভারত জাতীয় ফিল্ড হকি দলরৌপ্যপুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি
১৯৬৪টোকিওভারত জাতীয় ফিল্ড হকি দলস্বর্ণপুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি
১৯৬৮মেক্সিকোভারত জাতীয় ফিল্ড হকি দলব্রোঞ্জপুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি
১৯৭২মিউনিখভারত জাতীয় ফিল্ড হকি দলব্রোঞ্জপুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি
১৯৮০মস্কোভারত জাতীয় ফিল্ড হকি দলস্বর্ণপুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি
১৯৯৬আটলান্টাআটলান্টাব্রোঞ্জপুরুষদের সিঙ্গলস – টেনিস
২০০০সিডনিকর্ণম মালেশ্বরীব্রোঞ্জমহিলাদের ৬৯ কেজি – ভারোত্তোলন
২০০৪এথেন্সরাজ্যবর্ধন সিং রাঠোররৌপ্যপুরুষদের ডাবল ট্র্যাপ – শ্যুটিং
২০০৮বেইজিংঅভিনব বিন্দ্রাস্বর্ণপুরুষদের ১০ মিটার
২০০৮বেইজিংবিজেন্দর সিংব্রোঞ্জএয়ার রাইফেল – শ্যুটিং
২০০৮বেইজিংসুশীল কুমারব্রোঞ্জপুরুষদের ফ্রি স্টাইল ৬৬ কেজি কুস্তিতে
২০১২লন্ডনগগন নারংব্রোঞ্জপুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল – শ্যুটিং
২০১২লন্ডনবিজয় কুমাররৌপ্যপুরুষদের ২৫ র্যাপিড ফায়ার পিস্তল – শ্যুটিং
২০১২লন্ডনসাইনা নেহওয়ালব্রোঞ্জমহিলাদের সিঙ্গলস – ব্যাডমিন্টন
২০১২লন্ডনমেরি কমব্রোঞ্জমহিলাদের ফ্লাইওয়েট – বক্সিং
২০১২লন্ডনযোগেশ্বর দত্তব্রোঞ্জপুরুষদের ৬০ কেজি ফ্রিস্টাইল – কুস্তি
২০১২লন্ডনসুশীল কুমারব্রোঞ্জপুরুষদের ৬৬ কেজি ফ্রিস্টাইল – কুস্তি
২০১৬রিও ডি জেনারিওসাক্ষী মালিকব্রোঞ্জমহিলাদের ৫৮ কেজি ফ্রিস্টাইল – কুস্তি
২০১৬রিও ডি জেনারিওপি ভি সিন্ধুরৌপ্যমহিলাদের সিঙ্গলস – ব্যাডমিন্টন
২০২০টোকিওসাঁইখোম মীরাবাই চানুরৌপ্যমহিলাদের ৪৯ কেজি – ভারোত্তোলন
২০২০টোকিওপি ভি সিন্ধুব্রোঞ্জমহিলাদের সিঙ্গলস – ব্যাডমিন্টন
২০২০টোকিওলাভলিনা বরগোঁহাইব্রোঞ্জমহিলাদের ওয়েলটার ওয়েট – বক্সিং
২০২০টোকিওভারত জাতীয় ফিল্ড হকি দলব্রোঞ্জপুরুষদের প্রতিযোগিতা – ফিল্ড হকি
২০২০টোকিওরবি কুমার ডাহিয়রৌপ্যপুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল – কুস্তি
২০২০টোকিওবজরং পুনিয়াব্রোঞ্জপুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল – কুস্তি
২০২০টোকিওনীরজ চোপড়াস্বর্ণজ্যাভেলিন থ্রো
অলিম্পিকে ভারতের পদকজয়ীদের তালিকা

*করোনা মহামারীর কারণে ২০২০ টোকিও অলিম্পিক ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছে।

আরো দেখে নাও :

এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নাও ।

Download Section 

  • File Name : অলিম্পিকে ভারত – বাংলা কুইজ
  • File Size : 2.6 MB
  • Format : PDF
  • No. of Pages : 05
  • Language : Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button