সাধারণ জ্ঞান MCQ – সেট ২৯৬ । Daily General Awareness | Bengali
Daily General Awareness Practice Set - 296
সাধারণ জ্ঞান MCQ – সেট ২৯৬
বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :
৪৪৫১. আসাম পর্যটনের ট্যাগ-লাইন কোনটি?
(A) Essence of Incredible India
(B) Full of Suprises
(C) Blissful Assam
(D) Awasome Assam
৪৪৫২. গ্রহণের সময় সূর্যের কোন অংশ দৃশ্যমান হয়?
(A) চাঁদ
(B) জিকা
(C) করোনা
(D) কোর
৪৪৫৩. নিচের মধ্যে কে মৃত্যুর দূত (Angel of Death ) হিসাবে পরিচিত?
(A) সরোজিনী নাইডু
(B) জোসেফ মেঙ্গেল
(C) বেনিটো মুসোলিনি
(D) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
জোসেফ মেঙ্গেল মৃত্যুর দূত বা Angel of Death হিসাবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন নাৎসি ক্যাম্পের একজন ডাক্তার ।
৪৪৫৪. ডক্টর পি রমা রাও কমিটি নিন্মের কোনটির সাথে যুক্ত?
(A) শিক্ষা
(B) কর
(C) প্রতিরক্ষা
(D) রেলওয়ে
দেখে নাও ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি/ কমিশন সম্পর্কিত কিছু তথ্য – Click Here .
৪৪৫৫. ভেষজ গুনের জন্য “ডাব” কে শ্রীলঙ্কায় কি বলে?
(A) স্বর্গের শিশির
(B) লিভিং ফার্মেসি
(C) ডিউ অফ হেভেন
(D) স্বর্গের দান
ভেষজ গুনের জন্য “ডাব” কে শ্রীলঙ্কায় লিভিং ফার্মেসি বলা হয়ে থাকে ।
৪৪৫৬. সম্প্রতি জাতীয় শিক্ষানীতি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই নীতি তৈরির জন্য কার অধীনস্থ কমিটির সুপারিশ নেওয়া হয়েছে ?
(A) Prakash Javedkar
(B) Dr.G.Satheesh Reddy
(C) Dr. K.Kasturirangan
(D) Dr.Kailasavadvioo Sivan
দেখে নাও জাতীয় শিক্ষানীতি ২০২০ সম্পর্কিত কিছু তথ্য – Click Here
৪৪৫৭. স্টেইনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে কী মেশানো হয়?
(A) ক্রোমিয়াম
(B) জিঙ্ক
(C) টিন
(D) টাইটেনিয়াম
স্টেইনলেস স্টিল মূলত এক ধরনের মিশ্রণ। এটি লোহার সঙ্গে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশ্রণে তৈরি হয়। এটি লোহার চেয়ে অনেক গুণ মজবুত ও শক্ত এবং এতে মরিচা পরে না ।
৪৪৫৮. বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারক সংখ্যা কত?
(A) ৩২
(B) ৩৩
(C) ৩৪
(D) ৩৫
বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারক সংখ্যা ৩৪ জন। ( ৩৩ জন বিচারপতি ও একজন মুখ্যবিচারপতি )
৪৪৫৯. গুজরাটের রাজধানীর নাম কী?
(A) সুরাট
(B) গান্ধীনগর
(C) অহেমদাবাদ
(D) রাজকোট
গুজরাট ভারতের সর্বপশ্চিমে অবস্থিত রাজ্য। এই রাজ্যের রাজধানী গান্ধীনগর । লোথাল ও ধোলাবীরার মতো প্রাচীন সিন্ধু সভ্যতার কয়েকটি কেন্দ্র এই রাজ্যে অবস্থিত।
৪৪৬০. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক কত সময় লাগে?
(A) ১.২৬ সেকেন্ড
(B) ৮ সেকেন্ড
(C) ৪.২ সেকেন্ড
(D) ২ মিনিট
চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব প্রায় ৩, ৮৪, ৪০০ কিলোমিটার এবং চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ১.২৬ সেকেন্ড ।
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ২৯৫ । Daily General Awareness | Bengali
সাম্প্রতিকী – আগস্ট মাস – ২০২০ । Monthly Current Affairs | August 2020
স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা । First Cabinet of India
কেশবানন্দ ভারতী – The Monk who saved the Democracy
বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা | List of Countries, Capitals – Currency | PDF
To check our latest Posts - Click Here